শুধু কোচ সাইরাজ বাহুতুলে নন, রঞ্জি ট্রফির আগে বাংলার চূড়ান্ত প্রস্তুতি শিবির হবে ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে। সঙ্গে থাকবেন পেস বোলিং কোচ টি এ শেখরও।
লক্ষ্মী, মনোজ, দিন্দাদের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন লক্ষ্মণ-শেখররা। তাঁরা বোঝাবেন, কী ভাবে চাপ সামলে নিজের সেরাটা মাঠে দিতে হবে। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে এই প্রস্তুতি শিবির।
গত মরসুমে বাংলার বেহাল দশা দেখার পর নড়েচড়ে বসেছেন সিএবি যুগ্মসচিব সৌরভ গঙ্গোপাধ্যায়। দলের খোলনলচে পাল্টে তিনি এ বার বাংলা দলকে নতুন করে গড়ে তুলতে চান। যার জন্য সাইরাজ বাহুতুলেকে কোচ করে নিয়ে এসেছেন, দলে এনেছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও। শ্রীলঙ্কায় দু’সপ্তাহের জন্য প্রস্তুতি সফরেও পাঠিয়েছিলেন দলকে।
যতটা ভাল প্রস্তুতির কথা ভেবে কুমার সঙ্গকারার দেশে বাংলা দল পাঠানো হয়েছিল, এই সফর অবশ্য ততটা লাভজনক হয়নি বলেই ওয়াকিবহাল মহলের ধারণা। প্রস্তুতি সফর হিসেবে খরচও হয়েছে বিপুল। প্রায় ৪৫ লক্ষ টাকা। আবহাওয়া ঠিক না থাকায় ভরপুর ম্যাচ প্র্যাকটিসও পাননি লক্ষ্ণীরা। তাই প্রস্তুতির শেষ পর্বটুকু জোরদার করতে চান সৌরভ।
৮ অক্টোবর থেকে এ বারের রঞ্জি অভিযান শুরু হচ্ছে বাংলার। তাই মঙ্গলবার থেকে যে শিবির শুরু হবে, তাতেই যাবতীয় ভুল-ত্রুটি দূর করার পরিকল্পনা রয়েছে। প্র্যাকটিসের পাশাপাশি সিনিয়র ও অশোক মলহোত্রর দায়িত্বে থাকা অনুর্ধ্ব ২৩ দলের মধ্যে একাধিক ম্যাচ খেলারও পরিকল্পনা হয়েছে। সবই অবশ্য নির্ভর করছে আবহাওয়ার উপর। প্র্যাকটিসে ও এই ম্যাচগুলিতে পারফরম্যান্স দেখার পর চূড়ান্ত ১৫ বেছে নেওয়া হবে হয়তো অক্টোবরের শুরুতেই। অধিনায়কের নাম তার আগেও ঘোষণা হতে পারে। প্রজ্ঞান ওঝা, বাহুতুলেরা আপাতত ছুটিতে গেলেও প্রস্তুতি শিবির শুরুর আগেই ফিরে আসবেন। লক্ষ্মণ-শেখরদেরও সপ্তাহখানেকের বেশি এই শিবিরে থাকার কথা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy