Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
Life style news

লকডাউন: অতি অল্প মশলায় বানিয়ে ফেলুন সুস্বাদু লাসুনি মুর্গ    

লকডাউনের মরসুমে সময় কাটাতে ও মন ভাল রাখতে এই রান্না হতেই পারে অন্যতম হাতিয়ার।

লাসুনি মুর্গ।

লাসুনি মুর্গ।

রুকমা দাক্ষী
কলকাতা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ১৬:৪৫
Share: Save:

লকডাউন। একপ্রকার চাপিয়ে দেওয়া ছুটি। এই সময় রোজের রান্না মুখে রোচে না, আবার বাজার-দোকান করার অসুবিধায় নিত্যনতুন মশলা বা উপকরণ কিনে আনাও সম্ভব হয়। সারা দিন সে ভাবে সময়ও কাটে না এই সব দিনে। এমন লকডাউনের মরসুমে সময় কাটাতে ও মন ভাল রাখতে এই রান্না হতেই পারে অন্যতম হাতিয়ার।

দেখে নিন কী ভাবে বানাবেন

উপকরণ

চিকেন ৫০০গ্রাম (ছোট ছোট পিস)

সাধারণ দুধ এর দই ১ বাটি

রসুন বাটা ২ টেবিল চামচ

কাঁচা লঙ্কা বাটা ২ চা চামচ

মেথি ১৴২ চা চামচ

সাদা তেল ১ টেবিল চামচ

নুন স্বাদ মতো

টমেটো ২ টা লম্বা করে কাটা

কাঁচা লঙ্কা ৪ টেবিল চামচ

চিনি ১/২ চা চামচ

প্রনালী: চিকেন ধুয়ে,দই রসুন ও কাঁচা লঙ্কা বাটা মাখিয়ে ২ ঘন্টা রাখুন। নন্ স্টিক পাত্রে তেল গরম করে মেথি ও চিনি ফোড়ন দিন।এবার মশলা মাখা চিকেন প্যান দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন ।চিকেন অর্ধেক সিদ্ধ হয়ে এলে টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন ।মুরগি সিদ্ধ হলে ও একদম শুকনো হলে নামিয়ে নিন ।গরম রুটি দিয়ে লাসুনি মুর্গ দারুণ লাগবে ।

অন্য বিষয়গুলি:

Lasooni Murgh Chicken
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy