Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Cricket

বিরাট যুগেই উত্থান গতির: আগরকর

মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহালি। দুই অধিনায়কের তুলনামূলক বিশ্লেষণ করলেন প্রাক্তন জাতীয় পেসার অজিত আগরকর।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ০৫:৫০
Share: Save:

দুই অধিনায়ক। মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহালি। ধোনির নেতৃত্বে তিনটি আইসিসি ট্রফি পেয়েছে ভারত। অস্ট্রেলিয়ায় প্রথম ভারতকে টেস্ট সিরিজ জিতিয়েছেন অধিনায়ক কোহালি। দুই অধিনায়কের তুলনামূলক বিশ্লেষণ করলেন প্রাক্তন জাতীয় পেসার অজিত আগরকর। টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা গেল, দু’জনের মূল ফারাকটা মানসিকতায়। একজন মনে করেন, দলকে বড় সাফল্য এনে দেন স্পিনাররা। বেশি ভরসা করতেন তাঁদেরই। তিনি ধোনি। পাশাপাশি কোহালির রণকৌশল তৈরি হয়, ফাস্ট বোলারদের ঘিরে। বিশ্বাস করেন, ভারতকে জেতাতে পারেন ইশান্ত শর্মা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরার মতো পেসারেরা। ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও যাঁরা কোহালির তুরুপের তাস হতে পারেন।

আগরকর বলেছেন, ‘‘আমাদের এই দুই অধিনায়কের (ধোনি ও কোহালি) মানসিকতায় বড় ফারাক রয়েছে। ধোনি অসম্ভব নির্ভর করত স্পিনারদের উপর। তখন ওদের সামনে রেখেই তৈরি হত রণকৌশল। বিরাট আবার এই জায়গাটা থেকে একটু সরে এল। বেশি আস্থা রাখল ফাস্ট বোলারদের উপর।’’ যোগ করেছেন, ‘‘দু’ধরনের নেতৃত্বের সৌজন্যেই কিন্তু ভারত বিদেশে টেস্ট ম্যাচে সাফল্য পেয়েছে। ক্রমশ আমাদের পারফরম্যান্স ভাল হয়েছে। ভারত এখন অনেক বেশি লড়াকু। নেতৃত্ব দেওয়ার ধরনে বড় পার্থক্য থাকলেও দুই অধিনায়কই কিন্তু প্রচুর সাফল্য পেয়েছে।’’ অধিনায়ক কোহালিকে নিয়ে আগরকর আলাদা করে বলেছেন, ‘‘সব ধরনের ক্রিকেটেই বিরাট কোহালি অনেক দিন দেশকে নেতৃত্ব দিচ্ছে। ভারত ওর অধিনায়কত্বে কতটা সফল তাও দেখেছি। এমনকি নেতৃত্ব দেওয়ার ধরনে ফারাক থাকলেও আসল ব্যাপারটা হচ্ছে দলের ক্রিকেটারদের উপর কতটা আস্থা রাখা হচ্ছে! সেটা ঠিকঠাক রাখা হলে কিন্তু একজন অধিনায়ক ভাল ফল পাবেই।’’

এ দিকে, আইসিসি ওয়ান ডে র‌্যাঙ্কিং তালিকার এক নম্বর জায়গাই ধরে রাখলেন কোহালি। ৮৭১ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন শীর্ষে। দুই নম্বরে রয়েছেন রোহিত শর্মা। তাঁর পয়েন্ট ৮৫৫।

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Ajit Agarkar Virst Kohli MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy