প্রতীকী ছবি।
অফিস যাওয়ার সময় যত ঝামেলা! রাস্তায় প্রবল জ্যাম। বাসে ওঠার জো নেই। মেট্রোতেও সকালবেলা লোকাল ট্রেনের মতো ভিড়!
নিত্যযাত্রীদের এই পরিস্থিতির মুখোমুখি রোজই হতে হয় এই কলকাতা শহরে। এর সুরাহা না মিললেও গুগল এ বার আপনাকে জানিয়ে দেবে, কোন রাস্তায় কখন কেমন জ্যাম। কোন বাসে কেমন ভিড়। এ জন্য গুগল ম্যাপ নিয়ে আসছে দুটো অসামান্য ফিচার। ফলে আপনি তখনকার মতো কোন রাস্তা বা বাস ধরবেন, সেটা বিবেচনা করে দেখতে পারবেন।
কম-বেশি আমরা সকলেই গুগল ম্যাপ ব্যবহার করি। গুগলের দৌলতে অচেনা রাস্তা চিনে নিতে আজ আর অসুবিধে হয় না। এ বার সেই গুগল ম্যাপ নিত্যযাত্রীদের জানিয়ে দেবে, রাস্তায় ট্র্যাফিক জ্যাম থেকে শুরু করে বাসে-ট্রেনে কতটা ভিড়। এমনকি, কোন সময় বেশি ভিড় হবে, বসার জায়গা পাওয়া যাবে কি না সমস্ত তথ্যই আপনার মোবাইল অ্যাপে জানা যাবে। ভিড় কাটাতে কোন রাস্তা নেবেন, তা-ও জানিয়ে দেবে গুগল। বিশ্ব জুড়ে এখনও পর্যন্ত দু’শো শহরে চালু হয়েছে এই ফিচার।
Me during my commute: MOVE. THAT. BUS.
— Google Maps (@googlemaps) June 27, 2019
Now you can see real-time delays and how crowded your bus is on your way to work 🙌
Read more here: https://t.co/mMrQY3ji5u pic.twitter.com/afAK2Bz5KB
আপনার গতিবিধির উপর নজর রাখে গুগল। আপনি ইন্টারনেটে যা কিছু সার্চ করেন, অথবা কোন ওয়েব সাইটে গিয়ে সেখানে কী করছেন, সব বিষয়ের খুঁটিনাটি রয়েছে গুগলের কাছে। এ ভাবেই গত বছরের অক্টোবর থেকে গুগল তার ম্যাপ ইউজারদের কাছ থেকে বিভিন্ন তথ্য জেনেছে। যেমন, প্রতি দিন কোনও ব্যক্তি যদি বাসে যাতায়াত করেন তা হলে কতটা ভিড় রয়েছে বা কত গুলো বসার সিট ফাঁকা আছে বা কত জনকে দাঁড়িয়ে যেতে হচ্ছে এই সব ধরনের তথ্য।
গুগল ম্যাপের নতুন ফিচারটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে।
আরও পড়ুন: শাওমি বাজারে আনছে নতুন স্মার্টফোন সিসি সিরিজ, ‘চিক অ্যান্ড কুল’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy