Who are the owners of 4078 crore rupees palace, private jets and various luxurious properties dgtl
World’s Wealthiest Family
চার হাজার কোটির প্রাসাদ, ৭০০ গাড়ি! ভারতেও সম্পত্তি রয়েছে বিশ্বের ধনীতম পরিবারের
বিশ্বের ধনী পরিবারের তালিকায় শীর্ষস্থানে নাম লিখিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান। মোট ২৫ লক্ষ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৬:২৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
ভারতের খ্যাতনামী শিল্পপতি মুকেশ অম্বানী এবং গৌতম আদানির মোট সম্পত্তি যোগ করলে যে পরিমাণ দাঁড়ায় তার থেকেও অধিক সম্পত্তি রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির পরিবারের। কোথায় থাকেন তিনি? কী কী সম্পত্তি আছে তাঁর?
০২১৭
বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় নাম লিখিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান। মোট ২৫ লক্ষ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের। তাঁর পরিবারই বিশ্বের সবচেয়ে ধনী পরিবার।
০৩১৭
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী সম্পত্তির নিরিখে ২০২৩ সালে সবচেয়ে ধনী পরিবার আল নাহইয়ানের। রিপোর্ট অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় ২৫ লক্ষ ৩৮ হাজার ৬৬৭ কোটি টাকা।
০৪১৭
মোট সম্পত্তির নিরিখে ওয়ালমার্ট সংস্থার মালিককেও টেক্কা দিয়েছেন আল নাহইয়ান। ওই রিপোর্ট অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৯ লক্ষ ৩১ হাজার ৩৭৪ কোটি টাকা।
০৫১৭
শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান সাধারণত এমবিজ়েড নামে অধিক পরিচিত। তাঁর নাম ছোট করে এই নাম দেওয়া হয়েছে আল নাহইয়ানকে।
০৬১৭
সারা বিশ্বে যে তৈল খনি রয়েছে তার ছয় শতাংশের মালিকানা রয়েছে আল নাহইয়ানের কাছে। তা ছাড়া এক্স (সাবেক টুইটার) সংস্থায় শেয়ার রয়েছে তাঁর।
০৭১৭
হলিউডি গায়িকা রিহানার রূপটান সংস্থায় অংশীদারিত্ব রয়েছে আল নাহইয়ানের। ১৮ জন ভাই এবং ১১ জন বোন নিয়ে পরিবার তাঁর। পুরো পরিবারে ১৮ জন নাতিনাতনিও রয়েছে।
০৮১৭
পরিবার নিয়ে আবু ধাবির কাসার আল-ওয়াতান প্রেসিডেন্সিয়াল প্যালেসে থাকেন আল নাহইয়ান। সংযুক্ত আরব আমিরশাহির ভবনগুলির মধ্যে বৃহত্তম এটি।
০৯১৭
৯৪ একর জায়গা জুড়ে রয়েছে আল নাহইয়ানের আবাসস্থল। এই ভবনের অন্দরমহলে রয়েছে নজরকাড়া ঐতিহাসিক প্রত্নবস্তু। এই ভবনের ভিতরে একটি ঝাড়বাতি রয়েছে যা সাড়ে তিন লক্ষ রত্ন দিয়ে তৈরি।
১০১৭
সিটি ফুটবল ক্লাবের অধিকাংশ মালিকানা রয়েছে আল নাহইয়ানের। তাঁর ছোট ভাই শেখ হামাদ বিন হামদান আল নাহইয়ানের সংগ্রহে রয়েছে ৭০০টি বিলাসবহুল গাড়ি।
১১১৭
বিশ্বের বৃহত্তম এসইউভি রয়েছে শেখ হামাদের সংগ্রহে। তা ছাড়া পাঁচটি বুগাটি ভেরন, একটি ল্যাম্বর্ঘিনি রেভেনটন, একটি মার্সিডিজ় বেন্জ সিএলকে জিটিআর, ফেরারি ৫৯৯এক্স এবং একটি ম্যাকলারেন এমসি১২ মডেলের গাড়ি রয়েছে তাঁর কাছে।
১২১৭
আল নাহইয়ানের অন্য এক ভাই তাহনাউন বিন জায়েদ আল নাহইয়ান। একটি বিনিয়োগকারী সংস্থার অধিকর্তা তিনি। গত পাঁচ বছরে এই সংস্থার শেয়ার দর ২৮ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই সংস্থার বাজার মূল্য ১৯ লক্ষ কোটি টাকা।
১৩১৭
সংযুক্ত আরব আমিরশাহি ছাড়াও প্যারিস এবং লন্ডনে সম্পত্তি রয়েছে আল নাহইয়ানের। ব্রিটেনের বিলাসবহুল জায়গায় বহু সম্পত্তি কিনেছেন বলে তাঁকে ‘ল্যান্ডলর্ড অফ লন্ডন’ও বলা হয়।
১৪১৭
২০১৫ সালে নিউ ইয়র্কের একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তখনই ব্রিটিশ রাজপরিবারের সমান সম্পত্তি ছিল আল নাহইয়ানের।
১৫১৭
২০০৮ সালে ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবকে ২১২২ কোটি টাকা দিয়ে কিনে নেন আল নাহইয়ান। তাঁর সংস্থা সিটি ফুটবল গ্রুপের ৮১ শতাংশ পরিমাণের মালিকানা অধিকার করে নেন। ম্যাঞ্চেস্টার সিটি, ভারতের মুম্বই সিটি, মেলবোর্ন সিটি এবং নিউ ইয়র্ক সিটির ফুটবল ক্লাবের পরিচালনার দায়িত্বে রয়েছে তাঁর সংস্থা।
১৬১৭
আজ়ম এবং ব্লু সুপারইয়ট নামে বিলাসবহুল প্রমোদতরী রয়েছে আল নাহইয়ানের। প্রমোদতরী দু’টির প্রতিটির দাম চার হাজার কোটি টাকা।
১৭১৭
যাতায়াতের সুবিধার জন্য মোট আটটি ব্যক্তিগত বিমান রয়েছে আল নাহইয়ানের। তিনটি বোয়িং ৭৮৭-৯এস, এয়ারবাস এ৩২০-২০০ জেটের পাশাপাশি রয়েছে ৩৯৭৭ কোটি টাকা মূল্যের বোয়িং ৭৪৭ এবং ১৪৬২ কোটি টাকা মূল্যের বোয়িং ৭৮৭।