Advertisement
০৫ নভেম্বর ২০২৪
West Indies

West Indies: ফিরল এরিকসেন স্মৃতি, ১০ মিনিটের ব্যবধানে মাঠে জ্ঞান হারালেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার

শিনেল হেনরি এবং শেডন নেশন নামে দুই ক্রিকেটার মাঠের মধ্যেই অজ্ঞান হয়ে যান।

শিনেল হেনরি।

শিনেল হেনরি। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ জুলাই ২০২১ ১৭:০৫
Share: Save:

ফিরল ক্রিশ্চিয়ান এরিকসেনের স্মৃতি। তবে ফুটবল নয়, মাঠের মধ্যেই হঠাৎ জ্ঞান হারানোর ঘটনা ঘটল ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তানের মহিলা দলের ম্যাচে মাত্র ১০ মিনিটের ব্যবধানে জ্ঞান হারালেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার।

শিনেল হেনরি এবং শেডন নেশন নামে দুই মহিলা ক্রিকেটার মাঠের মধ্যেই অজ্ঞান হয়ে যান। পাকিস্তানের ইনিংসের তখন চার ওভার চলছে। হঠাৎই জ্ঞান হারান হেনরি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন দলের ক্রিকেটাররা। পাকিস্তানের ব্যাটসম্যানরাও এগিয়ে আসেন। মাঠে প্রাথমিক চিকিৎসা করেন ফিজিয়ো। এর পর স্ট্রেচারে করে বার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

ফের খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান নেশন। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের পক্ষ থেকে বলা হয়, “হেনরি এবং নেশনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দু’ জনেরই জ্ঞান ফিরেছে।”

ডিএলএস নিয়মে সাত রানে জেতে ওয়েস্ট ইন্ডিজ। দলের প্রশিক্ষক কোর্টনি ওয়ালশ বলেন, “খুব কঠিন পরিস্থিতি ছিল। আমি খুশি যে দলের মেয়েরা সব বাধা টপকে ম্যাচ জিততে পেরেছে। হেনরি এবং নেশানের সঙ্গে আমরা সব সময় আছি।”

হঠাৎই জ্ঞান হারান হেনরি।

হঠাৎই জ্ঞান হারান হেনরি। ছবি: টুইটার থেকে

পাকিস্তানের অধিনায়ক জাভেরিয়া খান বলেন, “গোটা পাকিস্তান দল হেনরি এবং নেশানের সঙ্গে আছে। আমরা চাই ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। পরের ম্যাচে যাতে ওদের মাঠে দেখতে পাই, সেই কামনা করি।”

অন্য বিষয়গুলি:

pakistan West Indies
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE