World's tallest residential building Hypertower in Dubai dgtl
Tallest Building In The World
১০০ তলার উপর ‘হিরের চূড়া’! বিশ্বের সবচেয়ে উঁচু আবাসন তৈরি করছে দুবাই
১০০ তলার বহুতল তৈরি করতে চলেছে দুবাই। নাম রাখা হয়েছে ‘বুর্জ বিনঘাত্তি জ্যাকব অ্যান্ড কো রেসিডেন্স’।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ১৭:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
শীর্ষে আর আমেরিকা নয়, বহুতলের তালিকায় নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক টাওয়ারকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে উঁচু আবাসন তৈরি করছে দুবাই।
০২১৩
১০০ তলার বহুতল তৈরি করতে চলেছে দুবাই। নাম রাখা হয়েছে ‘বুর্জ বিনঘাত্তি জ্যাকব অ্যান্ড কো রেসিডেন্স’।
০৩১৩
যদিও আরও একটি নাম দেওয়া হয়েছে এই বহুতলের— ‘হাইপারটাওয়ার’।
০৪১৩
বিনঘাত্তি নামের এক প্রোমোটারি সংস্থার সঙ্গে ঘড়ি নির্মাণকারী সংস্থা ‘জ্যাকব অ্যান্ড কোম্পানি’ হাত মিলিয়ে এই বহুতল নির্মাণের পরিকল্পনা করেছে।
০৫১৩
এই আবাসনের উচ্চতা ৪৭২ মিটারের বেশি হবে বলে জানা গিয়েছে।
০৬১৩
‘হাইপারটাওয়ার’-এর মূল আকর্ষণ হল এই আবাসনের চূড়া। আবাসনের উপরিভাগ এমন ভাবে বানানোর পরিকল্পনা করা হয়েছে, দেখে মনে হবে যেন হিরে দিয়ে বানানো।দেখে মনে হবে যেন আবাসনের উপর রয়েছে হিরের চূড়া।
০৭১৩
দুবাই শহরের প্রাণকেন্দ্র ‘বিজ়নেস বে’ এলাকায় এই বহুতলটি তৈরি করা হবে।
০৮১৩
প্রতিটি তলায় যে ফ্ল্যাটগুলি তৈরি করা হবে তা দুই বা তিনটি বেডরুমবিশিষ্ট।
০৯১৩
বহুতলের উপরে তৈরি করা হবে বিলাসবহুল পেন্টহাউস।
১০১৩
‘হাইপারটাওয়ার’-এ তৈরি করা হবে ‘বিশেষ’ ক্লাবঘরও।
১১১৩
পেন্টহাউস এবং ক্লাবঘরের পাশাপাশি এখানে থাকবে ‘ইনফিনিটি পুল’ও।
১২১৩
১০০ তলার এই আবাসনে বাচ্চাদের জন্য থাকছে ‘ডে কেয়ার’-এর ব্যবস্থা। আবাসনে যাঁরা থাকবেন তাঁদের জন্য আলাদা করে শেফও রাখা হবে।
১৩১৩
‘জ্যাকব অ্যান্ড কোম্পানি’ সংস্থার চেয়ারম্যান জ্যাকব আর্বো জানিয়েছেন, এই আবাসনটি এমন জায়গায় তৈরি করা হবে, যেখান থেকে দুবাই শহরের অপরূপ দৃশ্য চোখে পড়ে।