করোনা ভাইরাসের পর এ বার ভয়ানক আকারে ছড়িয়ে পড়ছে এক অজানা, রহস্যময় রোগ। অধিকাংশ ক্ষেত্রে এই সংক্রমণ দেখা দিচ্ছে শিশুদের। সমীক্ষা করে দেখা গিয়েছে, সাধারণত দশ বছরের কম বয়সি শিশুরাই ভুগছে এই অজানা রোগে। ফুসফুসের এই রোগ যে মহামারির আকার ধারণ করতে পারে, তা নিয়েও আশঙ্কা করছেন স্বাস্থ্য আধিকারিকেরা। কী কী লক্ষণ রয়েছে এই রোগের? কী ভাবেই বা এই রোগ ছড়ায়? শিশুদের কী ভাবে এই রোগের হাত থেকে রক্ষা করা যাবে?