কাট ওয়ান। ইংল্যান্ডের হ্যাম্পশ্যায়ার শহরের সাউদাম্পটন বন্দর থেকে যাত্রা শুরু করেছিল বিলাসবহুল জাহাজ টাইটানিক। ১৯১২ সালের ১০ এপ্রিল উত্তর অতলান্তিক মহাসাগরের বুকে ২২৪০ জন যাত্রী নিয়ে ভেসেছিল জাহাজটি। তার পর ঠিক পাঁচ দিন। সমুদ্রের মাঝে হিমশৈলের সঙ্গে সংঘর্ষ। আড়াই ঘণ্টার মধ্যে গভীর সমুদ্রে দু’টুকরো হয়ে তলিয়ে যায় টাইটানিক। মৃত্যু হয় ১৫০০ জনের।