Advertisement
২০ জানুয়ারি ২০২৫
Tejasswi Prakash

Tejasswi Prakash: বলি নায়িকাকে প্রকাশ্যে অপমান! তারপরও ট্রফি জিতলেন তেজস্বী

ভারতীয় টেলিভিশন এই অভিনেত্রী যে শুধু নামে নয়, মেজাজেও তেজস্বী এবং সেই তেজের প্রকাশে মোটেই রাখঢাক করেন না, তা তখনই বোঝা গিয়েছিল।

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৪:২৩
Share: Save:
০১ ১৯
বনে থেকে বাঘের সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন তেজস্বী প্রকাশ! ভারতীয় টেলিভিশন এই অভিনেত্রী যে শুধু নামে নয়, মেজাজেও তেজস্বী এবং সেই তেজের প্রকাশে মোটেই রাখঢাক করেন না, তা তখনই বোঝা গিয়েছিল। কার্যক্ষেত্রে দেখা গেল বাঘা বাঘা প্রতিপক্ষকে টেক্কাও দিলেন ২৮ বছরের এই তরুণীই। বিগ বসের ১৫তম সিজনে জয়ী হয়ে ৪০ লক্ষ টাকার পুরষ্কার ঘরে নিয়ে গেলেন তিনি।

বনে থেকে বাঘের সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন তেজস্বী প্রকাশ! ভারতীয় টেলিভিশন এই অভিনেত্রী যে শুধু নামে নয়, মেজাজেও তেজস্বী এবং সেই তেজের প্রকাশে মোটেই রাখঢাক করেন না, তা তখনই বোঝা গিয়েছিল। কার্যক্ষেত্রে দেখা গেল বাঘা বাঘা প্রতিপক্ষকে টেক্কাও দিলেন ২৮ বছরের এই তরুণীই। বিগ বসের ১৫তম সিজনে জয়ী হয়ে ৪০ লক্ষ টাকার পুরষ্কার ঘরে নিয়ে গেলেন তিনি।

০২ ১৯
তেজস্বীকে নিয়ে বিগ বসের সংসারে কম বিতর্ক হয়নি। তার প্রধান কারণ মূলত তাঁর স্বভাব। মুখে যা আসে, তা-ই বলে দেওয়ার অভ্যাস আছে এই মেয়ের। প্রতিপক্ষকে আক্রমণ করার সময় কোনও নীতি-নিয়মের ধার ধারেন না। আবার পর্দায় নিজের আকর্ষণের মানুষের প্রেমে ডুবে যেতেও দু’বার ভাবেন না।

তেজস্বীকে নিয়ে বিগ বসের সংসারে কম বিতর্ক হয়নি। তার প্রধান কারণ মূলত তাঁর স্বভাব। মুখে যা আসে, তা-ই বলে দেওয়ার অভ্যাস আছে এই মেয়ের। প্রতিপক্ষকে আক্রমণ করার সময় কোনও নীতি-নিয়মের ধার ধারেন না। আবার পর্দায় নিজের আকর্ষণের মানুষের প্রেমে ডুবে যেতেও দু’বার ভাবেন না।

০৩ ১৯
তেজস্বীর প্রশংসকেরা বলেন, এ ব্যাপারে তিনি সেই পুরনো প্রবাদে বিশ্বাসী— প্রেমে এবং যুদ্ধে কোনও কিছুই অপরাধ নয়।

তেজস্বীর প্রশংসকেরা বলেন, এ ব্যাপারে তিনি সেই পুরনো প্রবাদে বিশ্বাসী— প্রেমে এবং যুদ্ধে কোনও কিছুই অপরাধ নয়।

০৪ ১৯
এই নীতিতেই একদিকে বিগ বসের সংসারে টেলিভিশন দুনিয়ার সিনিয়র অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে প্রেম অন্য দিকে শমিতা শেট্টির মতো বলিউডের নামী অভিনেত্রীর সঙ্গে ঝগড়া তেজস্বীর।

এই নীতিতেই একদিকে বিগ বসের সংসারে টেলিভিশন দুনিয়ার সিনিয়র অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে প্রেম অন্য দিকে শমিতা শেট্টির মতো বলিউডের নামী অভিনেত্রীর সঙ্গে ঝগড়া তেজস্বীর।

০৫ ১৯
শেষের ঘটনায় জল এতদূর গড়িয়েছে, যে শমিতার দিদি শিল্পা শেট্টি এবং তাঁর বলিউডের বন্ধুরা একযোগে নিন্দায় মেতেছেন তেজস্বীর বিরুদ্ধে।

শেষের ঘটনায় জল এতদূর গড়িয়েছে, যে শমিতার দিদি শিল্পা শেট্টি এবং তাঁর বলিউডের বন্ধুরা একযোগে নিন্দায় মেতেছেন তেজস্বীর বিরুদ্ধে।

০৬ ১৯
প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে শমিতার বিরুদ্ধে বারবার অভিযোগ এনেছেন টেলি অভিনেত্রী।  কখনও তাঁকে প্রতিযোগিতা থেকে বের করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে দোষারোপ করেছেন, কখনও শমিতার সঙ্গে পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।

প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে শমিতার বিরুদ্ধে বারবার অভিযোগ এনেছেন টেলি অভিনেত্রী। কখনও তাঁকে প্রতিযোগিতা থেকে বের করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে দোষারোপ করেছেন, কখনও শমিতার সঙ্গে পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।

০৭ ১৯
তবে তেজস্বী শিল্পা-মহলের কোপে পড়েছেন আরও একটি কারণে। তাঁদের অভিযোগ, শমিতাকে প্রকাশ্যেই তাঁর বয়স নিয়ে খোঁটা দিয়েছেন তেজস্বী।

তবে তেজস্বী শিল্পা-মহলের কোপে পড়েছেন আরও একটি কারণে। তাঁদের অভিযোগ, শমিতাকে প্রকাশ্যেই তাঁর বয়স নিয়ে খোঁটা দিয়েছেন তেজস্বী।

০৮ ১৯
বিগ বসের ঘরে ঝগড়া করতে করতে মেজাজ হারানো ২৮ বছরের তেজস্বী সর্ব সমক্ষে ‘আন্টি’ বলে ডেকেছিলেন ৪২-এর শমিতাকে। শিল্পাদের রাগের কারণ সেটাই।

বিগ বসের ঘরে ঝগড়া করতে করতে মেজাজ হারানো ২৮ বছরের তেজস্বী সর্ব সমক্ষে ‘আন্টি’ বলে ডেকেছিলেন ৪২-এর শমিতাকে। শিল্পাদের রাগের কারণ সেটাই।

০৯ ১৯
তার জেরেই বিপাশা বসু, গওহর খান-সহ বলিউডের অনেকে তেজস্বীর বিগ বস বিজেতা হওয়া নিয়ে বিস্ময় জানিয়েছেন। তাঁদের বক্তব্য, যাঁর ন্যূনতম বিনয়বোধ নেই, মোটেই ভদ্রতার ধার ধারেন না, সেই মেয়ে কী ভাবে একটি প্রতিযোগিতায় জেতেন!

তার জেরেই বিপাশা বসু, গওহর খান-সহ বলিউডের অনেকে তেজস্বীর বিগ বস বিজেতা হওয়া নিয়ে বিস্ময় জানিয়েছেন। তাঁদের বক্তব্য, যাঁর ন্যূনতম বিনয়বোধ নেই, মোটেই ভদ্রতার ধার ধারেন না, সেই মেয়ে কী ভাবে একটি প্রতিযোগিতায় জেতেন!

১০ ১৯
তেজস্বীর  নিন্দকেরা এমনও জানতে চেয়েছেন, এই মেয়েকে বিজেতা বানিয়ে কি ওঁর স্বভাবকেই সমর্থন করা হল না? এমন দুর্বিনীত একজনকে ‘রোল মডেল’ বানানোর চেষ্টা করা হল না? একযোগে তাঁরা এ-ও বলেছেন যে, বিষয়টি নিতান্তই লজ্জার।

তেজস্বীর নিন্দকেরা এমনও জানতে চেয়েছেন, এই মেয়েকে বিজেতা বানিয়ে কি ওঁর স্বভাবকেই সমর্থন করা হল না? এমন দুর্বিনীত একজনকে ‘রোল মডেল’ বানানোর চেষ্টা করা হল না? একযোগে তাঁরা এ-ও বলেছেন যে, বিষয়টি নিতান্তই লজ্জার।

১১ ১৯
কিন্তু যাঁকে নিয়ে এই বিতর্ক সেই তেজস্বী কে? কী ভাবেই বা একজন টেলিভিশন অভিনেত্রী থেকে বিগ বসের মতো কঠিন প্রতিযোগিতায় বিজেতা হিসেবে তাঁর উত্থান?

কিন্তু যাঁকে নিয়ে এই বিতর্ক সেই তেজস্বী কে? কী ভাবেই বা একজন টেলিভিশন অভিনেত্রী থেকে বিগ বসের মতো কঠিন প্রতিযোগিতায় বিজেতা হিসেবে তাঁর উত্থান?

১২ ১৯
তেজস্বীর ‘বায়োডাটা’ বলছে, ২৮ বছর বয়স হলেও ভারতীয় টিভি-র বিনোদন জগতে তাঁর বিচরণ গত ১০ বছর ধরে। ১৮ বছর বয়স থেকেই অভিনয় করছেন। যদিও ছোটবেলায় একজন ধ্রূপদী সঙ্গীতের গায়িকা হওয়ার প্রশিক্ষণ নিয়েছিলেন তেজস্বী।

তেজস্বীর ‘বায়োডাটা’ বলছে, ২৮ বছর বয়স হলেও ভারতীয় টিভি-র বিনোদন জগতে তাঁর বিচরণ গত ১০ বছর ধরে। ১৮ বছর বয়স থেকেই অভিনয় করছেন। যদিও ছোটবেলায় একজন ধ্রূপদী সঙ্গীতের গায়িকা হওয়ার প্রশিক্ষণ নিয়েছিলেন তেজস্বী।

১৩ ১৯
মরাঠি পরিবারে জন্ম। পরিবারের প্রত্যেকেই কোনও না কোনও ভাবে গানের জগতের সঙ্গে যুক্ত। বাবাও পেশাদার গায়ক। তাই তেজস্বীও ভেবেছিলেন তিনি গায়িকা হবেন। কিন্তু কলেজের প্রথম বর্ষে মত বদলান।

মরাঠি পরিবারে জন্ম। পরিবারের প্রত্যেকেই কোনও না কোনও ভাবে গানের জগতের সঙ্গে যুক্ত। বাবাও পেশাদার গায়ক। তাই তেজস্বীও ভেবেছিলেন তিনি গায়িকা হবেন। কিন্তু কলেজের প্রথম বর্ষে মত বদলান।

১৪ ১৯
কলেজর সোশ্যালে সৌন্দর্য প্রতিযোগিতায় জিতেছিলেন। তাতে উৎসাহ পেয়ে আরও একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। সেটি অবশ্য কলেজের নয়। পুরদস্তুর নিয়ম মেনে হওয়া বাণিজ্যিক সাহায্যপ্রাপ্ত প্রতিযোগিতা। তাতেও জিতে যান তেজস্বী।

কলেজর সোশ্যালে সৌন্দর্য প্রতিযোগিতায় জিতেছিলেন। তাতে উৎসাহ পেয়ে আরও একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। সেটি অবশ্য কলেজের নয়। পুরদস্তুর নিয়ম মেনে হওয়া বাণিজ্যিক সাহায্যপ্রাপ্ত প্রতিযোগিতা। তাতেও জিতে যান তেজস্বী।

১৫ ১৯
এক সাক্ষাৎকারে পরে ওই অভিনেত্রী জানিয়েছিলেন, প্রতিযোগিতায় জেতার পরদিনই তাঁর কাছে অভিনয়ের প্রস্তাব আসে। তিনিও খেলাচ্ছলেই ‘অডিশন’ দিতে চলে যান। ভাবতে পারেননি মনোনীত হয়ে যাবেন।

এক সাক্ষাৎকারে পরে ওই অভিনেত্রী জানিয়েছিলেন, প্রতিযোগিতায় জেতার পরদিনই তাঁর কাছে অভিনয়ের প্রস্তাব আসে। তিনিও খেলাচ্ছলেই ‘অডিশন’ দিতে চলে যান। ভাবতে পারেননি মনোনীত হয়ে যাবেন।

১৬ ১৯
সেই প্রস্তাবের জেরেই ২০১২ সালে একটি প্রথম সারির বেসরকারি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় শুরু করেন তেজস্বী। ধারাবাহিকটির নাম ‘২৬ ১২’। তার পর থেকে কাজের প্রস্তাবে ভাটা পড়েনি। গত ১০ বছরে ১৫টি টিভি শোয়ে দেখা গিয়েছে তাঁকে। এর মধ্যে বিগ বস নিয়ে পাঁচটি রিয়্যালিটি শো।

সেই প্রস্তাবের জেরেই ২০১২ সালে একটি প্রথম সারির বেসরকারি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় শুরু করেন তেজস্বী। ধারাবাহিকটির নাম ‘২৬ ১২’। তার পর থেকে কাজের প্রস্তাবে ভাটা পড়েনি। গত ১০ বছরে ১৫টি টিভি শোয়ে দেখা গিয়েছে তাঁকে। এর মধ্যে বিগ বস নিয়ে পাঁচটি রিয়্যালিটি শো।

১৭ ১৯
‘স্বরজিনী’, ‘শিলশিলা বদলতে রিস্তো কা’, ‘কর্ণ সঙ্গিনী’, ‘পেহরেদার পিয়া কি’-র মতো তেজস্বীর বেশ কয়েকটি ধারাবাহিক জনপ্রিয় হয়েছে। এর মধ্যে ‘পেহরেদার..’ –এর কাহিনীর জন্য এর আগে একবার বিতর্কেও জড়িয়েছিলেন তেজস্বী। ওই ধারাবাহিকে  ৯ বছরের এক বালকের ১৮ বছরের স্ত্রী-র ভূমিকায় অভিনয় করেছিলেন টেলি অভিনেত্রী।

‘স্বরজিনী’, ‘শিলশিলা বদলতে রিস্তো কা’, ‘কর্ণ সঙ্গিনী’, ‘পেহরেদার পিয়া কি’-র মতো তেজস্বীর বেশ কয়েকটি ধারাবাহিক জনপ্রিয় হয়েছে। এর মধ্যে ‘পেহরেদার..’ –এর কাহিনীর জন্য এর আগে একবার বিতর্কেও জড়িয়েছিলেন তেজস্বী। ওই ধারাবাহিকে ৯ বছরের এক বালকের ১৮ বছরের স্ত্রী-র ভূমিকায় অভিনয় করেছিলেন টেলি অভিনেত্রী।

১৮ ১৯
তবে এই আপাত বিতর্কহীন, সে ভাবে আলোচিত-না-হওয়া কেরিয়ার নিয়ে তেজস্বী বিগবসের মতো কঠিন প্রতিযোগিতায় জিতে যাবেন , তা বোধ হয় তিনি নিজেও ভাবতে পারেননি ।

তবে এই আপাত বিতর্কহীন, সে ভাবে আলোচিত-না-হওয়া কেরিয়ার নিয়ে তেজস্বী বিগবসের মতো কঠিন প্রতিযোগিতায় জিতে যাবেন , তা বোধ হয় তিনি নিজেও ভাবতে পারেননি ।

১৯ ১৯
তাই বিজেতার ট্রফি হাতে আসার পর টুইটারে লিখেছেন,  চার মাসের কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে অবশেষে স্বপ্ন সত্যি হল! তবে স্বপ্ন দেখলে, আর তার জন্য কারও পরোয়া না করে চেষ্টা করে গেলে যে তাকে সত্যি ছুঁয়ে দেখা যায় তা-ও  প্রমাণ করে দিয়েছেন তেজস্বী।

তাই বিজেতার ট্রফি হাতে আসার পর টুইটারে লিখেছেন, চার মাসের কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে অবশেষে স্বপ্ন সত্যি হল! তবে স্বপ্ন দেখলে, আর তার জন্য কারও পরোয়া না করে চেষ্টা করে গেলে যে তাকে সত্যি ছুঁয়ে দেখা যায় তা-ও প্রমাণ করে দিয়েছেন তেজস্বী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy