Who is Nupur Sharma? Know all about BJP leader whose prophet remark creates row dgtl
Nupur Sharma
Nupur Sharma: কে এই নূপুর শর্মা, যাঁর বিতর্কিত মন্তব্যে অস্বস্তিতে দেশ, চাপে বিজেপি
নূপুরের সঙ্গে যেন তালে তালে চলে বিতর্ক। বস্তুত একটি বিতর্ক থেকেই জাতীয় রাজনীতিতে তাঁর পরিচিতি।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ১২:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
তাঁর একটি মন্তব্যে উত্তাল দেশ। আরব দেশগুলির সমালোচনায় চাপে মোদী সরকার তথা বিজেপি। নেতাদের টিভির পর্দায় মুখ দেখানো বন্ধের ফরমান জারি করেছে বিজেপি। কিন্তু কে এই নূপুর শর্মা, যিনি ‘বাজতেই’ এমন বিতর্ক?
ফাইল চিত্র।
০২১৮
বিজেপির জাতীয় মুখপাত্র ছিলেন বলিয়ে-কইয়ে নুপূর। বিতর্কিত মন্তব্যের পর অবশ্য আপাতত সেই পদ গিয়েছে।
ফাইল চিত্র।
০৩১৮
নূপুরের এক মন্তব্যের পরই কানপুরে শুরু হয়ে যায় উত্তেজনা। প্রতিবাদে রাস্তায় নামেন বহু মানুষ।
ফাইল চিত্র।
০৪১৮
অগত্যা চাপে পড়ে তড়িঘড়ি পদক্ষেপ। দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্ত জানিয়ে দেন, নূপুরকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে সরানো হচ্ছে। দলও তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
ফাইল চিত্র।
০৫১৮
কে এই নূপুর শর্মা? দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হিন্দু কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক নূপুর পরে আইনের ডিগ্রিও অর্জন করেন। লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে আইনে স্নাতকোত্তরও করেছেন তিনি।
ফাইল চিত্র।
০৬১৮
কলেজবেলাতেই রাজনীতিতে হাতেখড়ি নূপুরের। সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি-র নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন।
ফাইল চিত্র।
০৭১৮
২০০৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী হন নূপুর শর্মা।
ফাইল চিত্র।
০৮১৮
২০০৮ সালের নভেম্বরে সংসদ হামলায় অভিযুক্ত এসএআর গিলানিকে হেনস্থা করার অভিযোগ ওঠে এই বিজেপি নেত্রীর বিরুদ্ধে। পরে অবশ্য আদালতে বেকসুর খালাস পেয়ে যান।
ফাইল চিত্র।
০৯১৮
সংসদ হামলায় অভিযুক্ত অধ্যাপক গিলানির মুখে থুতু ছিটিয়ে ছিলেন নূপুরের সঙ্গী। সেই সময়ই খবরের শিরোনামে উঠে আসেন এই বিজেপি নেত্রী।
ফাইল চিত্র।
১০১৮
২০০৮ সালের ৬ নভেম্বর একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন এসএআর গিলানি। এবিভিপি-র কর্মীদের নিয়ে সভাস্থলে পৌঁছন নূপুর। শুরু হয় ভাঙচুর। নূপুরকে দেখা যায়, বিভিন্ন ভাবে গিলানিকে অপদস্ত করতে। সে সময় তাঁর এক সঙ্গী গিলানির মুখে থুতু ছেটান।
ফাইল চিত্র।
১১১৮
এর পরেই পদোন্নতি। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্য হন নূপুর।
ফাইল চিত্র।
১২১৮
দিল্লি বিজেপির রাজ্য কর্মসমিতির সদস্যও হন তিনি। পরে বিজেপির জাতীয় মুখপাত্র হন নূপুর।
ফাইল চিত্র।
১৩১৮
২০১৫ সালে দিল্লি বিধানসভায় নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে আপ প্রধান অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে প্রার্থী হন নূপুর। যদিও ৩১,৫৮৩ ভোটে কেজরীর কাছে হেরে যান।
ফাইল চিত্র।
১৪১৮
২০১৭ সালে দিল্লি বিজেপির মুখপাত্র হন নূপুর শর্মা।
ফাইল চিত্র।
১৫১৮
বিতর্কিত মন্তব্যের জন্য নূপুরের বিরুদ্ধে মহারাষ্ট্র, হায়দরাবাদে একাধিক এফআইআর হয়েছে ইতিমধ্যেই।
ফাইল চিত্র।
১৬১৮
মুম্বই পুলিশ খুব শীঘ্রই নূপুরকে সমন পাঠাবে।
ফাইল চিত্র।
১৭১৮
নূপুর-বিতর্কে চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কয়েকটি সরকারি অনুষ্ঠানে তিনি বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছেন। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে যেখানে ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা নিয়ে একেবারেই ‘নীরব’ মোদী।
ফাইল চিত্র।
১৮১৮
মুসলিম দেশগুলি ভারতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলা সত্ত্বেও প্রধানমন্ত্রী কেন চুপ তা নিয়ে সরব বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গাঁধীর কথায়, ‘‘ঘরে ভাঙন ধরায় বর্হিবিশ্বের কাছেও দুর্বল হয়ে পড়েছে ভারত।’’