Yuvraj Singh selects three Indians and four Australians for his All-Time Playing XI dgtl
Yuvraj Singhs All-Time Playing XI
দলে তিন ভারতীয়, চার অস্ট্রেলীয়, বাদ দিলেন নিজেকেই! সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন যুবরাজ
দলে তিন ভারতীয় জায়গা পেলেও জায়গা পেলেন না মহেন্দ্র সিংহ ধোনি। কেমন হল সেই সেরা একাদশ?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৬ জুলাই ২০২৪ ১৩:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিংহ। দলে রাখলেন তাঁর সময়ে খেলা তাবড় ক্রিকেটারদের। দলে তিন ভারতীয় জায়গা পেলেও জায়গা পেলেন না মহেন্দ্র সিংহ ধোনি। কেমন হল সেই সেরা একাদশ?
০২১২
সচিন তেন্ডুলকর: যুবরাজের দলের ওপেনার সচিন। অজস্র রেকর্ডের মালিক ডানহাতি ব্যাটারকে সর্বকালের সেরা একাদশে রেখেছেন যুবরাজ।
০৩১২
রোহিত শর্মা: যুবরাজের দলের দ্বিতীয় ওপেনার রোহিত শর্মা। টি২০ হোক বা ওয়ান ডে, সদ্য বিশ্বকাপজয়ী ডানহাতি ব্যাটার যে কোনও ফরম্যাটেই বিধ্বংসী রূপ ধারণ করতে পারেন।
০৪১২
রিকি পন্টিং: অস্ট্রেলিয়াকে একাধিক বার বিশ্বকাপ জেতানো ডানহাতি ব্যাটারকে যুবরাজ রেখেছেন তাঁর দলের তিন নম্বরে।
০৫১২
বিরাট কোহলি: চার নম্বরে কিং কোহলিকে রেখেছেন যুবরাজ। টি২০ থেকে সদ্য অবসর নেওয়া ডানহাতি ব্যাটার ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারেন যে কোনও মুহূর্তে।
০৬১২
এবি ডেভিলিয়ার্স: বিরাটের পর পাঁচ নম্বরে ব্যাট করতে আসবেন ‘মিস্টার ৩৬০’। এক দিনের আন্তর্জাতিকে দ্রুততম অর্ধশতরান, শতরানের মালিক এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার।
০৭১২
অ্যাডাম গিলক্রিস্ট: যুবরাজের দলের উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন গিলক্রিস্ট। শুধু উইকেটরক্ষা নয়, ব্যাট হাতে যে কোনও বোলারের ত্রাস হয়ে উঠতেন বাঁহাতি অসি।
০৮১২
অ্যান্ড্রু ফ্লিনটফ: ইংরেজ অলরাউন্ডার ফ্লিনটফকে সাত নম্বরে রেখেছেন যুবরাজ। ব্যাটে, বলে সমান দক্ষ এই ডানহাতি অলরাউন্ডার।
০৯১২
ওয়াসিম আক্রম: যুবরাজের দলের পেস বিভাগ সামলাবেন বাঁহাতি পাক পেসার। এই দলে তিনিই একমাত্র পাকিস্তানি ক্রিকেটার।
১০১২
শেন ওয়ার্ন: অস্ট্রেলিয়া তো বটেই, সর্বকালের অন্যতম সেরা স্পিনার ওয়ার্নকে দলে রেখেছেন যুবরাজ। তিনি এই দলের তৃতীয় অসি ক্রিকেটার। বল তো বটেই, লোয়ার অর্ডারে ব্যাট হাতেও ছাপ ফেলতে পারতেন ওয়ার্ন।
১১১২
মুথাইয়া মুরলিধরন: দলের দ্বিতীয় স্পিনার মুরলিধরন। এই দলের তিনিই একমাত্র শ্রীলঙ্কার ক্রিকেটার। নামের পাশে বহু রেকর্ড রয়েছে এই অফস্পিনারের।
১২১২
গ্লেন ম্যাকগ্রা: আক্রমের সঙ্গে নতুন বল ভাগ করে নেবেন গ্লেন। তিনি যুবরাজের দলের চতুর্থ অসি ক্রিকেটার।