Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Largest Digital Camera in World

গাড়ির সমান ওজন, দাম ১৩৯৭ কোটি টাকা! ২৪ কিমি দূর থেকে তিলের বীজের ছবি তুলতে পারে যে ক্যামেরা

লার্জ সিনোপটিক সার্ভে টেলিস্কোপ (এলএসএসটি) ডিজিটাল ক্যামেরাটি বিশ্বের সর্ববৃহৎ ক্যামেরা হিসাবে পরিচিতি পেয়েছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ ১৬:১৬
Share: Save:
০১ ১৫
ওজন একটি গাড়ির সমান, দাম ১৩৯৭ কোটি টাকার কাছাকাছি। বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরার আর কী কী বৈশিষ্ট্য রয়েছে?

ওজন একটি গাড়ির সমান, দাম ১৩৯৭ কোটি টাকার কাছাকাছি। বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরার আর কী কী বৈশিষ্ট্য রয়েছে?

০২ ১৫
লার্জ সিনোপটিক সার্ভে টেলিস্কোপ (এলএসএসটি) ডিজিটাল ক্যামেরাটি বিশ্বের সর্ববৃহৎ ক্যামেরা হিসাবে পরিচিতি পেয়েছে। আমেরিকার এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলেটর ল্যাবরেটরিতে এই ক্যামেরাটি তৈরি হয়েছে।

লার্জ সিনোপটিক সার্ভে টেলিস্কোপ (এলএসএসটি) ডিজিটাল ক্যামেরাটি বিশ্বের সর্ববৃহৎ ক্যামেরা হিসাবে পরিচিতি পেয়েছে। আমেরিকার এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলেটর ল্যাবরেটরিতে এই ক্যামেরাটি তৈরি হয়েছে।

০৩ ১৫
৩২০০ মেগা পিক্সেলের ছবি তোলে এসএলএসি ক্যামেরা। প্রায় ২০ বছর আগে এই ক্যামেরা নির্মাণের কাজ শুরু হয়েছিল।

৩২০০ মেগা পিক্সেলের ছবি তোলে এসএলএসি ক্যামেরা। প্রায় ২০ বছর আগে এই ক্যামেরা নির্মাণের কাজ শুরু হয়েছিল।

০৪ ১৫
চিলির আন্ডেস এলাকার একটি অবজার্ভটেরির সিমোনি সার্ভে টেলিস্কোপের সঙ্গে যুক্ত করা হবে এলএসএসটি ক্যামেরা।

চিলির আন্ডেস এলাকার একটি অবজার্ভটেরির সিমোনি সার্ভে টেলিস্কোপের সঙ্গে যুক্ত করা হবে এলএসএসটি ক্যামেরা।

০৫ ১৫
১০ বছর এলএসএসটি ক্যামেরাটি টেলিস্কোপের সঙ্গে জুড়ে থাকবে। রাতের আকাশের স্পষ্ট ছবি তোলার জন্যই ক্যামেরা যুক্ত করা হবে।

১০ বছর এলএসএসটি ক্যামেরাটি টেলিস্কোপের সঙ্গে জুড়ে থাকবে। রাতের আকাশের স্পষ্ট ছবি তোলার জন্যই ক্যামেরা যুক্ত করা হবে।

০৬ ১৫
৩২০০ মেগাপিক্সেলের ছবি তুলতে সক্ষম এলএসএসটি ক্যামেরাটি ২৬০টি আইফোন ১৪ প্রো ক্যামেরার সমতুল্য।

৩২০০ মেগাপিক্সেলের ছবি তুলতে সক্ষম এলএসএসটি ক্যামেরাটি ২৬০টি আইফোন ১৪ প্রো ক্যামেরার সমতুল্য।

০৭ ১৫
এলএসএসটি ক্যামেরার মাধ্যমে মহাকাশের ‘ডার্ক ম্যাটার’ বা ‘ডার্ক এনার্জি’র সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলে দাবি বিজ্ঞানীদের। ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় অপটিক ক্যামেরা হিসাবে গিনেস বুকে নজির গড়েছে এলএসএসটি ক্যামেরা।

এলএসএসটি ক্যামেরার মাধ্যমে মহাকাশের ‘ডার্ক ম্যাটার’ বা ‘ডার্ক এনার্জি’র সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলে দাবি বিজ্ঞানীদের। ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় অপটিক ক্যামেরা হিসাবে গিনেস বুকে নজির গড়েছে এলএসএসটি ক্যামেরা।

০৮ ১৫
এলএসএসটি ক্যামেরার মাধ্যমে চাঁদের উপরিভাগে উপস্থিত সূক্ষ্মাতিসূক্ষ্ম পদার্থের ছবি তোলা সম্ভব বলেও বিজ্ঞানীদের দাবি।

এলএসএসটি ক্যামেরার মাধ্যমে চাঁদের উপরিভাগে উপস্থিত সূক্ষ্মাতিসূক্ষ্ম পদার্থের ছবি তোলা সম্ভব বলেও বিজ্ঞানীদের দাবি।

০৯ ১৫
২৪ কিলোমিটার দূর থেকে এলএসএসটি ক্যামেরা দিয়ে একটি তিলের বীজের স্পষ্ট ছবি তোলা যায় বলে দাবি করেছেন ক্যামেরার আবিষ্কারকেরা।

২৪ কিলোমিটার দূর থেকে এলএসএসটি ক্যামেরা দিয়ে একটি তিলের বীজের স্পষ্ট ছবি তোলা যায় বলে দাবি করেছেন ক্যামেরার আবিষ্কারকেরা।

১০ ১৫
এলএসএসটি ক্যামেরার ওজন একটি ছোট আকারের গাড়ির সমান। এই ক্যামেরার ওজন আনুমানিক ২৭২১ কিলোগ্রামের কাছাকাছি।

এলএসএসটি ক্যামেরার ওজন একটি ছোট আকারের গাড়ির সমান। এই ক্যামেরার ওজন আনুমানিক ২৭২১ কিলোগ্রামের কাছাকাছি।

১১ ১৫
এলএসএসটি ক্যামেরার সামনে পাঁচ ফুট চওড়া একটি লেন্স রয়েছে।

এলএসএসটি ক্যামেরার সামনে পাঁচ ফুট চওড়া একটি লেন্স রয়েছে।

১২ ১৫
‘কম্পোসিট সেন্সর’ হিসাবে এলএসএসটি ক্যামেরায় ১৮৯টি আলাদা সিসিডি (চার্জড কাপল ডিভাইস) সেন্সর লাগানো রয়েছে।

‘কম্পোসিট সেন্সর’ হিসাবে এলএসএসটি ক্যামেরায় ১৮৯টি আলাদা সিসিডি (চার্জড কাপল ডিভাইস) সেন্সর লাগানো রয়েছে।

১৩ ১৫
এলএসএসটি ক্যামেরার দৈর্ঘ্য ১৩ ফুট এবং এর উচ্চতা সাড়ে পাঁচ ফুটের কাছাকাছি।

এলএসএসটি ক্যামেরার দৈর্ঘ্য ১৩ ফুট এবং এর উচ্চতা সাড়ে পাঁচ ফুটের কাছাকাছি।

১৪ ১৫
হিমাঙ্কের ১০০ ডিগ্রি সেলসিয়াস নীচেও নিপুণ ভাবে কাজ করতে পারে এলএসএসটি ক্যামেরা।

হিমাঙ্কের ১০০ ডিগ্রি সেলসিয়াস নীচেও নিপুণ ভাবে কাজ করতে পারে এলএসএসটি ক্যামেরা।

১৫ ১৫
ভেরা সি রুবিন অবজ়ারভেটরির টেলিস্কোপের সঙ্গে এলএসএসটি ক্যামেরাটি ২০২৪ সালের মধ্যে যুক্ত করা হয়ে যাবে বলে অনুমান করা হয়েছে।

ভেরা সি রুবিন অবজ়ারভেটরির টেলিস্কোপের সঙ্গে এলএসএসটি ক্যামেরাটি ২০২৪ সালের মধ্যে যুক্ত করা হয়ে যাবে বলে অনুমান করা হয়েছে।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE