Why did bollywood actor Sunny Deol pledge to never work with Shah Rukh Khan dgtl
Sunny Deol Shahrukh Khan
১৬ বছর শাহরুখের সঙ্গে কথা বলা বন্ধ রেখেছিলেন সানি, নেপথ্যে কি বাদশাহের জনপ্রিয়তা?
বলিপাড়ার একাংশের দাবি, ‘ডর’ ছবি মুক্তির পর শাহরুখের রাতারাতি সাফল্য মেনে নিতে পারেননি সানি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৩ ১০:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
চলতি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের পুত্র সানি দেওলের ছবি ‘গদর ২’। ঠিক পরের মাসেই সেপ্টেম্বরের গোড়ায় মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ছবি ‘জওয়ান’। দু’টি ছবিমুক্তির ব্যবধান কয়েক দিনের। কিন্তু দুই অভিনেতার সম্পর্কে যে কতখানি দূরত্ব রয়েছে, তা মাপা কঠিন।
০২২০
১৯৯৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ডর’ ছবিটি। যশ চোপড়ার পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, সানি দেওল এবং জুহি চাওলা।
০৩২০
বলিপাড়ায় কানাঘুষো শোনা যেতে থাকে, ‘ডর’ ছবি মুক্তির পর থেকে সানির সঙ্গে শাহরুখের দূরত্ব তৈরি হয়েছে। বলিপাড়ার একাংশের দাবি, ‘ডর’ ছবির মুক্তির পর শাহরুখের রাতারাতি সাফল্য মেনে নিতে পারেননি সানি।
০৪২০
রাগ এবং অভিমানের বশে টানা ১৬ বছর নাকি শাহরুখের সঙ্গে কথা বলা বন্ধ রেখেছিলেন সানি। এই প্রসঙ্গে এক পুরনো সাক্ষাৎকারে সরব হয়েছিলেন ‘গদর ২’-এর অভিনেতা।
০৫২০
সানি জানান, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। অভিনেতার মন্তব্য, ‘‘আমি বিশ্বাসের সঙ্গে কাজ করতে পছন্দ করি। কিন্তু বহু তারকাই রয়েছেন, যাঁরা এই ভাবনা পোষণ করেন না। হয়তো এ ভাবেই তাঁরা চটজলদি জনপ্রিয়তার স্বাদ পেয়ে যান।’’
০৬২০
যশের সঙ্গে কখনও কাজ না করার কথাও বলেছিলেন সানি। অভিনেতা বলেন, ‘‘যশের সঙ্গে পেশার সূত্রে যে আমার অতীতে খুব একটা ভাল স্মৃতি রয়েছে তা নয়। উনি কথা দিয়ে কথা রাখতে পারেন না। আমার বিশ্বাস ভেঙেছেন যশ। আমি আর কখনও ওঁর সঙ্গে কাজ করতে চাই না।’’
০৭২০
‘ডর’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সানি এবং খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শাহরুখকে। গতে বাঁধা নিয়ম অনুযায়ী খলনায়কের চেয়ে নায়কের চরিত্রই সিনেমায় বেশি ছাপিয়ে যায়। এমনকি দর্শকও নায়ককে নিয়েই চর্চায় থাকেন বেশি। কিন্তু ‘ডর’ ছবি মুক্তি পাওয়ার পর সম্পূর্ণ অন্য দৃশ্য ধরা পড়ে।
০৮২০
নায়কের চরিত্রে সানি দুর্দান্ত অভিনয় করলেও চতুর্দিকে তখন শাহরুখের প্রশংসা। খলনায়কের চরিত্রে অভিনয় করেও শাহরুখ যে দর্শকের মন জিতে নিয়েছিলেন, তাতে আপত্তি জানিয়েছিলেন সানি।
০৯২০
সানির দাবি, যশ জেনেবুঝেই খলনায়কের চরিত্র নির্মাণের প্রতি বেশি জোর দিয়েছিলেন, কারণ সেই চরিত্রে শাহরুখের অভিনয় করার কথা ছিল। সানি বলেন, ‘‘আমি বুঝতে পারিনি এক জন খলনায়কের চরিত্র এত জমকালো করে দেখানোর কী প্রয়োজন ছিল। আমি যথেষ্ট খোলা মনে উল্টো দিকে থাকা মানুষগুলোর উপর বিশ্বাস রেখে কাজ করি। এই তার প্রতিদান!’’
১০২০
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, যশ নাকি চিত্রনাট্যের খসড়া নিয়ে সবার আগে সানির কাছে গিয়েছিলেন। নায়ক এবং খলনায়কের চরিত্রের মধ্যে সানি কোন ভূমিকায় অভিনয় করতে চান তা অভিনেতাকেই পছন্দ করে নিতে বলেছিলেন যশ। সেই সময় নায়কের চরিত্রেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন সানি।
১১২০
তবে খলনায়কের চরিত্রের জন্য শাহরুখ প্রথম পছন্দ ছিলেন না যশের। বলিপাড়া সূত্রে খবর, প্রথমে আমির খানের কাছে অভিনয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন যশ। কিন্তু ছবির অন্তিম পর্ব পছন্দ না হওয়ায় পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দেন আমির।
১২২০
যশের প্রস্তাব আমির খারিজ করলে পরিচালক সঞ্জয় দত্তকে খলনায়কের চরিত্রের জন্য পছন্দ করেছিলেন। কিন্তু ‘ডর’ ছবির শুটিংয়ের সময় সঞ্জয় জেলবন্দি ছিলেন বলে তালিকা থেকে বাদ রাখতে হয় তাঁকে।
১৩২০
আমির এবং সঞ্জয়ের পর বলি অভিনেতা অজয় দেবগনকে ‘ডর’ ছবির খলনায়কের চরিত্রের জন্য পছন্দ করেন যশ। এমনকি অজয়কে অভিনয়ের প্রস্তাবও দিয়ে ফেলেন পরিচালক। কিন্তু সেই সময় অজয় একের পর এক ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। শুটিংয়ের জন্য কোনও ভাবেই সময় বার করতে না পারায় যশের প্রস্তাব খারিজ করে দেন অজয়।
১৪২০
২০১৩ সালে সম্প্রচারিত ‘মহাভারত’ ধারাবাহিকে মহারাজ দ্রুপদের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন সুদেশ বেরি। এ ছাড়া ‘ঘায়েল’, ‘বর্ডার’, ‘এলওসি: কার্গিল’-এর মতো একাধিক হিন্দি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন সুদেশ।
১৫২০
সেই সুদেশকে ‘ডর’ ছবিতে খলনায়কের চরিত্রের জন্য পছন্দ করেছিলেন যশ। কিন্তু ‘স্ক্রিন টেস্ট’-এর পর বাদ পড়ে যান তিনি।
১৬২০
কোনও উপায় না পেয়ে শেষ পর্যন্ত শাহরুখের সঙ্গে যোগাযোগ করেন যশ। ‘ডর’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য শাহরুখকে প্রস্তাব দেন যশ। পরিচালকের প্রস্তাবে রাজি হয়ে যান শাহরুখ।
১৭২০
শাহরুখের সঙ্গে ১৬ বছর কেন কথা বলেননি তা নিয়ে প্রশ্ন করায় সানি বলেন, ‘‘আমি শাহরুখের সঙ্গে কথা বলা কখনওই বন্ধ করিনি। আমি সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। কোথাও বিশেষ যেতামও না। যেখানে শাহরুখের সঙ্গে আমার দেখা হওয়ারই কোনও প্রশ্ন নেই, সেখানে কথা বলা বন্ধ করে দেওয়ার প্রসঙ্গই বা আসে কী করে?’’
১৮২০
ভারতের প্রথম সারির ধনকুবেরদের বাড়িতে বিয়ের কোনও অনুষ্ঠান হলে মাঝেমধ্যেই মঞ্চে নাচের অনুষ্ঠান করতে দেখা যায় শাহরুখকে। এই প্রসঙ্গে সানিকে প্রশ্ন করা হলে সপাটে জবাব দেন তিনি।
১৯২০
সানি বলেন, ‘‘বিয়েতে নাচার জন্য তো আলাদা ভাবে নৃত্যশিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিনেতা হয়ে সম্মানবোধের খেয়াল রাখাও প্রয়োজন। শুধুমাত্র টাকার জন্য এ কাজ করা আমার ঠিক পছন্দ নয়। বন্ধুবান্ধবদের বিয়েতে নাচ করছি তা আলাদা ব্যাপার। এখন কেউ বলতেই পারেন যে ভিক্ষাবৃত্তির চেয়ে বেশ্যাবৃত্তি করাও ভাল। কিন্তু আমি এ সব ধারণায় বিশ্বাসী নই।’’
২০২০
‘জওয়ান’ ছবির প্রিভিউ প্রকাশ্যে আসার পর শাহরুখের একটি সংলাপ নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। শাহরুখের সংলাপে রয়েছে, ‘‘জব মে ভিলেন বনতা হুঁ তো মেরে সামনে কোয়ি ভি হিরো নহি টিকতা’’ (আমি যখন খলনায়ক হই তখন আমার সামনে কোনও নায়ক টিকে থাকতে পারেন না)। শাহরুখ অনুরাগীদের অনুমান, ‘ডর’ ছবির প্রসঙ্গ টেনে সানিকে খোঁচা দেওয়ার জন্যই নাকি শাহরুখের মুখে এই সংলাপ দেওয়া হয়েছে।