Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Football

জার্মানির মেশিন বনাম ফ্রান্সের শিল্পের দ্বৈরথ

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সাঁ জারমাঁ বনাম বায়ার্ন মিউনিখের লড়াইতে জয়ী হবে কোন দল?

ফাইনালে লড়াই থোমাস মুলার ও রবার্ট লেয়নডস্কি (বাঁ-দিকে) বনাম নেমার ও এমবাপের।

ফাইনালে লড়াই থোমাস মুলার ও রবার্ট লেয়নডস্কি (বাঁ-দিকে) বনাম নেমার ও এমবাপের।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২০ ০৬:২২
Share: Save:

বায়ার্নের নোটবুক থেকে...

• লেয়নডস্কি, মুলার, ন্যাব্রি, ইভান পেরিসিচ। দুর্ধর্ষ ফরোয়ার্ড চতুর্ভূজ নিয়ে হাই প্রেসিং ফুটবলই রণনীতি। তাতে চূর্ণ হয়েছে মেসিদের জাদুও।

• আক্রমণে বৈচিত্র বড় সম্পদ। মাঝখান দিয়ে রুখলে প্রান্ত ধরে ধেয়ে আসবে। বুঝে ওঠাই কঠিন। এ ভাবেই রণতরী সাজান কোচ হান্স ফ্লিক।

• তুরুপের তাস অবশ্যই রবার্ট লেয়নডস্কি। চলতি মরসুমে ৫৫ গোল। এ বারের চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ১৫ গোল।

• আর এক প্রধান অস্ত্র থোমাস মুলার। অদৃশ্য স্ট্রাইকার। কখন, কোথায় উদয় হবেন প্রতিপক্ষ ধরতেই পারে না।

• নিঃশব্দে জায়গা নেওয়ায় ওস্তাদ বায়ার্ন। যা হাড়ে হাড়ে টের পেয়েছে বার্সেলোনা। মুলারকে যে কারণে ধরা কঠিন হয়।

• লেয়নডস্কি-মুলারের সঙ্গে থাকছেন ন্যাব্রিও। পায়ে দুরন্ত শট। এক সময় ব্রাত্য তিনিই লিয়ঁর বিরুদ্ধে ম্যাচের নায়ক।

পিএসজি নোটবুক থেকে...

• বায়ার্নের প্রেসিং ফুটবল তাদের রক্ষণে অনেক সময় ফাঁক তৈরি করে। নেমারদের দিয়ে সুযোগ কাজে লাগাতে হবে।

• দুরন্ত এক দ্বৈরথের অপেক্ষা। পিএসজি ফরোয়ার্ড ত্রয়ী (এমবাপে, নেমার, অ্যাঙ্খেল দি মারিয়া) বনাম অপরীক্ষিত বায়ার্ন ডিফেন্সের।

• এমবাপের গতি তুরুপের তাস হতে পারে। তিনি বিশ্বের দ্রুততম ফুটবলার। চিতার সঙ্গে তুলনা হয়। ঘণ্টায় ৩৬ কিমি সর্বোচ্চ গতি।

• বায়ার্নের জেহোম বোয়াতেং বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার হতে পারেন, কিন্তু স্লথ। উপরে উঠলে নামতে সময় নেন। ফায়দা তোলো।

• বায়ার্ন অর্ধে ডান দিকে এমবাপে বনাম খিমিচ আর বাঁ-দিকে দি মারিয়া বনাম আলফন্সো ডেভিস খুবই গুরুত্বপূর্ণ দ্বৈরথ।

• নেমারের স্কিল, ড্রিবল জাদুর উপরে ভরসা। একা ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন। নেমার-এমবাপে এ যুগের মেসি-রোনাল্ডো।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy