Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Death during Sex

বিদ্যুতের শক নিতে নিতে সঙ্গম, স্বামী-স্ত্রীর যৌন মিলনের মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড

কাজ থেকে বাড়িতে ফিরে যৌনতায় মেতেছিলেন স্ত্রী। তাঁকে সঙ্গ দেন তাঁর স্বামী। তার পর সঙ্গমের সময় ঘটল অঘটন।

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৭:২০
Share: Save:
০১ ১৫
representative photo of couple

যৌনতার নেশায় মেতেছিলেন স্বামী-স্ত্রী। যৌনসুখ মেটাতে গিয়ে পরিণতি হল ভয়ঙ্কর। যৌন উত্তেজনায় বিদ্যুতের যন্ত্র লাগিয়েছিলেন শরীরে। তার পর নিজেই নিজেকে শক দেন মহিলা। যৌনতার এ হেন খেলায় পরে স্ত্রীকে সঙ্গ দেন স্বামীও। আর তার পরই ঘটে যায় সেই অঘটন।

প্রতীকী ছবি।

০২ ১৫
representative photo of electric shock

বিদ্যুতের শক নিতে নিতে সঙ্গমের সময় তড়িদাহত হয়ে মৃত্যু হল মহিলার। এই ঘটনায় তাঁর স্বামীর বিরুদ্ধেই খুনের অভিযোগ আনা হয়।

প্রতীকী ছবি।

০৩ ১৫
representative photo of couple

সাল ২০০৮। সে বছর এমনই একটি ঘটনার কথা প্রকাশ্যে এসেছিল। ঘটনাটি পেনসিলভেনিয়ার লোয়ার উইন্ডসর টাউনশিপ এলাকার। ঠিক কী ঘটেছিল?

প্রতীকী ছবি।

০৪ ১৫
representative photo of ambulance

হেল্পলাইন নম্বর ৯১১-তে ফোন করেছিলেন টবি রবার্ট টেলর নামের এক যুবক। স্ত্রী বিদ্যুতের শক খেয়েছেন। এ কথা জানিয়ে হেল্পলাইনে ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকেন টবি।

প্রতীকী ছবি।

০৫ ১৫
representative photo of deadbody

রাত ১০টা নাগাদ তাঁর বাড়িতে অ্যাম্বুল্যান্সও আসে। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছে টবির স্ত্রী কার্স্টেন জে টেলরের।

প্রতীকী ছবি।

০৬ ১৫
representative photo of woman

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। টবি পুলিশকে জানান যে, তাঁর স্ত্রী কাজ থেকে ফিরে স্নান করেছিলেন। তার পর চুল শুকোতে হেয়ার ড্রায়ার ব্যবহার করেছিলেন। আর তা থেকেই তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর।

প্রতীকী ছবি।

০৭ ১৫
representative photo of deadbody

টবির স্ত্রীর দেহ দেখে সন্দেহ হয় পুলিশের। তদন্তকারীরা দেখেন যে, তাঁর স্ত্রীকে পোশাক পরানো হয়েছে। দেখে মনে হবে যেন, তাঁর কোথাও যাওয়ার ছিল। তবে পায়ে জুতো ছিল না।

প্রতীকী ছবি।

০৮ ১৫
representative photo of ambulance

এই প্রসঙ্গে জিজ্ঞাসা করায় টবি জানান যে, তিনিই স্ত্রীকে পোশাক পরিয়ে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলেন। এর পরই তিনি স্ত্রীকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যান।

প্রতীকী ছবি।

০৯ ১৫
representative photo of arrest

কিন্তু টবির কথা বিশ্বাসযোগ্য মনে হয় না তদন্তকারীদের। তাঁর আচরণে সন্দেহজনক হওয়ায় টবিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। আর তার পরই প্রকাশ্যে আসে আসল ঘটনা।

প্রতীকী ছবি।

১০ ১৫
representative photo of arrest

দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বে ভাঙেন টবি। পুলিশকে সত্যি কথা জানান। স্ত্রীর সঙ্গে বিকৃত যৌনতায় মেতেছিলেন তিনি। আর সেই কারণেই তাঁর স্ত্রী মৃত্যু হয়।

প্রতীকী ছবি।

১১ ১৫
representative photo of electric shock

টবি জানান যে, কাজ থেকে ফিরে তাঁর স্ত্রী তাঁদের যে ঘরে কম্পিউটার রাখা ছিল, সেখানে যান। তার পর বিবস্ত্র হয়ে বিদ্যুতের যন্ত্র শরীরে লাগান। এর পরই যৌন উত্তেজনায় নিজেকে শক দেন।

প্রতীকী ছবি।

১২ ১৫
representative photo of couple

এটা দেখে সেই ঘরে যান টবিও। তার পর স্ত্রীর সঙ্গে যৌনতায় মাতেন তিনি। স্ত্রীর মুখে বিদ্যুতের তার ঢোকান। এ ভাবে বিদ্যুতের শক নিতে নিতে সঙ্গমে মাতেন ওই যুগল।

প্রতীকী ছবি।

১৩ ১৫
representative photo of death

সেই সময়ই দুর্ঘটনা ঘটে। তড়িদাহত হয়ে মৃত্যু হয় টবির স্ত্রীর। তবে তা প্রথমে তিনি বুঝতে পারেননি বলে দাবি করেছিলেন টবি। জিজ্ঞাসাবাদ পর্বে তিনি জানান যে, তাঁর স্ত্রী আচমকাই অচৈতন্য হয়ে পড়েছিলেন। যা দেখে টবি ভেবেছিলেন যে, তাঁর স্ত্রী হয়তো মজা করছেন।

প্রতীকী ছবি।

১৪ ১৫
representative photo of death

কিন্তু তার পরই ভুল ভাঙে টবির। বুঝতে পারেন যে, তাঁর স্ত্রী সত্যি সত্যিই সংজ্ঞাহীন হয়ে পড়েছেন। তখনও শ্বাস নিচ্ছিলেন তাঁর স্ত্রী। সঙ্গে সঙ্গে ৯১১ নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি।

প্রতীকী ছবি।

১৫ ১৫
representative photo of arrest

স্ত্রীর মৃত্যুর পর নিজেকে বাঁচাতে মিথ্যা গল্প ফাঁদেন ওই যুবক। নিজেই পুলিশকে খবর দিয়ে মিথ্যা কথা বলেন। পরে টবিকে পাকড়াও করা হয়।

প্রতীকী ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy