Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Villain Characters

কেরিয়ারে কোটি কোটি টাকার লোকসান, সবচেয়ে বেশি রিমেক ছবি রয়েছে কোন বলি অভিনেতার ঝুলিতে?

বলিপাড়ায় এমন এক অভিনেতা রয়েছেন যিনি তাঁর কেরিয়ারে ২০০টি ছবিতে অভিনয় করলেও হিন্দি ফিল্মজগতের অন্যান্য অভিনেতার তুলনায় সবচেয়ে বেশি রিমেক ছবিতে অভিনয় করেছেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৯
Share: Save:
০১ ১৪
Which bollywood actor did work in remake movies in bollywood industry the most

বলিপাড়ার কোনও কোনও অভিনেতার কেরিয়ারের ঝুলিতে রয়েছে শতাধিক ছবি। কেউ আবার একশোর গণ্ডি পার করতে পারেননি। তবে এমন এক বলি অভিনেতা রয়েছেন, যিনি নিজের কেরিয়ারে ২০০টি ছবিতে অভিনয় করলেও হিন্দি ফিল্মজগতের অন্যান্য অভিনেতার তুলনায় সবচেয়ে বেশি রিমেক ছবিতে অভিনয় করেছেন। এমনকি ছবি ফ্লপ করার পর আড়াই কোটি টাকার লোকসানও হয়েছিল সেই অভিনেতার কেরিয়ারে।

০২ ১৪
Which bollywood actor did work in remake movies in bollywood industry the most

পরনে টি শার্ট, সাদা প্যান্ট। জুতো জোড়াও সাদা রঙের। ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফর্জ’ ছবিতে ‘মস্ত বাহারো কা ম্যায় আশিক’ গানের দৃশ্যে বলিউডের ‘জাম্পিং জ্যাক’ জিতেন্দ্রের নাচের পাশাপাশি নজর কেড়েছিল তাঁর পোশাকও।

০৩ ১৪
Which bollywood actor did work in remake movies in bollywood industry the most

অভিনয় দক্ষতা এবং নাচের পারদর্শিতায় তো বটেই, বড় পর্দায় জিতেন্দ্র তাঁর পোশাকের জন্যও জনপ্রিয় হয়ে ওঠেন। ষাট থেকে নব্বইয়ের দশকে একের পর এক হিন্দি ছবি হিন্দি ফিল্মজগতকে উপহার দিয়ে গিয়েছেন জিতেন্দ্র। বলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা যায়, বলিউডে বাকি অভিনেতার তুলনায় সবচেয়ে বেশি রিমেক ছবিতে অভিনয় করে নজির গড়েছেন জিতেন্দ্র।

০৪ ১৪
Which bollywood actor did work in remake movies in bollywood industry the most

১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘গীত গায়া পত্থরো নে’ ছবিতে অভিনয় করে হিন্দি ফিল্মজগতে নিজের পরিচিতি গড়ে তোলেন জিতেন্দ্র।

০৫ ১৪
Which bollywood actor did work in remake movies in bollywood industry the most

‘গীত গায়া পত্থরো নে’ মুক্তির তিন বছর কাটানোর পর ১৯৬৭ সালে মুক্তি পাওয়া ‘ফর্জ’ ছবির মাধ্যমে কেরিয়ারে নয়া মাইলফলক তৈরি হয় জিতেন্দ্রের।

০৬ ১৪
Which bollywood actor did work in remake movies in bollywood industry the most

কেরিয়ারের দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন জিতেন্দ্র। তার মধ্যে ১২১টি হিট ছবি উপহার দিয়েছেন তিনি।

০৭ ১৪
Which bollywood actor did work in remake movies in bollywood industry the most

বলিউডের সকল অভিনেতার মধ্যে জিতেন্দ্রের কেরিয়ারে রিমেক ছবির সংখ্যা সবচেয়ে বেশি। বলিপাড়া সূত্রে খবর, মোট ৮০টি রিমেক ছবিতে অভিনয় করেছেন তিনি।

০৮ ১৪
Which bollywood actor did work in remake movies in bollywood industry the most

‘জাস্টিস চৌধুরী’, ‘সংযোগ’, ‘অওলাদ’, ‘মাওয়ালি’ এবং ‘হিম্মতওয়ালা’র মতো একাধিক রিমেক ছবিতে অভিনয় করেছেন জিতেন্দ্র।

০৯ ১৪
Which bollywood actor did work in remake movies in bollywood industry the most

বেশির ভাগ তেলুগু ভাষার ছবির হিন্দি রিমেকে অভিনয় করতে দেখা গিয়েছে জিতেন্দ্রকে।

১০ ১৪
Which bollywood actor did work in remake movies in bollywood industry the most

বেশির ভাগ রিমেক ছবিতে জয়া প্রদা এবং শ্রীদেবীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জিতেন্দ্র।

১১ ১৪
Which bollywood actor did work in remake movies in bollywood industry the most

ষাটের দশক থেকে হিন্দি ছবিতে অভিনয় করার পর জিতেন্দ্রের কেরিয়ারেও পতন লক্ষ করা যায়। ১৯৮২ সালে অভিনেতার ‘দীদার-এ-ইয়ার’ ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। শোনা যায় এর ফলে আড়াই কোটি টাকার লোকসান হয় জিতেন্দ্রের।

১২ ১৪
Which bollywood actor did work in remake movies in bollywood industry the most

‘দীদার-এ-ইয়ার’ ছবি মুক্তির এক বছর পর জিতেন্দ্রের কেরিয়ার নতুন দিকে মোড় নেয়। শ্রীদেবীর সঙ্গে জু়টি বেঁধে ‘হিম্মতওয়ালা’ ছবিতে অভিনয় করেন জিতেন্দ্র। এই ছবিটি বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করে।

১৩ ১৪
Which bollywood actor did work in remake movies in bollywood industry the most

জিতেন্দ্রের আসল নাম রবি কপূর। অভিনয়ে নামার আগে নিজের নাম পাল্টে ফেলেন অভিনেতা।

১৪ ১৪
Which bollywood actor did work in remake movies in bollywood industry the most

২০১৯ সালে সারোগেসির মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দেন জিতেন্দ্র-কন্যা একতা কপূর। বাবার আসল নামানুসারেই একতা নিজের পুত্রের নামকরণ করেন রবি।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy