Which players can bag huge money from this year's IPL mega auction dgtl
IPL 2022
IPL Mega Auction 2022: বারবেলার নিলামে লক্ষ্মীলাভ কাদের, কারা হবেন ধনকুবের, সব নজর আইপিএল নিলামে
শনিবার শুরু হতে চলেছে আইপিএলের নিলাম। এ বারের নিলামের আসর বসছে বেঙ্গালুরুতে। নিলাম ঘিরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে ব্যস্ততা তুঙ্গে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ০৭:১২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
শনিবার শুরু হতে চলেছে আইপিএলের নিলাম। এ বারের নিলামের আসর বসছে বেঙ্গালুরুতে। দু’দিন ধরে চলবে এই নিলাম। অংশ নেবেন মোট ৫৯০ জন খেলোয়াড়। নিলাম ঘিরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে ব্যস্ততা তুঙ্গে। ১০ দলের নিলামে কারা পেতে পারেন ভাল দর? কারা হতে পারেন ধনকুবের? আসুন দেখে নিই—
০২০৯
শ্রেয়স আয়ারের বেস প্রাইস ২ কোটি। তরুণ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সেরা। দারুণ ছন্দে। অধিনায়ক হিসেবে দু’বার প্লে-অফে নিয়ে গিয়েছেন দিল্লি ক্যাপিটালসকে। কেকেআর ও আরসিবি নতুন অধিনায়ক খুঁজছে। এই দুই দলই তাঁকে দলে নিতে বিশেষ আগ্রহী।
০৩০৯
ডেভিড ওয়ার্নারের বেস প্রাইস ২ কোটি। ব্যাট হাতে ম্যাচউইনার, অধিনায়ক হিসেবে সানরাইজ়ার্সকে ট্রফি দিয়েছেন। শেষ আইপিএলে বাইরে বসতে হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ক্রিকেটার হয়েছেন। নতুন দুই দল লখনউ, আমদাবাদও তাঁকে দলে নিতে আগ্রহী। তালিকায় কেকেআর এবং আরসিবিও রয়েছে।
০৪০৯
ঈশান কিশান তাঁর বেস প্রাইস রেখেছেন ২ কোটি। ২০২০ আইপিএলে ৩০টি ছক্কার রেকর্ড রয়েছে তাঁর। শেষ দু’টি আইপিএল মিলিয়ে ৭৫৭ রানের মালিক। ব্যাটিং গড় ৪০-এর উপরে। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে ফেরত পেতে চাইবে। অন্যরাও সহজে ছাড়বে না।
০৫০৯
জেসন হোল্ডারের বেস প্রাইস ১.৫ কোটি। মোট ২৬টি আইপিএল ম্যাচে ১৮৯ রান ও ৩৫ উইকেটের মালিক ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। সাম্প্রতিক ফর্মের জোরে নিলামে বড় দাঁও পেতে পারেন। নতুন দুই দল তাঁকে কিনতে চেষ্টা করবে। সানরাইজ়ার্সও ফিরে পেতে চাইবে জেসনকে।
০৬০৯
কাগিসো রাবাডার বেস প্রাইস ২ কোটি। গতি যে কুড়ি ওভারের ক্রিকেটেও সম্পদ হতে পারে, দেখিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি ভারতের দক্ষিণ আফ্রিকা সফরেও আগুনে বোলিং করেছেন। দিল্লি ফেরত পেতে চাইবে রাবাডাকে। সানরাইজ়ার্স, রাজস্থানও তাঁকে দলে পেতে আগ্রহী।
০৭০৯
কুইন্টন ডি’ককের বেস প্রাইস ২ কোটি। আইপিএলে সেরা ওপেনারদের এক জন। ভারতের বিরুদ্ধে শেষ ওয়ান ডে সিরিজ়ে সেরা হওয়ায় দুর্দান্ত ফর্মে। তাই নিলামে তাঁকে নিয়ে ঝড় উঠতে বাধ্য। মুম্বই হারাতে চাইবে না এমন সম্পদ। লড়াইয়ে দুই নতুন দলও।
০৮০৯
শিখর ধওয়নের বেস প্রাইস ২ কোটি। এমন নিশ্চিত ম্যাচউইনার খুব কম পাওয়া যায়। ৪০০-৪৫০ রান করে দেবেনই। ওপেনার চাই, এমন দলের জন্য বড় টার্গেট। বাঁ হাতি বলে বিশেষ সুবিধা। দিল্লি তাঁকে ফেরত পেতে চাইবে। সানরাইজ়ার্স, কেকেআরও ওপেনার চায়, তাই নিশানায় শিখর।
০৯০৯
প্যাট কামিন্সের বেস প্রাইস ২ কোটি শেষ আইপিএলের প্রথম পর্বে কেকেআরের জার্সিতে প্রমাণ করে দিয়েছেন, গতির আগুনে ঝলসাতে তো পারেনই, ব্যাট হাতেও তফাত গড়ে দিতে পারেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক তিনি। কেকেআর চাইতে পারে বোলার, নেতা কামিন্সকে।