World’s richest person Elon Mask lives in a two bedroom house dgtl
Elon Mask
বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি থাকেন দু’কামরার ফ্ল্যাটে, কী রয়েছে মাস্কের ‘কুঁড়েঘরে’?
পৃথিবীর যে কোনও প্রান্তের যে কোনও প্রাসাদ কিনে থাকতে পারেন তিনি। কিন্তু প্রাসাদে তাঁর মন ওঠে না। ইলন মাস্ক কোথায় থাকেন, জানেন?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৩ ১৩:৫৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২২ হাজার ৯৮০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৯ লক্ষ কোটি টাকা। চাইলে পৃথিবীর যে কোনও প্রান্তের যে কোনও প্রাসাদ কিনে থাকতে পারেন তিনি। কিন্তু সেই ইলন মাস্ক কোথায় থাকেন, জানেন?
০২১৭
কোনও বিলাসবহুল প্রাসাদে থাকেন না মাস্ক। বদলে দু’কামরার একটি ফ্ল্যাটে থাকেন টেসলাকর্তা।
০৩১৭
মাস্কের জীবনী লিখছেন ওয়াল্টার ইসাকসন। সম্প্রতি তিনি মাস্কের ডেরার একটি ছবি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করেছেন। সেখানেই দেখা গিয়েছে, কোথায় থাকেন টেসলাকর্তা।
০৪১৭
ইসাকসন জানিয়েছেন, টেক্সাসের বোকো চিকায় দু’কামরার একটি ছোট ফ্ল্যাটে থাকেন তিনি। তিনি এ-ও জানিয়েছেন, এই বাড়িতে থাকতে শুরু করার আগে ২০২০ সালে পাঁচটি বড়সড় বাড়ি বিক্রি করেছিলেন টেসলাকর্তা।
০৫১৭
অ্যাপল কর্তা স্টিভ জোবসের জীবনী লিখেছিলেন ইসাকসন। এখন মাস্কের জীবনী লিখছেন। সব ঠিকঠাক চললে সেপ্টেম্বরে প্রকাশিত হতে পারে সেই জীবনী।
০৬১৭
হ্যালো পত্রিকা জানিয়েছে, মাস্কের এই ফ্ল্যাটের আয়তন মাত্র ৩৭৫ বর্গফুট। ৫০ হাজার ডলার দিয়ে সেটি কিনেছিলেন তিনি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪১ লক্ষ টাকা।
০৭১৭
লাস ভেগাসের একটি নির্মাণ সংস্থা ফ্ল্যাটটি তৈরি করেছিল। ওই সংস্থার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, মাস্ক যে ফ্ল্যাটে থাকেন, তাতে রয়েছে একটি বেডরুম এবং একটি বসার ঘর।
০৮১৭
তা ছাড়া সেই ফ্ল্যাটে রয়েছে ছোট্ট একটি শৌচালয়, একটি স্নানের জায়গা, একটি রান্নাঘর, আগুন পোহানোর জায়গা, জামাকাপড় রাখার জন্য ওয়াক-ইন ক্লোজ়েট।
০৯১৭
এমনিতে ছোট হলেও ওই ফ্ল্যাটে সমস্ত আধুনিক সরঞ্জাম রয়েছে। ফ্ল্যাটটি আগুন এবং ভূমিকম্প নিরোধক।
১০১৭
ইসাকসন মাস্কের বাড়ির যে ছবি দিয়েছেন, তাতে দেখা গিয়েছে তাঁর ঘরদোর বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন। ছিমছাম ঘরে খুব কম আসবাব রয়েছে। টেবিলের উপর সাজানো রয়েছে একটি রকেটের প্রতিকৃতি, একটি জাপানি তরোয়াল।
১১১৭
ইসাকসনের পোস্ট করা ছবিতে মাস্কের রান্নাঘরের ঝলক মিলেছে। সাদা আসবাবে মোড়া রান্নাঘরেও কোনও বাহুল্য নেই। রয়েছে ফ্রিজ়, ওভেন আর গুটিকয় যন্ত্র।
১২১৭
মাস্কের বসার ঘরের দেওয়ালে রয়েছে একটি ছবি। একটি বিখ্যাত বিজ্ঞান পত্রিকার প্রচ্ছদ ফ্রেমে বাঁধানো রয়েছে। সেখানেও মহাকাশ গবেষণার বিষয়টিই উঠে এসেছে।
১৩১৭
২০২০ সালেই মাস্ক ঘোষণা করেছিলেন, সাদাসিধে জীবনযাপন করবেন তিনি। কোনও প্রাচুর্য থাকবে না।
১৪১৭
এর পরেই একে একে সম্পত্তি বিক্রি করতে শুরু করেন তিনি। একটি ওয়েবসাইটে তাঁর পাঁচটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।
১৫১৭
২০২১ সালে নিজের শেষ বাড়িটি তিন কোটি ডলারে বিক্রি করেন মাস্ক। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৪৭ কোটি টাকা। শেষে ৫০ হাজার ডলার দিয়ে কেনেন ওই ফ্ল্যাট।
১৬১৭
সেপ্টেম্বরে প্রকাশিত হতে পারে মাস্কের জীবনী। এখন থেকেই তা নিয়ে আগ্রহ তুঙ্গে। মনে করা হচ্ছে, সেই বইতে মাস্কের সঙ্গে তাঁর বাবার টালমাটাল সম্পর্ক উঠে আসতে পারে।
১৭১৭
মাস্কের জীবনের শুরুটা কেটেছে দক্ষিণ আফ্রিকায়। সেই সময়টা প্রভাব ফেলেছে তাঁর পরবর্তী জীবনে। সে সবই থাকবে জীবনীতে। অল্প বয়স থেকে ঝুঁকি নেওয়ার প্রতি ঝোঁক ছিল তাঁর। ঝুঁকি নিয়েই তৈরি করেছিলেন ব্যাটারিচালিত গাড়ি তৈরির সংস্থা টেসলা এবং স্পেস এক্স। কী ভাবে, তা থাকবে বইতে।