শেষ টুইট: ‘জিম করে দারুণ লাগছে’! ৩০ বছরেই স্তব্ধ প্রাক্তন ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন সারার হৃৎপিণ্ড
সারার মা টেরি মেয়ের মৃত্যু সংবাদ নিজেই দিয়েছেন। এই পরিস্থিতিতে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। কিন্তু ঠিক কী কারণে সারার মৃত্যু হল, তা জানা যায়নি।
সংবাদ সংস্থা
নয়াদিল্লিশেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ১৭:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
ক্রীড়া বিনোদন জগতে নক্ষত্রপতন। মাত্র ৩০ বছর বয়সে মৃত্যু হল ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই) এর প্রাক্তন চ্যাম্পিয়ন সারা লির। সারার মৃত্যুর খবর দেন তাঁর মা টেরি লি। ডব্লুডব্লুইর জগতে অত্যন্ত পরিচিত নাম সারার মৃত্যুতে শোকের ছায়া।
০২১২
সারা লির মা টেরি সমাজমাধ্যমে লিখেছেন, ‘অত্যন্ত বেদনার সঙ্গে আপনাদের জানাতে চাই, আমাদের খুব প্রিয় সারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা বেদনাহত। এই শোকের মুহূর্তে আমাদের পরিবারের পাশে থাকুন।’
০৩১২
সারার মা টেরি মেয়ের মৃত্যু সংবাদ নিজেই দিয়েছেন। এই পরিস্থিতিতে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু ঠিক কী কারণে সারার মৃত্যু হল, তা জানা যায়নি। তাঁর কি অস্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যু হল? প্রশ্ন উঠছে।
০৪১২
সারার মৃত্যু সংবাদ জানিয়ে টুইট করেছে ডব্লুডব্লুইও। সেখানে লেখা হয়েছে, ‘সারা লির মৃত্যুর খবরে ডব্লুডব্লুই শোকাহত। ‘টাফ এনাফ’-এর প্রাক্তন বিজয়ী হিসেবে লি ক্রীড়া বিনোদন দুনিয়ার সবার কাছেই অনুপ্রেরণা। সারা, তোমার অভাব অনুভূত হবে।’
০৫১২
২০১৫-য় সারা জিতেছিলেন ডব্লুডব্লুই রিয়্যালিটি প্রতিযোগিতার সিরিজ ‘টাফ এনাফ’। এই প্রতিযোগিতায় জয়লাভ করার পরেই সারার নাম ছড়িয়ে পড়ে। চক্রবৃদ্ধি আকারে বাড়তে থাকে তাঁর ভক্তের সংখ্যা।
০৬১২
আচমকা সারার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়মহলে। সারা পরিচিত ছিলেন তাঁর অত্যন্ত হাসিখুশি মেজাজের কারণেও। অন্যের বিপদে সারাকে সব সময়ই পাশে পাওয়া যেত বলেও বলছেন তাঁর গুণমুগ্ধরা।
০৭১২
২০১৫-য় সারা ‘টাফ এনাফ’-এর ষষ্ঠ সিজনে চ্যাম্পিয়ন হন। তার পরের বছর, ২০১৬-য় সারা কেরিয়ারের শেষ ম্যাচ খেলেন। অগস্টে ডাবলস ম্যাচেও নেমেছিলেন রিংয়ে। সঙ্গী ছিলেন লিভ মর্গান। তাঁদের মোকাবিলা ছিল আলিয়া ও বিলির বিরুদ্ধে।
০৮১২
শুধু রিংয়েই নয়, সারার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমের পাতায় পাতায়। তাঁর দেওয়া যে কোনও ভিডিয়ো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ত চার দিকে। তা নিয়ে চলত আলোচনা, চর্চা।
০৯১২
২০১৭-এর ৩০ ডিসেম্বর বিয়ে করেন সারা। বিয়ে করেন অনেক দিনের সঙ্গী কুস্তিগির ওয়েস্টিন ব্লেক। দু’জনের তিনটি সন্তান আছে। একটি কুকুরেরও মালিক ছিলেন সারা।
১০১২
সারা নিজের সাম্প্রতিক সমাজমাধ্যম পোস্টটি করেছিলেন মৃত্যুর ২৪ ঘণ্টা আগে। সেখানে সারা লিখেছিলেন, ‘শেষ পর্যন্ত স্বাস্থ্য পুনরুদ্ধার করে পর পর দু’দিন জিমে ফিরে আসতে পেরে খুব ভাল লাগছে। প্রথম সাইনাস সংক্রমণ আমার জীবনকে বিধ্বস্ত করে ফেলেছিল।’
১১১২
জানা গিয়েছে, মিশিগানের আদি বাসিন্দা সারার সঙ্গে ‘টাফ এনাফ’ প্রতিযোগিতায় নামার জন্য ডব্লুডব্লুইর সঙ্গে আড়াই লক্ষ ডলারের চুক্তি হয়েছিল। কিন্তু পরের বছরই সেই চুক্তি ভেঙে বেরিয়ে আসেন সারা।
১২১২
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, সারা হাই স্কুলে পড়ার সময় থেকেই শরীরচর্চায় উৎসাহী ছিলেন। দৌড়তেও খুব ভালবাসতেন সারা। স্কুল পেরোনোর পর পাকাপাকি ভাবে কুস্তিকেই বেছে নেন সারা।