মুম্বইয়ের টিনসেল নগরীতে মাঝেমধ্যেই এক চেনা বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। উপার্জনের ভিত্তিতে বলিপাড়ায় অভিনেত্রীদের তুলনায় অভিনেতারা যে অনেকাংশে এগিয়ে, সে কথা বিভিন্ন সাক্ষাৎকারে দাবি করেছেন বলি নায়িকারা। অভিনেতাদের তুলনায় পারিশ্রমিক কম পেলেও উপার্জনের দিক দিয়ে দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া জোনাস— কারও আয় নেহাত কম নয়। তবুও সম্পত্তির দিক থেকে দীপিকা, আলিয়াদের টেক্কা দিয়েছেন বলিপাড়ার অন্য এক অভিনেত্রী।