Advertisement
১০ জুন ২০২৪
Aam Pora Sharbat

বাজার থেকে কাঁচা আম কিনে এনেছেন? শুধু চাটনি না করে পুড়িয়ে শরবতও বানালে কেমন হয়?

পাকা আম খাওয়ার আলাদা তৃপ্তি। কিন্তু এই গরমে স্বস্তি পেতে আমপোড়া শরবতের কোনও তুলনা নেই। রইল প্রণালী।

কাঁচা আমপোড়া শরবত।

কাঁচা আমপোড়া শরবত। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ২০:১৫
Share: Save:

গরম যতই অসহনীয় হোক, শুধু আমের স্বাদ নেওয়ার জন্য সহ্য করে নেওয়া যায়। অনেকের কাছে গ্রীষ্মকাল প্রিয় হওয়ার একটাই কারণ আম। বাজারে গেলেই কাঁচা আমের গন্ধে মন উচাটন হচ্ছে। হলুদ হলুদ পাকা আমে এখনও বাজার ভরে ওঠেনি। পাকা আম খাওয়ার আলাদা তৃপ্তি। কিন্তু এই গরমে স্বস্তি পেতে আমপোড়া শরবতের কোনও তুলনা নেই। রইল প্রণালী।

উপকরণ:

২টি কাঁচা আম

৫ টেবিল চামচ চিনি

১ টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো

আধ চা চামচ বিটনুন

২ কাপ জল

প্রয়োজন মতো বরফের টুকরো

প্রণালী:

গ্যাসের আগুনে দুটো কাঁচা আম প্রথমে ভাল করে পুড়িয়ে নিতে হবে। নরম হয়ে এলে খোসা ছাড়িয়ে আমের ক্বাথ বার করে অন্য একটি পাত্রে রাখুন।

এ বার মিক্সিতে সেদ্ধ করা আমের ক্বাথ, ভাজা জিরে গুঁড়ো, বিটনুন এবং জল একসঙ্গে মিশিয়ে একটি তরল মিশ্রণ বানিয়ে নিলেই আমপোড়া শরবত তৈরি।

তরল মিশ্রণ মিক্সি থেকে নামিয়ে গ্লাসে উপর থেকে ভাজা জিরে গুঁড়ো এবং বরফকুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Raw Mango Drink
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE