Why does Bollywood cast younger women as elder heroes mother in films dgtl
Charu Shankar in Animal
কখনও এক বছরের ছোট তো কখনও ১৭ ! রণবীর-আমিরদের মা হিসাবে কেন অল্পবয়সিদের বেছে নেয় বলিউড?
বলিপাড়া সূত্রে খবর, রণবীরের সঙ্গে চারুর বয়সের ব্যবধান মাত্র এক বছরের। চারুর থেকে রণবীর এক বছরের ছোট।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪ ১৯:০২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
বয়সের ফারাক মাত্র এক বছরের। রণবীর কপূরের নায়িকা হতে পারতেন। কিন্তু ছবিতে তাঁর মায়ের চরিত্রে অভিনয় করলেন চারু শঙ্কর।
০২১৭
চলতি বছরের ১ ডিসেম্বর সন্দীপ রেড্ডি ভঙ্গার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অ্যানিম্যাল’। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় রণবীর কপূর, রশ্মিকা মন্দনা এবং অনিল কপূরকে।
০৩১৭
‘অ্যানিম্যাল’ ছবির হাত ধরে বেশ কয়েক বছর পর বড় পর্দায় ফিরেছেন ববি দেওল। স্বল্প সময়ের উপস্থিতি হলেও তাঁর অভিনয় সকলের মনে জায়গা করে নিয়েছে। ববি ছাড়াও তৃপ্তি দিমরির উপস্থিতিও নজর কাড়ে দর্শকের।
০৪১৭
তবে ‘অ্যানিম্যাল’ ছবিটি চারু শঙ্করকে ছাড়া অসম্পূর্ণ। ছবিতে অনিলের স্ত্রী এবং রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
০৫১৭
বলিপাড়া সূত্রে খবর, রণবীরের সঙ্গে চারুর বয়সের ব্যবধান মাত্র এক বছরের। চারুর থেকে রণবীর এক বছরের ছোট। বয়সের এমন তফাত থাকতে রণবীরের নায়িকা না হয়ে মায়ের চরিত্র কেন বেছে নিলেন চারু?
০৬১৭
সম্প্রতি এক সাক্ষাৎকারে চারু জানান, তিনি সব জেনেশুনেই ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করতে রাজি হন। রণবীর যে তাঁর থেকে মাত্র এক বছরের ছোট তা-ও আগে থেকে জানতেন চারু।
০৭১৭
চারু বলেন, ‘‘সন্দীপ আমায় বলেছিলেন যে আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছি। আমার চরিত্রের মাধ্যমেই দর্শক মূল গল্পের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।’’
০৮১৭
চারুর কথায়, ‘‘আমি কোনও ভাবেই ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করতে অনিচ্ছা প্রকাশ করিনি। এত বড় একটা সুযোগ পেয়েছি। অভিনয় কেন করব না?’’
০৯১৭
তবে নায়কের মায়ের চরিত্রে তাঁদের চেয়ে কমবয়সি অভিনেত্রীদের দিয়ে শুটিং করানো খুব একটা বিরল নয়। এর আগেও একাধিক হিন্দি ছবিতে এই ঘটনা দেখা গিয়েছে।
১০১৭
২০০৫ সালে ‘ওয়াক্ত’ নামে একটি হিন্দি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় অক্ষয় কুমারকে।
১১১৭
‘ওয়াক্ত’ ছবিতে অক্ষয়ের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় শেফালি শাহকে। বলিপাড়া সূত্রে খবর, অক্ষয় এবং শেফালির বয়সের পার্থক্য খুব একটা বেশি নয়।
১২১৭
বলিপাড়া সূত্রে খবর, ‘ওয়াক্ত’ ছবির শুটিংয়ের সময় অক্ষয়ের বয়স ছিল ৩৭ বছর। অন্য দিকে শেফালির বয়স ছিল ৩২ বছর।
১৩১৭
‘ওয়াক্ত’ ছবিতে অক্ষয়ের মায়ের চরিত্রে অভিনয় করতে হয় শেফালিকে। অক্ষয়ের চেয়ে পাঁচ বছরের ছোট হওয়া সত্ত্বেও অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
১৪১৭
২০২২ সালের অগস্ট মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লাল সিংহ চড্ডা’। বলিউডি ছবি ‘ফরেস্ট গাম্প’-এর অনুকরণে ‘লাল সিংহ চড্ডা’ ছবির চিত্রনাট্য নির্মাণ করা হয়।
১৫১৭
‘লাল সিংহ চড্ডা’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন আমির খান এবং করিনা কপূর খান। বলিপাড়া সূত্রে খবর, এই ছবির শুটিং চলাকালীন আমিরের বয়স ছিল ৫৭ বছর।
১৬১৭
‘লাল সিংহ চড্ডা’ ছবিতে আমিরের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় মোনা সিংহকে। ছবিটি শুটিংয়ের সময় মোনার বয়স ছিল ৪০ বছর।
১৭১৭
আমিরের চেয়ে ১৭ বছরের ছোট হয়েও ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে আমিরের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় মোনাকে।