Advertisement
১৩ জানুয়ারি ২০২৫
Bollywood Singers

একটি গান গাইতে পাঁচ কোটি টাকা! অরিজিৎ, শ্রেয়াদের চেয়েও পারিশ্রমিকে যোজন এগিয়ে কোন গায়ক?

নেপথ্য কণ্ঠশিল্পী অথবা ‘প্লেব্যাক সিঙ্গার’ হিসাবে অরিজিৎ, শ্রেয়া, সুনিধি, সোনুর খ্যাতি থাকলেও পারিশ্রমিকের দিক দিয়ে তাঁদের টপকে গিয়েছেন অন্য এক সঙ্গীতশিল্পী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ১১:৪৪
Share: Save:
০১ ১৪
বর্তমানে হিন্দি ছবির গানের জগতে নেপথ্য কণ্ঠশিল্পী অথবা ‘প্লেব্যাক সিঙ্গার’দের তালিকায় প্রথম সারিতে রয়েছেন অরিজিৎ সিংহ, শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, সুনিধি চৌহানরা। কিন্তু পারিশ্রমিকের দিক দিয়ে তাঁদের টপকে গিয়েছেন অন্য এক সঙ্গীতশিল্পী।

বর্তমানে হিন্দি ছবির গানের জগতে নেপথ্য কণ্ঠশিল্পী অথবা ‘প্লেব্যাক সিঙ্গার’দের তালিকায় প্রথম সারিতে রয়েছেন অরিজিৎ সিংহ, শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, সুনিধি চৌহানরা। কিন্তু পারিশ্রমিকের দিক দিয়ে তাঁদের টপকে গিয়েছেন অন্য এক সঙ্গীতশিল্পী।

প্রতীকী ছবি।

০২ ১৪
Shreya Ghoshal

পারিশ্রমিকের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রেয়া। বলিপাড়া সূত্রে খবর, একটি গান গাইতে ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি।

ছবি: সংগৃহীত।

০৩ ১৪
Arijit Singh

শ্রেয়ার পরে তালিকায় নাম লিখিয়েছেন অরিজিৎ এবং সুনিধি। কানাঘুষো শোনা যায়, গানপ্রতি ২০ থেকে ২২ লক্ষ টাকা পারিশ্রমিক পান তাঁরা।

ছবি: সংগৃহীত।

০৪ ১৪
Badshah

পারিশ্রমিকের নিরিখে সোনু নিগমের পাশাপাশি বাদশা সঙ্গীতশিল্পীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।

ছবি: সংগৃহীত।

০৫ ১৪
Sonu Nigam

সূত্রের খবর, একটি গান গাওয়ার জন্য ১৮ থেকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন সোনু এবং বাদশা।

ছবি: সংগৃহীত।

০৬ ১৪
Neha Kakkar

শান, নেহা কক্কর, মিকা সিংহ, হানি সিংহেরাও রয়েছেন জনপ্রিয় গায়কদের তালিকায়। পারিশ্রমিকের তালিকায় তাঁরাও খুব একটা পিছিয়ে নেই।

ছবি: সংগৃহীত।

০৭ ১৪
Honey Singh

সূত্রের খবর, শান, নেহা, মিকা এবং হানি গানপ্রতি ১০ লক্ষ টাকা করে পারিশ্রমিক নেন।

ছবি: সংগৃহীত।

০৮ ১৪
তবে এই তালিকায় যে সঙ্গীতশিল্পী প্রথম স্থানের অধিকারী, তিনি আসলে সুর বাঁধতেই বেশি ব্যস্ত থাকেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করেন তিনি। তবুও হিন্দি মিউজ়িক ইন্ডাস্ট্রিতে যত নেপথ্য কণ্ঠশিল্পী রয়েছেন তাঁদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পান তিনি।

তবে এই তালিকায় যে সঙ্গীতশিল্পী প্রথম স্থানের অধিকারী, তিনি আসলে সুর বাঁধতেই বেশি ব্যস্ত থাকেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করেন তিনি। তবুও হিন্দি মিউজ়িক ইন্ডাস্ট্রিতে যত নেপথ্য কণ্ঠশিল্পী রয়েছেন তাঁদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পান তিনি।

প্রতীকী ছবি।

০৯ ১৪
AR Rahman

নেপথ্য কণ্ঠশিল্পীদের তালিকায় পারিশ্রমিকের নিরিখে প্রথম স্থানে রয়েছেন এআর রহমান।

ছবি: সংগৃহীত।

১০ ১৪
AR Rahman

কানাঘুষো শোনা যায়, ছবিতে একটি গান করতে লাখে নয়, কোটির গুণিতকে পারিশ্রমিক পান রহমান। গানপিছু তিন কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয় তাঁকে।

ছবি: সংগৃহীত।

১১ ১৪
AR Rahman

বলিপাড়ার সঙ্গীতজগতের একাংশের দাবি, তিন কোটি টাকার চেয়েও বেশি পারিশ্রমিক নিতে দেখা গিয়েছে রহমানকে।

ছবি: সংগৃহীত।

১২ ১৪
AR Rahman

সঙ্গীতজগতের অন্দরমহলে কানাঘুষো শোনা যায় হিন্দি ছবির একটি গান গাইতে নাকি পাঁচ কোটি টাকা পারিশ্রমিকও পেয়েছেন রহমান।

ছবি: সংগৃহীত।

১৩ ১৪
AR Rahman

তবে রহমানের উপার্জনের বেশির ভাগ অংশ আসে গানের মঞ্চে পারফর্ম করে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করেন তিনি।

ছবি: সংগৃহীত।

১৪ ১৪
AR Rahman

সঙ্গীতজগৎ সূত্রে খবর, এক একটি অনুষ্ঠানে কমপক্ষে এক কোটি টাকা পারিশ্রমিক পান রহমান।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy