Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Alps

Height of Mont Blanc: বেঁটে হয়ে গিয়েছে পশ্চিম ইউরোপে আল্পস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মঁ ব্লাঁ!

উচ্চতা মাপতে গিয়ে দেখা গিয়েছে মঁ ব্লাঁ শৃঙ্গের উচ্চতা এখন ৪ হাজার ৮০৭.৮১ মিটার। বা, ১৫ হাজার ৭৭৩.৬৫ ফুট।

ফ্রান্সে আল্পস পর্বতমালায় মঁ ব্লাঁ শৃঙ্গ। -ফাইল ছবি।

ফ্রান্সে আল্পস পর্বতমালায় মঁ ব্লাঁ শৃঙ্গ। -ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩২
Share: Save:

পশ্চিম ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মঁ ব্লাঁ বেঁটে হয়ে গিয়েছে। গত ৪ বছরে। বুধবার এ খবর দিয়েছেন ফ্রান্সের ভূতাত্ত্বিকরা।

একটি বিবৃতিতে ফ্রান্সের ভূতাত্ত্বিকরা জানিয়েছেন, সেপ্টেম্বরের মাঝামাঝি আল্পস পর্বতমালার ফরাসি অংশে একটি অভিযান চালানো হয়েছিল, মঁ ব্লাঁ শৃঙ্গের উচ্চতা মাপতে। তাতে দেখা গিয়েছে মঁ ব্লাঁ শৃঙ্গের উচ্চতা এখন ৪ হাজার ৮০৭.৮১ মিটার। বা, ১৫ হাজার ৭৭৩.৬৫ ফুট।

৪ বছর আগে ২০১৭-য় শেষ বার যখন মাপা হয়েছিল, তখন মঁ ব্লাঁ শৃঙ্গের উচ্চতা ছিল ৪ হাজার ৮০৮.৭২ মিটার। ১৫ হাজার ৭৭৬.৬৪ ফুট। যার অর্থ, গত ৪ বছরে ওই শৃঙ্গের উচ্চতা কমেছে অন্তত ১ মিটার বা ৩ ফুটের একটু বেশি।

ভূতাত্ত্বিকরা জানিয়েছেন, উষ্ণায়নের জন্য দ্রুত হারে হিমবাহ গলে যাওয়ার জন্যই খুব সম্ভবত বেঁটে হয়ে গিয়েছে আল্পস পর্বতমালার মঁ ব্লাঁ শৃঙ্গ। গত এক দশক ধরেই এটা হয়ে চলেছে ধীরে ধীরে। ২০০৭ সালে মঁ ব্লাঁ শৃঙ্গের উচ্চতা ছিল ৪ হাজার ৮১০.৯০ মিটার। বা ১৫ হাজার ৭৮৩.৭৯ ফুট।

অন্য বিষয়গুলি:

Alps Climate Change
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy