Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
kbc

Kaun Banega Crorepati: বাবা বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী, কেবিসি-তে কোটিপতি হয়েও আইএএস হতে চান সাহিল

কেবিসি-র চৌদ্দোতম সংস্করণের প্রথম এপিসোড দেখা যাবে ৭ অগস্ট। সেই এপিসোডে প্রধান অতিথি হিসেবে দেখা যাবে বলিউড অভিনেতা আমির খানকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১০:৪৬
Share: Save:
০১ ২২
শুরু হতে চলেছে কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি)-র চোদ্দোতম সংস্করণ। এই সংস্করণেও সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অমিতাভ বচ্চন।

শুরু হতে চলেছে কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি)-র চোদ্দোতম সংস্করণ। এই সংস্করণেও সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অমিতাভ বচ্চন।

০২ ২২
কেবিসি-র প্রথম পর্ব দেখা যাবে ৭ অগস্ট। সেই পর্বে প্রধান অতিথি হিসেবে দেখা যেতে পারে বলিউড অভিনেতা আমির খানকে।

কেবিসি-র প্রথম পর্ব দেখা যাবে ৭ অগস্ট। সেই পর্বে প্রধান অতিথি হিসেবে দেখা যেতে পারে বলিউড অভিনেতা আমির খানকে।

০৩ ২২
এই পর্বে আমির খানের সঙ্গে ভারতের খেলার জগৎ, সেনাবাহিনী, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে অবদান রাখা বেশ কয়েক জনকে খেলতে দেখা যাবে।

এই পর্বে আমির খানের সঙ্গে ভারতের খেলার জগৎ, সেনাবাহিনী, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে অবদান রাখা বেশ কয়েক জনকে খেলতে দেখা যাবে।

০৪ ২২
ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বেশ কিছু চমক থাকছে কেবিসি-র এই সংস্করণে। সম্প্রতি অনুষ্ঠানের ঝলক প্রকাশের সময় চমক সম্পর্কে আগাম ঘোষণা করেছিলেন অনুষ্ঠানের কর্তারা।

ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বেশ কিছু চমক থাকছে কেবিসি-র এই সংস্করণে। সম্প্রতি অনুষ্ঠানের ঝলক প্রকাশের সময় চমক সম্পর্কে আগাম ঘোষণা করেছিলেন অনুষ্ঠানের কর্তারা।

০৫ ২২
কী চমক থাকছে সেখানে? অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্নটি হবে সাড়ে সাত কোটি টাকার। সেই প্রশ্নের উত্তর দিতে না পারলে প্রতিযোগীর যাত্রা তিন লক্ষ ৭৫ হাজারে থেমে যাবে। এর পরই এল চমক।

কী চমক থাকছে সেখানে? অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্নটি হবে সাড়ে সাত কোটি টাকার। সেই প্রশ্নের উত্তর দিতে না পারলে প্রতিযোগীর যাত্রা তিন লক্ষ ৭৫ হাজারে থেমে যাবে। এর পরই এল চমক।

০৬ ২২
কিন্তু এ বছর প্রতিযোগীরা সাড়ে সাত কোটির প্রশ্নের উত্তর দিতে না পারলে জিতবেন ৭৫ লক্ষ টাকা। ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ চমক।

কিন্তু এ বছর প্রতিযোগীরা সাড়ে সাত কোটির প্রশ্নের উত্তর দিতে না পারলে জিতবেন ৭৫ লক্ষ টাকা। ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ চমক।

০৭ ২২
কেবিসি-র তেরোতম সংস্করণে দু’জন কোটিপতি পাওয়া গিয়েছিল। এক জন স্কুলশিক্ষক হিমানি বুন্দেলা এবং অন্য জন সাহিল আহিরওয়ার। কেবিসি-র নতুন পর্ব শুরু হওয়ার আগে বেসরকারি সংস্থার এক নিরাপত্তারক্ষীর পুত্র সাহিলকে নিয়ে দেশের সংবাদমাধ্যমে নানা চর্চা।

কেবিসি-র তেরোতম সংস্করণে দু’জন কোটিপতি পাওয়া গিয়েছিল। এক জন স্কুলশিক্ষক হিমানি বুন্দেলা এবং অন্য জন সাহিল আহিরওয়ার। কেবিসি-র নতুন পর্ব শুরু হওয়ার আগে বেসরকারি সংস্থার এক নিরাপত্তারক্ষীর পুত্র সাহিলকে নিয়ে দেশের সংবাদমাধ্যমে নানা চর্চা।

০৮ ২২
মধ্যপ্রদেশের ছত্তরপুরের বাসিন্দা ১৯ বছর বয়সি সাহিল আহিরওয়ার ইউপিএসসি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন।

মধ্যপ্রদেশের ছত্তরপুরের বাসিন্দা ১৯ বছর বয়সি সাহিল আহিরওয়ার ইউপিএসসি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন।

০৯ ২২
কলেজজীবনের প্রথম দিকে পড়াশুনোয় সেই ভাবে মন না দিলেও। শেষ দু’বছর একান্ত নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে প্রথম স্থান অধিকার করে কলেজ পাস করেন। তার পরই আইএএস হওয়ার প্রস্তুতি শুরু করে দেন।

কলেজজীবনের প্রথম দিকে পড়াশুনোয় সেই ভাবে মন না দিলেও। শেষ দু’বছর একান্ত নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে প্রথম স্থান অধিকার করে কলেজ পাস করেন। তার পরই আইএএস হওয়ার প্রস্তুতি শুরু করে দেন।

১০ ২২
সাহিল নিজের বাবার দ্বারা বেশ অনুপ্রাণিত। তিনি দিল্লির নয়ডার একটি সংস্থায় নিরাপত্তাকর্মীর কাজ করেন।

সাহিল নিজের বাবার দ্বারা বেশ অনুপ্রাণিত। তিনি দিল্লির নয়ডার একটি সংস্থায় নিরাপত্তাকর্মীর কাজ করেন।

১১ ২২
সাহিলের কথায়, ‘‘আমার বাবা মাত্র দশম শ্রেণি অবধি পড়াশোনা করেছেন। কিন্তু আমার পড়াশোনায় যেন কোনও খামতি না থাকে, সে দিকে সব সময় নজর রেখেছেন।’’

সাহিলের কথায়, ‘‘আমার বাবা মাত্র দশম শ্রেণি অবধি পড়াশোনা করেছেন। কিন্তু আমার পড়াশোনায় যেন কোনও খামতি না থাকে, সে দিকে সব সময় নজর রেখেছেন।’’

১২ ২২
বিগবি যখন তাঁকে কোটিপতি হিসেবে ঘোষণা করেন, তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না সাহিল।

বিগবি যখন তাঁকে কোটিপতি হিসেবে ঘোষণা করেন, তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না সাহিল।

১৩ ২২
কোটিপতি হওয়ার পর সাহিল বলেন, ‘‘টাকা জিততে আমি এই অনুষ্ঠানে আসিনি। ভাল খেলতে চেয়েছিলাম। নিজে যা শিখেছি, তা প্রয়োগ করতে চেয়েছি। নিজের ১০০ শতাংশ দিতে চেয়েছি।’’

কোটিপতি হওয়ার পর সাহিল বলেন, ‘‘টাকা জিততে আমি এই অনুষ্ঠানে আসিনি। ভাল খেলতে চেয়েছিলাম। নিজে যা শিখেছি, তা প্রয়োগ করতে চেয়েছি। নিজের ১০০ শতাংশ দিতে চেয়েছি।’’

১৪ ২২
হট সিটে বসতে যাওয়ার আগে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন সাহিল। অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে নির্বাচিত হওয়ার পর দু’দিন কেটে যাওয়ার পরও ডাক না আসায় হতাশ হয়ে পড়েছিলেন। তাঁর ভাই ওই সময় তাঁকে উৎসাহ জোগান।

হট সিটে বসতে যাওয়ার আগে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন সাহিল। অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে নির্বাচিত হওয়ার পর দু’দিন কেটে যাওয়ার পরও ডাক না আসায় হতাশ হয়ে পড়েছিলেন। তাঁর ভাই ওই সময় তাঁকে উৎসাহ জোগান।

১৫ ২২
বিগবি-র বড় ভক্ত সাহিল। অনুষ্ঠানে মুখোমুখি হওয়ার পর তাঁকে আরও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সাহিল।

বিগবি-র বড় ভক্ত সাহিল। অনুষ্ঠানে মুখোমুখি হওয়ার পর তাঁকে আরও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সাহিল।

১৬ ২২
অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎপর্বকে সাহিল জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবেও উল্লেখ করেছেন।

অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাৎপর্বকে সাহিল জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবেও উল্লেখ করেছেন।

১৭ ২২
অভিনেত্রী তাপসী পন্নুরও ভক্ত সাহিল। বিগবি-র সঙ্গে ‘পিঙ্ক’ এবং ‘বদলা’ এই দু’টি ছবিতে কাজ করেছেন অভিনেত্রী।

অভিনেত্রী তাপসী পন্নুরও ভক্ত সাহিল। বিগবি-র সঙ্গে ‘পিঙ্ক’ এবং ‘বদলা’ এই দু’টি ছবিতে কাজ করেছেন অভিনেত্রী।

১৮ ২২
অনুষ্ঠান চলাকালীন অভিনেত্রী সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করেন অমিতাভ বচ্চনকে। সেখানে একটি প্রশ্ন ছিল, তাপসী কী খেতে ভালবাসেন? তার উত্তরে সাহিলকে নিয়ে একটি টুইটও করেন তাপসী।

অনুষ্ঠান চলাকালীন অভিনেত্রী সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করেন অমিতাভ বচ্চনকে। সেখানে একটি প্রশ্ন ছিল, তাপসী কী খেতে ভালবাসেন? তার উত্তরে সাহিলকে নিয়ে একটি টুইটও করেন তাপসী।

১৯ ২২
সাহিল পরে জানান, তিনি সেই টুইটটির স্ক্রিনশট নিয়ে রেখেছেন। পরে সময় মতো সেটিকে ফ্রেমে বাঁধিয়ে নেবেন।

সাহিল পরে জানান, তিনি সেই টুইটটির স্ক্রিনশট নিয়ে রেখেছেন। পরে সময় মতো সেটিকে ফ্রেমে বাঁধিয়ে নেবেন।

২০ ২২
কেবিসি-র বারোতম সংস্করণে অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিলেন সাহিল। কিন্তু তাঁর শিকে ছেঁড়েনি। তেরোতম সংস্করণে ফের আবেদন করেন এবং নির্বাচিত হন। তার পরই কোটিপতি।

কেবিসি-র বারোতম সংস্করণে অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিলেন সাহিল। কিন্তু তাঁর শিকে ছেঁড়েনি। তেরোতম সংস্করণে ফের আবেদন করেন এবং নির্বাচিত হন। তার পরই কোটিপতি।

২১ ২২
কোটিপতি হওয়ার পরও পা মাটিতে রেখেই চলতে চান সাহিল। নিজের আইএএস হওয়ার প্রস্তুতিতে কোনও বিরাম দিতে চান না তিনি।

কোটিপতি হওয়ার পরও পা মাটিতে রেখেই চলতে চান সাহিল। নিজের আইএএস হওয়ার প্রস্তুতিতে কোনও বিরাম দিতে চান না তিনি।

২২ ২২
ছোট থেকেই কষ্টে বড় হয়ে ওঠা সাহিল বাবা-মায়ের জন্য বাড়ি বানাতে চান।

ছোট থেকেই কষ্টে বড় হয়ে ওঠা সাহিল বাবা-মায়ের জন্য বাড়ি বানাতে চান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy