Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Santro Ravi

নারীপাচারে সঙ্গী ছিল স্যান্ট্রো গাড়ি, সেই থেকে নাম ‘স্যান্ট্রো রবি’! কী ভাবে গ্রেফতার

১১ দিন ধরে একাধিক রাজ্যে তল্লাশি চালিয়ে কর্নাটক পুলিশ অবশেষে গ্রেফতার করল মঞ্জুনাথ কে এস ওরফে স্যান্ট্রো রবিকে। শুক্রবার তাঁকে গুজরাতের আমদাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ১৮:১১
Share: Save:
০১ ১৪
১১ দিন ধরে একাধিক রাজ্যে তল্লাশি চালিয়ে কর্নাটক পুলিশ অবশেষে গ্রেফতার করল মঞ্জুনাথ কে এস ওরফে স্যান্ট্রো রবিকে। শুক্রবার তাঁকে গুজরাতের আমদাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর তিন সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে।

১১ দিন ধরে একাধিক রাজ্যে তল্লাশি চালিয়ে কর্নাটক পুলিশ অবশেষে গ্রেফতার করল মঞ্জুনাথ কে এস ওরফে স্যান্ট্রো রবিকে। শুক্রবার তাঁকে গুজরাতের আমদাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর তিন সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

০২ ১৪
পুলিশ সূত্রে খবর, দাড়ি-গোঁফ কামিয়ে পুরোপুরি ভোল বদলে আত্মগোপন করার চেষ্টা করছিলেন স্যান্ট্রো রবি। কিন্তু শেষরক্ষা হয়নি। কর্নাটক পুলিশের এডিজি অলোক কুমার (আইনশৃঙ্খলা) জানিয়েছেন, গোপন সূত্রে পুলিশ কবর পেয়েছিল আমদাবাদে ঢুকতে পারেন রবি। তাই শহরে পা রাখামাত্রই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দাড়ি-গোঁফ কামিয়ে পুরোপুরি ভোল বদলে আত্মগোপন করার চেষ্টা করছিলেন স্যান্ট্রো রবি। কিন্তু শেষরক্ষা হয়নি। কর্নাটক পুলিশের এডিজি অলোক কুমার (আইনশৃঙ্খলা) জানিয়েছেন, গোপন সূত্রে পুলিশ কবর পেয়েছিল আমদাবাদে ঢুকতে পারেন রবি। তাই শহরে পা রাখামাত্রই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ছবি: সংগৃহীত।

০৩ ১৪
এডিজি আরও জানিয়েছেন, পুলিশ যেমন রবির গতিবিধি লক্ষ রাখছিল, রবিও কিন্তু পুলিশের প্রতিটি পদক্ষেপে নজরদারি চালাচ্ছিলেন। শুধু তা-ই নয়, ঘন ঘন জায়গা, সিম এবং গাড়িও বদলাচ্ছিলেন তিনি।

এডিজি আরও জানিয়েছেন, পুলিশ যেমন রবির গতিবিধি লক্ষ রাখছিল, রবিও কিন্তু পুলিশের প্রতিটি পদক্ষেপে নজরদারি চালাচ্ছিলেন। শুধু তা-ই নয়, ঘন ঘন জায়গা, সিম এবং গাড়িও বদলাচ্ছিলেন তিনি।

ছবি: সংগৃহীত।

০৪ ১৪
দিন কয়েক আগেই রবির স্ত্রীর কাছ থেকে একটি সূত্র পেয়েছিল কর্নাটক পুলিশ। তাঁকে জেরা করে পুলিশ জানতে পারে যে, রবির ঠিকানা একমাত্র রামজিই জানেন। রামজি গুজরাতের বাসিন্দা হলেও থাকেন কোচিতে। তাঁর সঙ্গেই ব্যবসায়িক লেনদেনের সম্পর্ক ছিল রবির। এর পরই কোচিতে রামজির খোঁজে যায় পুলিশ। কিন্তু তাঁর হদিস পাওয়া যায়নি।

দিন কয়েক আগেই রবির স্ত্রীর কাছ থেকে একটি সূত্র পেয়েছিল কর্নাটক পুলিশ। তাঁকে জেরা করে পুলিশ জানতে পারে যে, রবির ঠিকানা একমাত্র রামজিই জানেন। রামজি গুজরাতের বাসিন্দা হলেও থাকেন কোচিতে। তাঁর সঙ্গেই ব্যবসায়িক লেনদেনের সম্পর্ক ছিল রবির। এর পরই কোচিতে রামজির খোঁজে যায় পুলিশ। কিন্তু তাঁর হদিস পাওয়া যায়নি।

ছবি: সংগৃহীত।

০৫ ১৪
মাইসুরু পুলিশ কমিশনার রমেশ ভানোতের নেতৃত্বে ১১ জনের একটি দল গঠন করে কেরল, তেলঙ্গানা এবং মহারাষ্ট্রে তল্লাশিতে পাঠানো হয়। পাশাপাশি, রামজির ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করা শুরু করে পুলিশ। গত ১৩ জানুয়ারি আমদাবাদে রামজির ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করে আমদাবাদে পৌঁছয়। সেখান থেকে রামজি, মধুসূদন, শ্রুতেশ কুমারকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের সূত্রে ধরেই রবির খোঁজ পায় পুলিশ। আমদাবাদ শহরেই ব্যবসায়িক চুক্তির বিষয়ে এসেছিলেন। তখনই তাঁকে গ্রেফতার করা হয়।

মাইসুরু পুলিশ কমিশনার রমেশ ভানোতের নেতৃত্বে ১১ জনের একটি দল গঠন করে কেরল, তেলঙ্গানা এবং মহারাষ্ট্রে তল্লাশিতে পাঠানো হয়। পাশাপাশি, রামজির ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করা শুরু করে পুলিশ। গত ১৩ জানুয়ারি আমদাবাদে রামজির ফোনের টাওয়ার লোকেশন চিহ্নিত করে আমদাবাদে পৌঁছয়। সেখান থেকে রামজি, মধুসূদন, শ্রুতেশ কুমারকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের সূত্রে ধরেই রবির খোঁজ পায় পুলিশ। আমদাবাদ শহরেই ব্যবসায়িক চুক্তির বিষয়ে এসেছিলেন। তখনই তাঁকে গ্রেফতার করা হয়।

প্রতীকী ছবি।

০৬ ১৪
২০১৯ সালে স্যান্ট্রো রবির স্ত্রী অভিযোগ তুলেছিলেন তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেন রবি। শুধু তা-ই নয়, তাঁকে জোর করে বিয়েও দিয়েছিলেন তিনি। সেই মামলাতেই শুক্রবার রবিকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু স্যান্ট্রো রবির অপরাধের তালিকা খুব একটা ছোট নয়।

২০১৯ সালে স্যান্ট্রো রবির স্ত্রী অভিযোগ তুলেছিলেন তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেন রবি। শুধু তা-ই নয়, তাঁকে জোর করে বিয়েও দিয়েছিলেন তিনি। সেই মামলাতেই শুক্রবার রবিকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু স্যান্ট্রো রবির অপরাধের তালিকা খুব একটা ছোট নয়।

প্রতীকী ছবি।

০৭ ১৪
অভিযোগ উঠেছে, স্যান্ট্রো রবির সঙ্গে বিজেপির নাকি ‘ঘনিষ্ঠ যোগ’ রয়েছে। শুধু তা-ই নয়, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্রর সঙ্গেও নাকি ‘ঘনিষ্ঠ যোগ’ আছে। এমনই অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। আরও অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং টাকার বিনিময়ে রবি নাকি পুলিশ আধিকারিকদেরও বদলি করিয়ে দিতেন। যদিও স্যান্ট্রো রবির সঙ্গে সম্পর্কের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি।

অভিযোগ উঠেছে, স্যান্ট্রো রবির সঙ্গে বিজেপির নাকি ‘ঘনিষ্ঠ যোগ’ রয়েছে। শুধু তা-ই নয়, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্রর সঙ্গেও নাকি ‘ঘনিষ্ঠ যোগ’ আছে। এমনই অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। আরও অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং টাকার বিনিময়ে রবি নাকি পুলিশ আধিকারিকদেরও বদলি করিয়ে দিতেন। যদিও স্যান্ট্রো রবির সঙ্গে সম্পর্কের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি।

ছবি: সংগৃহীত।

০৮ ১৪
কে এই স্যান্ট্রো রবি? কেনই বা তাঁর এ রকম অদ্ভুত নাম হল? পুলিশ সূত্রে খবর, কর্নাটকের মান্ড্য জেলার চামুণ্ডেশ্বরী নগরের বাসিন্দা স্যান্ট্রো রবি। তাঁর বাবা রাজ্য সরকারের আবগারি দফতরের আধিকারিক ছিলেন।

কে এই স্যান্ট্রো রবি? কেনই বা তাঁর এ রকম অদ্ভুত নাম হল? পুলিশ সূত্রে খবর, কর্নাটকের মান্ড্য জেলার চামুণ্ডেশ্বরী নগরের বাসিন্দা স্যান্ট্রো রবি। তাঁর বাবা রাজ্য সরকারের আবগারি দফতরের আধিকারিক ছিলেন।

ছবি: সংগৃহীত।

০৯ ১৪
মান্ড্যর কালেগৌড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন রবি। তার পর ১৯৯০ সালে মান্ড্যর প্রি-ইউনিভার্সিটি কলেজ থেকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। কিন্তু মাঝপথেই পড়াশোনা ছেড়ে নিজেদের চাষের জমি দেখাশোনার কাজে লেগে পড়েছিলেন।

মান্ড্যর কালেগৌড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন রবি। তার পর ১৯৯০ সালে মান্ড্যর প্রি-ইউনিভার্সিটি কলেজ থেকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। কিন্তু মাঝপথেই পড়াশোনা ছেড়ে নিজেদের চাষের জমি দেখাশোনার কাজে লেগে পড়েছিলেন।

প্রতীকী ছবি।

১০ ১৪
পুলিশ সূত্রে খবর, ১৯৯৫ সালে অপরাধের দুনিয়ায় পা রাখেন রবি। ১৯৯৮ সালে তাঁর বিরুদ্ধে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ ওঠে। শুধু তা-ই নয়, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য নাবালিকাকে হিমাচল প্রদেশের ধর্মশালায় নিয়ে গিয়ে বিয়ে করেন। কিন্তু কয়েক দিন পরই ধরা পড়ে যান। অসুস্থতার অছিলায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু সেখান থেকে পালিয়ে যান রবি।

পুলিশ সূত্রে খবর, ১৯৯৫ সালে অপরাধের দুনিয়ায় পা রাখেন রবি। ১৯৯৮ সালে তাঁর বিরুদ্ধে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ ওঠে। শুধু তা-ই নয়, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য নাবালিকাকে হিমাচল প্রদেশের ধর্মশালায় নিয়ে গিয়ে বিয়ে করেন। কিন্তু কয়েক দিন পরই ধরা পড়ে যান। অসুস্থতার অছিলায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু সেখান থেকে পালিয়ে যান রবি।

প্রতীকী ছবি।

১১ ১৪
২০০০ সালে মান্ড্যরই এক মহিলা বনরক্ষীকে বিয়ে করেন। শ্বশুরবাড়ি থেকে মাইসুরুতে একটি বাড়ি কিনে দেওয়া হয়েছিল রবিকে। মান্ড্যতে থাকাকালীন গাড়ি চুরি করা শুরু করেন। গ্রেফতার হন। তার পর ছাড়া পেয়ে পরিবার নিয়ে মাইসুরুতে চলে যান। সেখানে গিয়ে এসকর্ট সার্ভিস শুরু করেন।

২০০০ সালে মান্ড্যরই এক মহিলা বনরক্ষীকে বিয়ে করেন। শ্বশুরবাড়ি থেকে মাইসুরুতে একটি বাড়ি কিনে দেওয়া হয়েছিল রবিকে। মান্ড্যতে থাকাকালীন গাড়ি চুরি করা শুরু করেন। গ্রেফতার হন। তার পর ছাড়া পেয়ে পরিবার নিয়ে মাইসুরুতে চলে যান। সেখানে গিয়ে এসকর্ট সার্ভিস শুরু করেন।

প্রতীকী ছবি।

১২ ১৪
পুলিশ সূত্রে খবর, সেই সময় থেকে মাদক পাচার, নারী পাচারের সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে পড়েছিলেন রবি। এই কাজ করে বেশ পসার জমিয়েছিলেন তিনি। তখন বাজারে প্রথম স্যান্ট্রো গাড়ি আসে। বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল স্যান্ট্রো গাড়ি। রবিও একটি কিনেছিলেন। কিন্তু তাঁর ওই স্যান্ট্রো গাড়িই হয়ে উঠেছিল পাচারের বাহন। মহিলা সরবরাহ করা, মহিলা পাচার করার জন্য এই গাড়িটিকেই ব্যবহার করতেন তিনি।

পুলিশ সূত্রে খবর, সেই সময় থেকে মাদক পাচার, নারী পাচারের সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে পড়েছিলেন রবি। এই কাজ করে বেশ পসার জমিয়েছিলেন তিনি। তখন বাজারে প্রথম স্যান্ট্রো গাড়ি আসে। বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল স্যান্ট্রো গাড়ি। রবিও একটি কিনেছিলেন। কিন্তু তাঁর ওই স্যান্ট্রো গাড়িই হয়ে উঠেছিল পাচারের বাহন। মহিলা সরবরাহ করা, মহিলা পাচার করার জন্য এই গাড়িটিকেই ব্যবহার করতেন তিনি।

প্রতীকী ছবি।

১৩ ১৪
মাইসুরুর অবসরপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক এস কে সুকেশ জানিয়েছেন,  স্যান্ট্রো গাড়িটি ছিল রবির ‘চলতা ফিরতা’ একটি অফিস। যত রকম অনৈতিক কাজ এবং অপরাধের চুক্তি হত এই গাড়িতেই। স্যান্ট্রো গাড়িটি ছিল রবির সর্বক্ষণের সঙ্গী। আর সেই থেকেই গোটা মাইসুরু এবং পরবর্তী কালে গোটা কর্নাটকে তিনি স্যান্ট্রো রবি নামেই পরিচিত হয়ে উঠেছিলেন।

মাইসুরুর অবসরপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক এস কে সুকেশ জানিয়েছেন, স্যান্ট্রো গাড়িটি ছিল রবির ‘চলতা ফিরতা’ একটি অফিস। যত রকম অনৈতিক কাজ এবং অপরাধের চুক্তি হত এই গাড়িতেই। স্যান্ট্রো গাড়িটি ছিল রবির সর্বক্ষণের সঙ্গী। আর সেই থেকেই গোটা মাইসুরু এবং পরবর্তী কালে গোটা কর্নাটকে তিনি স্যান্ট্রো রবি নামেই পরিচিত হয়ে উঠেছিলেন।

প্রতীকী ছবি।

১৪ ১৪
২০১০-’১৪ সালের মধ্যে নারী পাচার, যৌনচক্র চালানো-সহ একাধিক মামলা দায়ের হয় স্যান্ট্রো রবির বিরুদ্ধে। বেঙ্গালুরুর কুখ্যাত গ্যাংস্টারদের সঙ্গে নিবিড় যোগ ছিল রবির। তবে গত কয়েক বছরে রাজনীতিতেও তাঁর প্রভাব বাড়তে শুরু করে বলে অভিযোগ ওঠে। রবির বিরুদ্ধে ১৪টি মামলা ঝুলছে। তার মধ্যে ১০টি মামলাই যৌনচক্রের।

২০১০-’১৪ সালের মধ্যে নারী পাচার, যৌনচক্র চালানো-সহ একাধিক মামলা দায়ের হয় স্যান্ট্রো রবির বিরুদ্ধে। বেঙ্গালুরুর কুখ্যাত গ্যাংস্টারদের সঙ্গে নিবিড় যোগ ছিল রবির। তবে গত কয়েক বছরে রাজনীতিতেও তাঁর প্রভাব বাড়তে শুরু করে বলে অভিযোগ ওঠে। রবির বিরুদ্ধে ১৪টি মামলা ঝুলছে। তার মধ্যে ১০টি মামলাই যৌনচক্রের।

প্রতীকী ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy