সেদিন ধোনি ও সাক্ষী। —ফাইল চিত্র।
১০ বছর আগে আজকের দিনেই মহেন্দ্র সিংহ ধোনি ও সাক্ষী সিংহ রাওয়াতের বিয়ে হয়েছিল। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিয়ে করেছিলেন সেই সময়ের ভারত অধিনায়ক।
মিডিয়া বিয়ের ব্যাপারে বিন্দুবিসর্গ জানত না। তাঁর সতীর্থরাও টের পাননি। বিপাশা বসুই সংবাদমাধ্যমে প্রথমে জানিয়েছিলেন, ধোনি বিয়ে করতে চলেছেন। আর তার পরেই গোটা দেশের মিডিয়া চলে এসেছিল দেহরাদূনে।
ধোনি ও সাক্ষীর সম্পর্কের শুরু কলকাতায়। তখন তাজ হোটেলে ইন্টার্নশিপ করছেন সাক্ষী। আর ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে ইডেন গার্ডেন্সে ধোনি। দুই পরিবারের মধ্যে আগে থেকে পরিচয় থাকলেও ১০ বছর যোগাযোগ ছিল না ধোনি ও সাক্ষীর। এক ‘কমন ফ্রেন্ড’-এর মাধ্যমে নতুন করে যোগাযোগ হয়।
আরও পড়ুন: নেতৃত্বে ধোনি, আইপিএলের এই ‘ফিয়ারসম ইলেভেন’ হারিয়ে দেবে যে কোনও দলকেই
২০০৮ সালের মার্চ থেকে ডেট করা শুরু করেন মাহি আর সাক্ষী। দেহরাদূনের একটা রিসর্টে সাত পাকে বাঁধা পড়েন ২০১০ সালের ৪ জুলাই।
India's Most Eligible Bachelor @MSDhoni, Got Married To His Love, Sakshi Singh Rawat On 4Th July, 2010.❤
— MSDian Datta😎 (@MSDian_Datta) June 27, 2020
It Was A Surprise For Whole India As The Wedding Was Not Publically Announced.
-#DhoniBirthdayCDP pic.twitter.com/7SF6JELo3d
দেখতে দেখতে কেটে গিয়েছে দশ-দশটা বছর।আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ধোনি ও সাক্ষীকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। স্মৃতির পাতা উল্টোচ্ছেন তাঁরা। আজেকের দিন তো স্মৃতি রোমন্থনেরই।
Sakshi and Mahi❤❤#DhoniBirthdayCDP @msdhoni pic.twitter.com/iu8OwjrnAU
— Pranavi Sharma7 (@iampranavi7) June 28, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy