World’s heaviest alcohol drinkers lives in Europe, which country drinks the most dgtl
Which country drinks the most alcohol
বিশ্বের সবচেয়ে বেশি মদ্যপায়ী দেশগুলির মধ্যে ইউরোপেই ন’টি! শীর্ষে কে?
ইউরোপে প্রতি বছর, ১৫ বছর বা তার বেশি বয়সি প্রতিটি নাগরিক গড়ে ৯.৫ লিটার বিশুদ্ধ অ্যালকোহল পান করেন, যা প্রায় ১৯০ লিটার বিয়ার বা ৮০ লিটার ওয়াইনের সমতুল্য।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ০৮:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
‘এই তো জীবন, যাক না যে দিকে যেতে চায় প্রাণ, বেয়ারা, চালাও ফোয়ারা…’ এই গান শুনলেই মাথায় আসে ‘ওগো বধূ সুন্দরী’ সিনেমায় মত্ত উত্তম কুমারের কাণ্ডকারখানা। সেই ছবিতে উত্তম কুমারের চরিত্রের মতোই জিন, শেরি, শ্যাম্পেন এবং রামে মজে রয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশের মানুষ।
০২১৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী, বিশ্বে সব থেকে বেশি পরিমাণে মদ্যপান করেন ইউরোপের বাসিন্দারা। ইউরোপ মহাদেশে বিশ্বের অন্য যে কোনও অংশের তুলনায় বেশি মদ পান করা হয়।
০৩১৬
কিন্তু জানা আছে কি, ইউরোপের কোন দেশের নাগরিকেরা সব থেকে বেশি মদ্যপান করেন?
০৪১৬
ইউরোপে প্রতি বছর, ১৫ বছর বা তার বেশি বয়সি প্রতিটি নাগরিক গড়ে ৯.৫ লিটার বিশুদ্ধ অ্যালকোহল পান করেন, যা প্রায় ১৯০ লিটার বিয়ার বা ৮০ লিটার ওয়াইনের সমতুল্য।
০৫১৬
হু-র সমীক্ষা অনুযায়ী, ইউরোপে ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে মাথাপিছু মোট অ্যালকোহল ব্যবহার ২.৫ লিটার (২১ শতাংশ) কমেছে। কিন্তু তার বেশির ভাগই উত্তর এবং পূর্ব ইউরোপে।
০৬১৬
পুরো ইউরোপের মধ্যে পশ্চিম ইউরোপে মদ্যপানের পরিমাণ সবচেয়ে বেশি। বিশ্বে সব থেকে বেশি মদ পান করা ১০টি দেশের মধ্যে ৯টি ইউরোপীয় ইউনিয়নে।
০৭১৬
২০১৯ সালের সমীক্ষা অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮.৪ শতাংশ (১৫ বছর বা তার বেশি) মানুষ প্রতি দিন মদ্যপান করেন। ২৮.৮ শতাংশ প্রতি সপ্তাহে মদ্যপান করেন। মাসের হিসাবে মদ্যপান করেন ২২.৮ শতাংশ মানুষ।
০৮১৬
তবে ইউরোপীয় ইউনিয়নে ২৬.২ শতাংশ এমন নাগরিক রয়েছেন, যাঁরা দাবি করেছেন যে, তাঁরা কস্মিনকালেও মদ পান করেননি বা গত এক বছরে মদ ছুঁয়ে দেখেননি।
০৯১৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের সমীক্ষা অনুযায়ী, ইউরোপের যে ১০টি দেশে সব থেকে বেশি মদ পান করা হয়, সেগুলি হল— চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মলডোভা, জার্মানি, লিথুয়ানিয়া, আয়ারল্যান্ড, স্পেন, বুলগেরিয়া, লুক্সেমবার্গ এবং রোমানিয়া।
১০১৬
ইউরোপীয় ইউনিয়নের যে দেশে সাপ্তাহিক নিরিখে মোট জনসংখ্যার সবচেয়ে বেশি মানুষ মদ্যপান করেন, সেটি হল নেদারল্যান্ডস (৪৭.৩ শতাংশ)। এর পরই রয়েছে লুক্সেমবার্গ (৪৩.১ শতাংশ) এবং বেলজিয়াম (৪০.৮ শতাংশ)।
১১১৬
অন্য দিকে, ইউরোপীয় অঞ্চলে সবচেয়ে কম মদের চল থাকা ১০টি দেশ হল তাজিকিস্তান, আজারবাইজান, তুরস্ক, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইজ়রায়েল, আর্মেনিয়া, কাজাখস্তান, আলবেনিয়া এবং উত্তর ম্যাসিডোনিয়া।
১২১৬
উল্লেখযোগ্য যে, উত্তর ম্যাসিডোনিয়া, আর্মেনিয়া এবং ইজ়রায়েল বাদে এই তালিকার বেশির ভাগ দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
১৩১৬
হু-র সমীক্ষা অনুযায়ী, ইউরোপে মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁদের মদ্যপানের পরিমাণও বৃদ্ধি পায়।
১৪১৬
ইউরোপীয় ইউনিয়নে দিনপ্রতি যে দেশে সবচেয়ে বেশি মদ্যপান করা হয়, সেটি হল পর্তুগাল। সে দেশের জনসংখ্যার ২০.৭ শতাংশ প্রতিদিন মদ্যপান করেন।
১৫১৬
২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে-বুকিয়ে বেরিয়ে গিয়েছে ব্রিটেন। তবে সেই দেশের নাগরিকদেরও মদ্যপান করার ক্ষমতা বেশি বলে ‘সুখ্যাতি’ রয়েছে।
১৬১৬
২০২০ সালের সমীক্ষা অনুযায়ী, ব্রিটেনের ৫৭ শতাংশ পুরুষ বছরে প্রতিদিন মদ্যপান করেন। তবে ব্রিটেনের ১৪ শতাংশ নাগরিক মদ ছুঁয়েও দেখেন না বলে ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে।