বিশ্বের বিভিন্ন প্রান্তে সমস্যা দেখা যায় হোয়াটস্অ্যাপে। ছবি: সাটারস্টক।
ছুটির দিনে হোয়াটস্অ্যাপ ব্যবহারকারীদের বেশ কয়েক ঘণ্টা ধরে সমস্যার মুখে পড়তে হল। রবিবার বিকেল সওয়া ৪টে নাগাদ সমস্যা দেখা দেয় হোয়াটসঅ্যাপে। টেক্স মেসেজ ছাড়া কোনও ফাইল পাঠানো যাচ্ছিল না।
বিকেল থেকেই হঠাত্ অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে সমস্যা দেখা দেয় হোয়াটস্যাপের। প্রথমে ইউজাররা মনে করছিলেন, ইন্টারনেট স্লো থাকার কারণে ছবি, ভিডিয়ো, জিআইএফ কোনও ফাইলই পাঠানো যাচ্ছে না। কিন্তু পরে জানা যায়, ইন্টারনেট নয়, সমস্যা হোয়াটস্অ্যাপের সার্ভারেই। তার ফলেই টেক্সট ছাড়া আর কোনও কিছুই যাচ্ছিল না।
সোশ্যাল মিডিয়া টুইটারেও ‘হ্যাসট্যাগ হোয়াটস্অ্যাপ ডাউন’ ট্রেন্ডিং করে বেশ কয়েক ঘণ্টা। ভারত ছাড়াও ইউরোপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিলেও একই সমস্যা হয়। আমেরিকা থেকেও একই অভিযোগ পাওয়া যায়।
আরও পড়ুন: একরত্তি মেয়েকে দিয়ে চুরি করাচ্ছেন বাবা-মা, নজরদারি ক্যামেরার ভিডিয়ো ভাইরাল
প্রায় তিন ঘণ্টা পর সমস্যা মিটে যায় বলে জানা গিয়েছে। কী কারণে সমস্যা হয় সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে হোয়াটস্অ্যাপের এমন সমস্যার সময় অনেক নেটিজেন মত প্রকাশ করেছেন টেলিগ্রাম, হাইক-এর মতো বিকল্প প্ল্যাটফর্ম ব্যবহার করার।
আরও পড়ুন: স্মৃতি ইরানির এই লুকানো প্রতিভা দেখে একতা কপূরও মুগ্ধ!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy