এক দিনের ক্রিকেটের অপ্রতিরোধ্য রাজা, পরিসংখ্যানই বলছে সব মাটিতেই ছড়ি ঘোরান কোহলি
বিশ্বকাপে বিরাটের ব্যাটে রান আসছে। প্রায় প্রত্যেক ম্যাচেই তিনি যেন অপ্রতিরোধ্য। সাবধানীও। আগ্রাসী মনোভাব আছে, কিন্তু খানিকটা মেপে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১৪:৩৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
তিনি এলেন, তিনি খেললেন, তিনি জয় করলেন। গড়লেন নজির, জিতলেন আপামর ক্রিকেটপ্রেমীর মন। বৃহস্পতিবার ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম নিউ জ়িল্যান্ড সেমিফাইনাল ম্যাচে ওয়াংখেড়ে সাক্ষী থাকল ‘বিরাট রাজের’।
০২১৭
বৃহস্পতিবারের ম্যাচে এক দিনের ক্রিকেটে পঞ্চাশতম সেঞ্চুরিটি করে বিশ্বরেকর্ড করেছেন বিরাট। এই রেকর্ড আর কোনও ক্রিকেটারের নেই।
০৩১৭
এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে ৪৯তম সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়েছিলেন বিরাট। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নেমে সেই রেকর্ড ভেঙে দিলেন তিনি।
০৪১৭
বিশ্বকাপে বিরাটের ব্যাটে রান আসছে। প্রায় প্রত্যেক ম্যাচে তিনি যেন অপ্রতিরোধ্য। সাবধানীও। আগ্রাসী মনোভাব আছে, কিন্তু খানিকটা মেপে।
০৫১৭
পরিসংখ্যান বলছে দেশের মাটিতে হোক, বা বিদেশে— এক দিনের ক্রিকেটে সব জায়গাতেই অপ্রতিরোধ্য বিরাট। কখনও কখনও এর ব্যতিক্রম হলেও, তা ছিল ক্ষণস্থায়ী।
০৬১৭
পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৩ সালের মধ্যে দেশের মাটিতে মোট ১২১টি এক দিনের ম্যাচ খেলেছেন বিরাট। ব্যাট হাতে মাঠে নেমেছেন ১১৮টি ম্যাচে।
০৭১৭
সেই ১১৮ ম্যাচে বিরাটের ব্যাট থেকে এসেছে ৬,২১৪ রান। নট আউট থেকেছেন ১৬টি ম্যাচে। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরেছেন ৯টি ম্যাচে।
০৮১৭
১১৮টি ম্যাচে বিরাটের গড় ৬০.৯২। স্ট্রাইক রেট ৯৬.৮০। বিরাট যে ৫০টি সেঞ্চুরি করেছেন, তার ২৪টি তিনি করেছেন দেশের মাটিতে। হাফ সেঞ্চুরি করেছেন ৩২টি।
০৯১৭
২০০৯ থেকে ’২৩-এর মধ্যে এক দিনের ক্রিকেটে দেশের মাটিতে ৫৯০টি চার মেরেছেন বিরাট। ছক্কা হাঁকিয়েছেন ৭৮টি।
১০১৭
এক দিনের ক্রিকেটে দেশের মাটিতে সর্বোচ্চ ১৬৬ রান করেছেন বিরাট। এ বছরের গোড়ায় তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে ১৬৬ করেছিলেন বিরাট। ম্যাচের শেষ অবধি নিজের উইকেট টিকিয়ে রেখেছিলেন তিনি।
১১১৭
বিদেশের মাটিতেও সাফল্য রয়েছে কোহলির। পরিসংখ্যান বলছে, বিদেশের মাটিতে কোহলি মোট ১৭০টি এক দিনের ম্যাচ খেলেছেন। যার মধ্যে ব্যাট ধরেছেন ১৬১টি ম্যাচে।
১২১৭
১৬১টি ম্যাচে কোহলি রান করেছেন ৭,৫৮০। গড় ৫৬.৯৯। বিদেশের মাটিতে তাঁর স্ট্রাইক রেট দেশের তুলনায় কম হলেও খুব কম নয়। বিদেশের মাটিতে বিরাটের স্ট্রাইক রেট ৯১.১৬।
১৩১৭
বিদেশের মাটিতে কোহলি যে ১৭০টি এক দিনের ম্যাচ খেলেছেন, তার মধ্যে ২৮টি ম্যাচে তিনি নট আউট থেকেছেন। শূন্য করেছেন মাত্র ৭টিতে।
১৪১৭
কোহলির ৫০টি সেঞ্চুরির মধ্যে ২৬টি এসেছে বিদেশের মাটিতে। হাফ সেঞ্চুরি করেছেন ৩৯টি।
১৫১৭
দেশের বাইরে এক দিনের ম্যাচে সর্বোচ্চ ১৮৩ রান করেছেন কোহলি। ২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে ঢাকার স্টেডিয়ামে সেই নজির গড়েন তিনি।
১৬১৭
তবে একটা ম্যাচ পরেই এই পরিসংখ্যান বদলে যেতে পারে। নিজের ৫০ শতরানের রেকর্ডও তিনি শীঘ্রই ভেঙে ফেলবেন বলে বিশ্বাস তাঁর অনুরাগীদের।
১৭১৭
আগামী রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবেন বিরাটেরা। সেই ম্যাচেও বিরাটের ব্যাট থেকে সেঞ্চুরি চাইছেন ভক্তরা।