Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Kate Chandler

বড়দের ক্রিকেটে ৫ উইকেট নিউজিল্যান্ডের ১৪ বছরের মহিলা ক্রিকেটার কেট চান্দলারের

লেগস্পিনার চান্দলার এখনও স্কুল পড়ুয়া। এর আগে লিস্ট এ ক্রিকেটে কেবল দুটো ম্যাচ খেলেছেন তিনি।

কেট চান্দলার। ছবি টুইটার থেকে নেওয়া।

কেট চান্দলার। ছবি টুইটার থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ১৯:০৬
Share: Save:

১৪তম জন্মদিন পূর্ণ হয়েছে দেড়মাস আগে। আরও নির্দিষ্ট করে, এক মাস ১৭ দিন আগে। এই বয়সেই ওয়েলিংটন মহিলা দলের কেট চান্দলার জায়গা করে নিলেন রেকর্ড বইয়ে। লিস্ট এ ক্রিকেটে ৫ উইকেট নিলেন তিনি।

শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডে মহিলাদের ওয়ানডে প্রতিযোগিতায় ক্যান্টারবেরির বিরুদ্ধে তিনি ৫ উইকেট নিলেন ৫১ রানের বিনিময়ে।

লেগস্পিনার চান্দলার এখনও স্কুল পড়ুয়া। এর আগে লিস্ট এ ক্রিকেটে কেবল দুটো ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে ডিসেম্বরের গোড়ায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস মহিলা দলের বিরুদ্ধে ৩৯ রানের বিনিময়ে নিয়েছিলেন ৩ উইকেট।

আরও পড়ুন: ঋদ্ধির জায়গায় পন্থকে খেলানোর পরামর্শ দিলেন পন্টিং​

আরও পড়ুন: মেলবোর্ন টেস্টে গতি ও বাউন্সে ভরা উইকেটের দাবি কামিন্সের​

ক্যান্টারবেরি ওমেন্সের বিরুদ্ধে তিনি লিস্ট এ ক্রিকেটে খেলছিলেন কেরিয়ারের তৃতীয় ম্যাচ। আর সেই ম্যাচেই নিলেন ৫ উইকেট। তাঁর দাপটে ৪৬.১ ওভারে ১৫৫ রানে শেষ হয়ে গেল ক্যান্টারবেরি। ২ উইকেট হারিয়ে ৩২.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল চান্দলারের দল।

লিস্ট এ ফরম্যাটের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে চান্দলারই ৫ উইকেট নিলেন কি না তা পরিষ্কার নয়। কিন্তু, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে ওয়েলিংটন ওমেন্স দলের লিস্ট এ ইতিহাসে চান্দলারের ৪১ রানে ৫ উইকেট সেরা বোলিংয়ের তালিকায় ১৪ নম্বরের রয়েছে।

অন্য বিষয়গুলি:

Kate Chandler List A Legspinner
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy