Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Parliament House

বিতর্ক, তরজা, ইতিহাসের সাক্ষী! নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়ে গেলে কী হবে বর্তমানের?

ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার বর্তমান সংসদ ভবনের নকশা তৈরি করেছিলেন। ভবনটি নির্মাণে সময় লেগেছিল ছ’বছর। ১৯২৭ সালে এর নির্মাণকাজ শেষ হয়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১৪:৫৯
Share: Save:
০১ ১৭
central vista new parliament house

২৮ মে, রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন। প্রায় ৬০ হাজার শ্রমিক দুই বছরের কঠোর পরিশ্রমে এই নতুন ভবনের নির্মাণকাজ শেষ করেছেন যা বর্তমানে ব্যবহারের জন্য প্রস্তুত। কিন্তু তার আগেই সেই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্ক জন্ম নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে ১৯টি বিরোধী দল। তার মধ্যেই দেশবাসীর মনে উঠে আসছে নতুন আর একটি প্রশ্ন।

০২ ১৭
central vista new parliament house

প্রশ্ন উঠছে, কী লেখা রয়েছে বর্তমান সংসদ ভবনের ভাগ্যে? কী হতে চলেছে এই ঐতিহাসিক ইমারতের ভবিষ্যৎ?

০৩ ১৭
central vista new parliament house

শাসক-বিরোধী সাংসদদের তরজা, আইন পাশ, প্রতিবাদ, অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী বর্তমান সংসদ ভবন। সেই ইমারত যে ভেঙে ফেলা হবে না, তা বলাই বাহুল্য। সরকারের তরফেও এমনটাই জানানো হয়েছে।

০৪ ১৭
central vista new parliament house

সরকারের তরফে জানানো হয়েছে, বর্তমান সংসদ ভবন অতিরিক্ত ব্যবহারের কারণে জীর্ণ এবং সুযোগ-সুবিধা আর প্রযুক্তির পরিপ্রেক্ষিতে বর্তমান প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম নয়। আর সেই কারণেই নতুন ভবনের প্রয়োজন ছিল বলে সরকারের তরফে জানানো হয়েছে।

০৫ ১৭
central vista new parliament house

তবে নতুন সংসদ ভবন তৈরি হলেও সগৌরবে এবং স্বমহিমাতেই দাঁড়িয়ে থাকবে বর্তমান সংসদ ভবনটি। বহন করবে ভারতীয় ইতিহাসের সাক্ষী।

০৬ ১৭
central vista new parliament house

বর্তমান সংসদ ভবন, স্বাধীন ভারতের প্রথম সংসদ। যা ভারতের সংবিধান গ্রহণের সাক্ষীও ছিল। সরকারের মতে, নতুন ভবন তৈরি হলেও বর্তমান ভবনের ঐতিহ্য সংরক্ষণ করা এবং রক্ষণাবেক্ষণ করা জাতীয় গুরুত্বের বিষয়।

০৭ ১৭
central vista new parliament house

অতীতে ‘কাউন্সিল হাউস’ নামে পরিচিত বর্তমান সংসদ ভবনটি ব্রিটিশ আমলে ‘ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল’ ছিল।

০৮ ১৭
central vista new parliament house

ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার বর্তমান সংসদ ভবনের নকশা তৈরি করেছিলেন। ভবনটি নির্মাণে সময় লেগেছিল ছ’বছর। ১৯২৭ সালে এর নির্মাণকাজ শেষ হয়।

০৯ ১৭
central vista new parliament house

প্রাথমিক ভাবে ভবনটি একতলা ছিল। ১৯৫৬ সালে সংসদ ভবনটিতে আরও দু’তলা বাড়ানো হয়।

১০ ১৭
central vista new parliament house

২০০৬ সালে, ভারতের আড়াই হাজার বছরের পুরনো গণতান্ত্রিক ঐতিহ্য ধরে রাখতে সংসদে একটি জাদুঘরের উদ্বোধনও করা হয়।

১১ ১৭
central vista new parliament house

সরকার জানিয়েছে, নতুন ভবন ব্যবহার শুরু হলে বর্তমান সংসদ ভবন সংরক্ষণ করা হবে, কারণ এটি দেশের একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ।

১২ ১৭
central vista new parliament house

সরকার জানিয়েছে, ভবিষ্যতে সরকারের তরফে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হলে নতুন ভবনের পাশাপাশি বর্তমান ভবনেও তা অনুষ্ঠিত হবে।

১৩ ১৭
central vista new parliament house

২০২১ সালের মার্চ মাসে, কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিংহ পুরী রাজ্যসভায় জানিয়েছিলেন, নতুন সংসদ ভবন তৈরি হয়ে গেলে, বর্তমান সংসদ ভবনের মেরামত শুরু হবে।

১৪ ১৭
central vista new parliament house

জরুরি পরিস্থিতিতে বিকল্প হিসাবে যাতে আবার এই ভবন ব্যবহার করা যায়, সে দিকেও বিশেষ নজর দেওয়া হবে। তবে এখনও তা নিয়ে বিস্তারিত ভাবে চিন্তাভাবনা হয়নি বলেও তিনি জানিয়েছিলেন।

১৫ ১৭
central vista new parliament house

ঐতিহ্যসমৃদ্ধ ভারতের অনেক চিত্রকলা, ভাস্কর্য, পাণ্ডুলিপি, সংগ্রহ এবং সাংস্কৃতিক নিদর্শন জাতীয় জাদুঘর, ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস-এ রাখা আছে। বর্তমান সংসদ ভবন মেরামতের পরে সেগুলি ওই ভবনে জায়গা পেতে পারে বলেও মনে করা হচ্ছে।

১৬ ১৭
central vista new parliament house

২০২২ সালের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমান সংসদ ভবনের একটি অংশকে জাদুঘরেও রূপান্তরিত করা হতে পারে।

১৭ ১৭
central vista new parliament house

যদি এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়, তা হলে সাধারণ মানুষ বর্তমান লোকসভা কক্ষে বসতে পারবেন বলেও প্রতিবেদনে উল্লেখ ছিল।

— ফাই চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy