মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানে যে জয় বিজেপি পেয়েছে, তাতে কোনও একটি রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী করার ঝুঁকি নিতে পারত তারা। কিন্তু জাতপাতের অঙ্ক কষে তিন রাজ্যে অন্যান্য অনগ্রসর (ওবিসি) শ্রেণির মোহন যাদব, আদিবাসী বিষ্ণুদেও সাই এবং ব্রাহ্মণ ভজনলাল শর্মাকে বেছে নিয়েছে বিজেপি।
এ ছাড়া পূর্ণমন্ত্রী রয়েছেন স্মৃতি ইরানি। অভিনয় জগৎ থেকে রাজনীতিতে আসা স্মৃতিকে দলের প্রচারে ‘তারকা’ হিসাবে যতটা গুরুত্ব দেওয়া হয়, ‘সংগঠক’ হিসাবে ততটা নয়। অমেঠি কেন্দ্রে রাহুল গান্ধীকে হারানো স্মৃতির বার বার দায়িত্ব বদলেছে মন্ত্রিসভায়। শুরুতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী হলেও তাঁকে ঘিরে বিতর্কের পরে সে ভাবে আর প্রথম সারির মন্ত্রক পাননি। মোদী মন্ত্রিসভায় ১১ মহিলার মধ্যে বাকি ন’জনের সকলেই ‘প্রতিমন্ত্রী’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy