কেট চান্দলার। ছবি টুইটার থেকে নেওয়া।
১৪তম জন্মদিন পূর্ণ হয়েছে দেড়মাস আগে। আরও নির্দিষ্ট করে, এক মাস ১৭ দিন আগে। এই বয়সেই ওয়েলিংটন মহিলা দলের কেট চান্দলার জায়গা করে নিলেন রেকর্ড বইয়ে। লিস্ট এ ক্রিকেটে ৫ উইকেট নিলেন তিনি।
শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডে মহিলাদের ওয়ানডে প্রতিযোগিতায় ক্যান্টারবেরির বিরুদ্ধে তিনি ৫ উইকেট নিলেন ৫১ রানের বিনিময়ে।
লেগস্পিনার চান্দলার এখনও স্কুল পড়ুয়া। এর আগে লিস্ট এ ক্রিকেটে কেবল দুটো ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে ডিসেম্বরের গোড়ায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস মহিলা দলের বিরুদ্ধে ৩৯ রানের বিনিময়ে নিয়েছিলেন ৩ উইকেট।
আরও পড়ুন: ঋদ্ধির জায়গায় পন্থকে খেলানোর পরামর্শ দিলেন পন্টিং
আরও পড়ুন: মেলবোর্ন টেস্টে গতি ও বাউন্সে ভরা উইকেটের দাবি কামিন্সের
ক্যান্টারবেরি ওমেন্সের বিরুদ্ধে তিনি লিস্ট এ ক্রিকেটে খেলছিলেন কেরিয়ারের তৃতীয় ম্যাচ। আর সেই ম্যাচেই নিলেন ৫ উইকেট। তাঁর দাপটে ৪৬.১ ওভারে ১৫৫ রানে শেষ হয়ে গেল ক্যান্টারবেরি। ২ উইকেট হারিয়ে ৩২.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল চান্দলারের দল।
লিস্ট এ ফরম্যাটের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে চান্দলারই ৫ উইকেট নিলেন কি না তা পরিষ্কার নয়। কিন্তু, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে ওয়েলিংটন ওমেন্স দলের লিস্ট এ ইতিহাসে চান্দলারের ৪১ রানে ৫ উইকেট সেরা বোলিংয়ের তালিকায় ১৪ নম্বরের রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy