Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Mukesh Ambani

মুকেশ অম্বানীর কাছ থেকে ঘরভাড়া নিলেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি! মাসের ভাড়া কত?

মুকেশ অম্বানীর থেকে ঘর ভাড়া। মাসে ভাড়া লক্ষ লক্ষ টাকা। যিনি ভাড়া নিলেন, তাঁর কাছে অবশ্য এটা খুব বড় বিষয় নয়। এ রকম বেলাগাম খরচ তিনি করেই থাকেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৮
Share: Save:
০১ ১৭
image of Mukesh Ambani

ভারত তথা এশিয়ার সব থেকে ধনী ব্যক্তির থেকে জায়গা ভাড়া নিলেন তিনি। মাসে ভাড়া লক্ষ লক্ষ টাকা। যিনি ভাড়া নিলেন, তাঁর কাছে অবশ্য এটা খুব বড় বিষয় নয়। তিনি পৃথিবীর ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

০২ ১৭
image of Louis Vuitton

মুকেশ অম্বানীর থেকে মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে একটি বাণিজ্যিক স্থান ভাড়া নিয়েছে ফরাসি ফ্যাশন সংস্থা লুই ভিতোঁ। দীর্ঘমেয়াদি চুক্তিতে এই জায়গাটি ভাড়া নিয়েছে তারা।

০৩ ১৭
image of Louis Vuitton

অম্বানীর থেকে ভাড়া নেওয়া এই জায়গায় বিপণি খুলবে লুই ভিতোঁ। এটাই হতে চলেছে সারা পৃথিবীতে তাঁদের সব থেকে বড় বিপণি।

০৪ ১৭
image of JIO world

মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে জিয়ো ওয়ার্ল্ড প্লাজ়ার মধ্যে তৈরি হতে চলেছে এই বিপণি। ৭,৩৬৫ বর্গফুট এলাকা নিয়ে।

০৫ ১৭
image of Bernard Arnault

সাড়ে ৯ বছরের জন্য এই বিপণি রিলায়্যান্সের থেকে লিজ় নিয়েছে ফরাসি সংস্থা।

০৬ ১৭
image of Bernard Arnault

জিয়ো ওয়ার্ল্ড প্লাজ়ায় এই বিপণির জন্য মাসে কত টাকা দেবে লুই ভিতোঁ? সাড়ে ৪০ লক্ষ টাকা। হয় মাসে এই অঙ্কের টাকা, নয়তো সংস্থার আয়ের ৬ শতাংশ মুকেশকে দেবে লুই ভিতোঁ। ভাড়া বা লভ্যাংশ, যার অঙ্ক বেশি হবে, সেটাই দিতে হবে।

০৭ ১৭
image of Louis Vuitton

চুক্তি হওয়ার ৩৬ মাস অর্থাৎ তিন বছর পর ফের বৃদ্ধি পাবে ভাড়া। তখন ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হবে।

০৮ ১৭
image of jio world

প্রতি মাসে ভাড়ার পাশাপাশি আগাম জমা (সিকিউরিটি ডিপোজ়িট) রেখেছে লুই ভিতোঁ। দু’কোটি ৪৩ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজ়িট দিয়েছে সংস্থা।

০৯ ১৭
image of shop

বিপণি ছাড়াও সাধারণ এলাকার জন্য আগাম ২৪ লক্ষ ৩০ হাজার টাকা জমা করেছে ফরাসি ফ্যাশন সংস্থা। অন্যান্য সাজ সরঞ্জামের জন্য আরও ২৯ লক্ষ ৪৬ হাজার টাকা জমা করেছে তারা।

১০ ১৭
image of Bernard Arnault

লুই ভিতোঁ সংস্থার মালিক হলেন বার্নার্ড আর্নল্ট। পৃথিবীর দ্বিতীয় ধনীতম ব্যক্তি বার্নার্ড।

১১ ১৭
image of Bernard Arnault

বার্নার্ডের মোট সম্পত্তির পরিমাণ ২০ হাজার ৮০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৭ লক্ষ কোটি টাকা।

১২ ১৭
image of Bernard Arnault

৭৪ বছর বয়সি বার্নার্ডের প্রায় ৭৫টি ফ্যাশন, পানীয় এবং বিলাসবহুল পণ্যের ব্র্যান্ড রয়েছে। ফ্রান্সেই জন্ম তাঁর। বিলাসবহুল বহু ব্র্যান্ডের মালিক বার্নার্ডের অদ্ভুত শখ রয়েছে। দামি জিনিস কিনতে পছন্দ করেন তিনি।

১৩ ১৭
image of Bernard Arnault

১৯৮৪ সালে একটি ধুঁকতে থাকা সংস্থা কিনেছিলেন বার্নার্ড। নাম আগাশে-উইলত-বুশাক। ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডিওরের মালিক ছিল সেই সংস্থা।

১৪ ১৭
image of Bernard Arnault

১ কোটি ৫০ লক্ষ ডলারে ওই সংস্থা কিনেছিলেন বার্নার্ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২৪ কোটি টাকা। বার্নার্ডের হাতে পড়া ওই সংস্থা ক্রমেই বাড়তে থাকে আড়েবহরে।

১৫ ১৭
image of Bernard Arnault

২০২১ সালে ১,৫৮০ কোটি ডলারে আমেরিকার গয়না সংস্থা টিফানি অ্যান্ড কোম্পানি কিনে নেন বার্নার্ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় এক লক্ষ ৩০ হাজার কোটি টাকা।

১৬ ১৭
image of louis vuitton shop

সেই বার্নার্ডের সংস্থা লুই ভিতোঁ এ বার বিপণি খুলবে মুম্বইয়ে। সেই বিপণি কিনেছেন এশিয়ার সব থেকে ধনী শিল্পপতির থেকে।

১৭ ১৭
image of Mukesh Ambani

মুকেশ অম্বানীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯,৪০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা ৭ লক্ষ ৭৭ হাজার কোটিরও বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy