যে অভিনেত্রীর অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যেরও প্রশংসা করেন সকলে, সেই অভিনেত্রীর সৌন্দর্যকে তুড়ি মেড়ে উড়িয়ে ‘প্লাস্টিক’ তকমা দিয়ে বসলেন বলি অভিনেতা ইমরান হাশমি।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ০৯:৫০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
হিন্দি ফিল্মজগতের সুন্দরী অভিনেত্রীদের তালিকার প্রথম সারিতে রয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন। যে অভিনেত্রীর অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যেরও প্রশংসা করেন সকলে, সেই অভিনেত্রীর সৌন্দর্যকে তুড়ি মেড়ে উড়িয়ে ‘প্লাস্টিক’ তকমা দিয়ে বসলেন বলি অভিনেতা ইমরান হাশমি।
০২১৪
চলতি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। সলমন খান এবং ক্যাটরিনা কইফের পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ইমরানকেও। এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে বহুল প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে ঐশ্বর্যাকে নিয়ে মন্তব্য করে অভিনেত্রীর রোষের মুখে পড়েছেন ইমরান।
০৩১৪
বলিপাড়ার প্রথম সারির ছবিনির্মাতা কর্ণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ কর্ণ’ যতটা জনপ্রিয়, ততটা বিতর্কিতও বটে। ২০১৪ সালে এই শোয়ের চতুর্থ পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমরান হাশমি এবং ছবিনির্মাতা মহেশ ভট্ট।
০৪১৪
শো চলাকালীন অতিথিদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব চালান সঞ্চালক কর্ণ। দুই অতিথির মধ্যে যিনি ভাল উত্তর দেন বিজয়ী হিসাবে তাঁকে বিশেষ উপহার দেওয়ার নিয়ম রয়েছে এই শোয়ে। এই প্রশ্নোত্তর পর্বে ইমরানের জবাবকে ঘিরেই শুরু হয় বিতর্ক এবং সমালোচনা।
০৫১৪
প্রশ্নোত্তর পর্বে নিয়মানুযায়ী ইমরানকে কয়েকটি শব্দ বলেন কর্ণ। শব্দগুলি শোনার পর বলিপাড়ার যে তারকার কথা প্রথমে মনে আসবে সেই নামই জবাবে বলতে হত ইমরানকে।
০৬১৪
কর্ণ যখন ‘প্লাস্টিক’ শব্দটি উচ্চারণ করে ইমরানের দিকে তাকান, তখন অভিনেতা চটজলদি ঐশ্বর্যার নাম উল্লেখ করেন। সেই শোয়ে মহেশকে ‘ডাকাত’ বলেও উল্লেখ করেন ইমরান। বলি অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত বাজে ভাবে চুমু খান, সে দাবিও করেন অভিনেতা।
০৭১৪
মহেশ প্রসঙ্গে ইমরান জানান, মহেশের সঙ্গে ইমরান কোনও ছবিতে কাজ করলে সেখান থেকে বেশির ভাগ অর্থ নিয়ে নেন মহেশ। তাঁর কাছে লাভের গুড় এসে পৌঁছয় না বলে দাবি করেন অভিনেতা।
০৮১৪
ইমরানের আরও দাবি, মহেশ নাকি ‘ডাকাতি’ করেন। ইমরানের ভাগের অর্থ খরচ করেই নাকি পেন্টহাউস কিনেছেন মহেশ। কর্ণের শোয়ের পরে বলিপাড়ার অনেকেই ইমরানের থেকে মুখ ফিরিয়ে নেন বলে জানান অভিনেতা।
০৯১৪
ঐশ্বর্যাকে নিয়ে মন্তব্য করার ফলে অভিনেত্রীর রোষের কবলে পড়েন ইমরান। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘বাদশাহো’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব পান ঐশ্বর্যা। কিন্তু সে ছবিতে ইমরান অভিনয় করবেন শুনে প্রস্তাব খারিজ করেন অভিনেত্রী।
১০১৪
২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বাদশাহো’ ছবিটি। মিলন লুথরিয়া পরিচালিত এই ছবিতে ইমরানের পাশাপাশি অভিনয় করতে দেখা যায় অজয় দেবগন, ইলিয়ানা ডি’ক্রুজ, এষা গুপ্ত, সঞ্জয় মিশ্রের মতো তারকাদের।
১১১৪
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘বাদশাহো’ ছবিতে গীতাঞ্জলির চরিত্রের জন্য ছবিনির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্যা। কিন্তু ইমরান এই ছবিতে অভিনয় করছেন, তা জানতে পেরে ছবিনির্মাতাদের প্রস্তাব খারিজ করেন ঐশ্বর্যা। পরে গীতাঞ্জলির চরিত্রে অভিনয় করতে দেখা যায় ইলিয়ানাকে।
১২১৪
এক পুরনো সাক্ষাৎকারে ঐশ্বর্যাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন মন্তব্য তাঁকে কষ্ট দিয়েছে। এই প্রশ্নের উত্তরে ঐশ্বর্যা জানিয়েছিলেন যে, তাঁকে কেউ ‘নকল’ বা ‘প্লাস্টিক’ বলে উল্লেখ করলে তাঁর খারাপ লাগে। যদিও এই প্রসঙ্গে ইমরানের নাম উল্লেখ করেননি অভিনেত্রী।
১৩১৪
ঐশ্বর্যাকে কেন ‘প্লাস্টিক’ বলেছেন, সে প্রসঙ্গে ইমরানকে প্রশ্ন করা হলে তিনি জানান যে, প্রশ্নোত্তর পর্বের শেষে উপহার পাওয়ার জন্য তিনি এমন করেছিলেন। সে মুহূর্তে তাঁর মাথায় যাঁর নাম এসেছিল তাঁর নামই নিয়েছিলেন ইমরান। সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন অভিনেতা।
১৪১৪
ইমরানের আরও দাবি, কর্ণের শোয়ে যে ধরনের মন্তব্য তিনি করেছিলেন তা শোনার পর বলিপাড়ার অধিকাংশ তারকার সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। অথচ মজার ছলে শুধুমাত্র উপহার পাওয়ার জন্যই এমন বলেছিলেন অভিনেতা।