‘বিশ্ব সুখ-সূচক’ সংক্রান্ত সমীক্ষা রিপোর্টটি প্রকাশ করেছে ব্রিটেনের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার। এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানেজমেন্ট সংস্থা ‘গ্যালাপ’-এর সহযোগিতা পেয়েছে তারা। রিপোর্ট অনুযায়ী ২০২২ এবং ২০২৩ সালের তুলনায় ভারতের অবস্থার উন্নতি হয়েছে। ওই দু’বছর ১২৬তম স্থানে ছিল নয়াদিল্লির নাম।
‘বিশ্ব-সুখ সূচক’ অনুযায়ী, আফগান মহিলাদের জীবনযাত্রার অবনতি ঘটেছে। তালিকায় কানাডার নীচে নেমে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২৪তম স্থান পেয়েছে ওয়াশিংটন, যা বিগত বছরগুলির নিরিখে সর্বনিম্ন। চিন রয়েছে ৬৮তম স্থানে। এশিয়ার মধ্যে সবচেয়ে সুখী দেশ হিসাবে চিহ্নিত রয়েছে তাইওয়ান। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির র্যাঙ্কিং ২৭।
সমীক্ষকদের দাবি, সংশ্লিষ্ট রিপোর্টে সামাজিক মিথস্ক্রিয়ার ভূমিকা খতিয়ে দেখা হয়েছে। তাঁদের কথায়, ‘‘সুখ বা যত্ন ভাগ করে নেওয়ার একটি সর্বজনীন পদ্ধতি হল নাগরিকদের খাবার ভাগ করে খাওয়ার প্রবণতা। সুখী দেশগুলির বাসিন্দারা পরিবার-পরিজনের সঙ্গে এক টেবিলে বসে খেতে পছন্দ করেন। অন্য দিকে আমেরিকায় এই প্রবণতা কমছে।’’
কিন্তু এই রিপোর্ট প্রকাশিত হতেই ফুঁসে ওঠেন নেটাগরিকেরা। সমীক্ষকদের প্রতিটা কথা যুক্তি দিয়ে খণ্ডন করেছেন তাঁরা। সমাজমাধ্যম ব্যবহারকারীদের এক জন লিখেছেন, ‘‘মাথাপিছু গড় আয়ের নিরিখে প্যালেস্টাইন বা পাকিস্তানের থেকে অনেক এগিয়ে রয়েছে ভারত। তা হলে কিসের ভিত্তিতে নয়াদিল্লিকে তালিকায় পিছনের দিকে স্থান দেওয়া হচ্ছে?’’
নেটাগরিকদের দ্বিতীয় প্রশ্ন সামাজিক মিথস্ক্রিয়া নিয়ে। ইরাক বা সিরিয়ায় গৃহযুদ্ধ চলার কারণে সেখানে এক টুকরো রুটির জন্য আমজনতাকে রীতিমতো মারামারি করতে দেখা গিয়েছে। একই ছবি এসেছে পাকিস্তান থেকেও। ভারতে এই ধরনের কোনও পরিস্থিতি নেই। উল্টে এখানকার পারিবারিক বন্ধন এখনও অনেক বেশি মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে।
রিপোর্টের এই অংশটি নিয়েও খোঁচা দিতে ছাড়েননি নেটাগরিকেরা। তাঁদের প্রশ্ন, দানধ্যান বা অপরিচিতদের সাহায্য পাকিস্তান, সিরিয়া, প্যালেস্টাইন বা ইরাকের মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলির নাগরিকেরা অনেক বেশি করছেন? সমীক্ষকেরা অবশ্য বলেছেন, কোভিড অতিমারির সময়ে আমজনতার মধ্যে দয়ার ভাব বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে সেই সূচক নিম্নমুখী হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy