সচিনের পর আক্রান্ত ইরফানও। ছবি: টুইটার থেকে
বিশ্ব পথ সুরক্ষা সিরিজ খেলতে যাওয়া ক্রিকেটাররা সুরক্ষিত ছিলেন? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায়। কিছুদিন আগে সচিন তেন্ডুলকর টুইট করে জানিয়েছিলেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা। এর পর একে একে ইউসুফ পাঠান এবং বদ্রিনাথের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সোমবার ইরফান পাঠান টুইট করে জানান তিনিও করোনা আক্রান্ত।
ভারতের প্রাক্তন অলরাউন্ডার টুইট করে লেখেন, ‘আমি করোনা আক্রান্ত তবে কোনও উপসর্গ নেই। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি আমি। শেষ কিছু দিনে যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদেরকে অনুরোধ পরীক্ষা করিয়ে নিন। সবাই মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। সবাই সুস্থ থাকুন এই কামনা করি’।
সচিন জানিয়েছিলেন তিনিও বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন, মৃদু উপসর্গও ছিল তাঁর। তবে বাড়ির আর কোনও সদস্য করোনা আক্রান্ত হননি বলে জানিয়েছিলেন তিনি। পথ সুরক্ষা সিরিজে জয় পায় ভারতীয় লেজেন্ড দল। তবে তার পর থেকেই একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে চলেছেন। ওই সিরিজে খেলা ক্রিকেটারদের মধ্যে সচিন, বদ্রিনাথ এবং ২ পাঠান ভাই করোনা আক্রান্ত।
— Irfan Pathan (@IrfanPathan) March 29, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy