weather department has forecast of possible temperature rise in west Bengal following untimely rain showers across the state dgtl
West Bengal Weather Update
মাঘ পড়তেই কি পালাবে শীত? হাওয়া অফিসের কাঠগড়ায় অকালের বৃষ্টিই তবে দোষী!
কনকনে উত্তুরে হাওয়ায় পৌষ সংক্রান্তি কেটে যেতেই আবার দোলাচল দেখা যাচ্ছে আবহাওয়ায়। আদৌ মাঘ মাসে হাড়কাঁপানো শীত থাকবে, না কি উত্তাপ বাড়বে, তাই নিয়ে সন্দেহ উঁকি দিচ্ছে মানুষের মনে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ ১৩:০৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— নানা জায়গায় যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমন পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল। কনকনে উত্তুরে হাওয়ায় পৌষ সংক্রান্তি কেটে যেতেই আবার দোলাচল দেখা যাচ্ছে আবহাওয়ায়। আদৌ মাঘ মাসে হাড়কাঁপানো শীত থাকবে, না কি উত্তাপ বাড়বে, তাই নিয়ে সন্দেহ উঁকি দিচ্ছে মানুষের মনে।
০২১৪
আগেই হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছিল, বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
০৩১৪
শুধু দক্ষিণবঙ্গই নয়, বলা হয়েছিল বুধবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
০৪১৪
তবে শীতবিলাসীদের হতাশ করে এবং শীতকাতুরেদের মনে আশা জুগিয়ে হাওয়া অফিস জানাল যে, আগামী দু’দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে।
মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম।
০৭১৪
মঙ্গলবার সারা দিনে কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে যথাক্রমে ২১ ডিগ্রি এবং ১৩ ডিগ্রি সেলসিয়াস।
০৮১৪
এই দিন হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলা। বৃষ্টির পাশাপাশি, কুয়াশার পরিমাণও বেশি থাকবে এই তিন জেলায়।
০৯১৪
বর্তমানে কলকাতার আকাশ মেঘমুক্ত থাকলেও বুধবার থেকে শহরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
১০১৪
বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব জেলা এবং উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি।
১১১৪
অকাল বৃষ্টির কারণ হিসাবে পশ্চিমি ঝঞ্ঝাকেই দায়ী করা হচ্ছে।
১২১৪
মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে। তবে বিক্ষিপ্ত ভাবে।
১৩১৪
বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হওড়া, হুগলি এবং কলকাতায়।
১৪১৪
এই জেলাগুলিতে বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে বুধ এবং বৃহস্পতি— দু’দিনই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।