সুতোয় টান পড়তেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উঠে আসছে একের পর এক নাম। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু হয়েছিল। নিয়োগ দুর্নীতিতে সর্বশেষে যাঁর নাম জড়াল, তিনি হৈমন্তী গঙ্গোপাধ্যায়। ধৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ দাবি করেছেন, এই হৈমন্তী গোপাল দলপতির স্ত্রী। সত্যিই কি তাই? যদি তা হয়েই থাকেন, তবে কোথায় হৈমন্তী? গোপালই বা কোথায়? সব সংবাদমাধ্যম হন্যে হয়ে তাঁদের খোঁজার চেষ্টা করছে। যদিও তাঁদের খোঁজ এখনও মেলেনি।