Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Cricket

কেউ চায় না জাদেজা ভারতের হয়ে খেলুক, দাবি গ্রেম সোয়ানের

বিরাট কোহালির দলের ‘থ্রি ডি’ ক্রিকেটার তিনি। বল করতে এসে বিপক্ষকে আটকে রাখতে পারেন। পার্টনারশিপ ভাঙতে পারেন। ব্যাট হাতে প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারেন দেশের বাঁ হাতি অলরাউন্ডার।

ভারতীয় দলে নিজের জায়গা প্রতিষ্ঠিত করেছেন জাদেজা। —ফাইল চিত্র।

ভারতীয় দলে নিজের জায়গা প্রতিষ্ঠিত করেছেন জাদেজা। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
হ্যামিল্টন শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ১৪:৩২
Share: Save:

রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে খেলুন, এমনটা নাকি চায় না কোনও প্রতিপক্ষই। টি টোয়েন্টি বিশ্বকাপে বাঁ হাতি অলরাউন্ডার ভারতীয় দলে না থাকলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে অন্য দলগুলো। ইংল্যান্ডের প্রাক্তন অফস্পিনার গ্রেম সোয়ানের দাবি এমনই।

সীমিত ওভারের ক্রিকেটে জাদেজা ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ। বিরাট কোহালির দলের ‘থ্রি ডি’ ক্রিকেটার তিনি। বল করতে এসে বিপক্ষকে আটকে রাখতে পারেন। পার্টনারশিপ ভাঙতে পারেন। ব্যাট হাতে প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারেন দেশের বাঁ হাতি অলরাউন্ডার। ফিল্ডিংও যথেষ্ট ভাল করতে পারেন জাদেজা।

কিউয়িদের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে ধোনির সঙ্গে জাদেজার ব্যাট স্বপ্ন দেখাতে শুরু করেছিল। জাদেজা ফিরে যেতেই চাপ এসে পড়ে ধোনির উপরে। মাহি ফিরে যেতে ভারতও ম্যাচ হেরে যায়। সোয়ান বলছেন, ‘‘বিশ্বের অন্যান্য দলগুলো চায় না ভারতের হয়ে খেলুক জাদেজা। ও খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। ইংল্যান্ডের দিক থেকে বলতে পারি, জাদেজা না খেললে আমরা খুশিই হব।’’

আরও পড়ুন: ‘বিশ্বের সেরা পেসার’, শামির প্রশংসায় পঞ্চমুখ শোয়েব আখতার

অলরাউন্ডার জাদেজা খেলে চলেছেন। কিন্তু হার্দিক পাণ্ড্য চোট সারিয়ে এখনও ফিরতে পারেননি দলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হয়তো দলে ফিরবেন পাণ্ড্য। তখন দল গঠন নিয়ে টিম ম্যানেজমেন্টের সমস্যা বাড়বে। নিউজিল্যান্ডের মাঠ অপেক্ষাকৃত ছোট। সেই মাঠে ভালই খেলছেন জাদেজা। সোয়ান মনে করেন, অস্ট্রেলিয়ার বড় মাঠেও সমস্যা হবে না জাদেজার। সোয়ান বলছেন, ‘‘নিউজিল্যান্ডের ছোট মাঠে ভাল খেলছে জাদেজা। অস্ট্রেলিয়ায় একদমই উল্টো ছবি। মাঠগুলো বড়। ছোট মাঠে যদি স্পিন বল ভাল করতে পারে জাদেজা, তা হলে বড় মাঠেও সমস্যা হবে না।’’

আরও পড়ুন: টেলরদের অস্ত্র প্রায় সাত ফুটের পেসার​

অন্য বিষয়গুলি:

Graeme Swann Ravindra Jadeja India Cricket Team
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE