Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Vladimir Putin

Crime: মেয়েকে অপহরণ করেছেন পুতিনের প্রাক্তন জামাই, ফিরে পেতে ৪৫০ কোটি টাকা ছাড়তেও রাজি হানা

হানা ভলকোভার দাবি, শিশুকন্যাকে অপহরণ করে মস্কোয় লুকিয়ে রেখেছেন তাঁরই স্বামী কিরিল শামালভ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ০৯:৩৯
Share: Save:
০১ ১৪
সদ্যোজাত মেয়ের সঙ্গে এক বারের জন্যও দেখা হয়নি। সারোগেট মায়ের গর্ভে থাকাকালীন কন্যাসন্তানের একটি ত্রিমাত্রিক স্ক্যানের ছবিই সম্বল। তাকে আঁকড়েই দিন কাটছে। ব্রিটেনের সংবাদমাধ্যমে এমনই দাবি করেছেন রাশিয়ার ধনকুবেরের স্ত্রী হানা ভলকোভা। তাঁর দাবি, শিশুকন্যাকে অপহরণ করে মস্কোয় লুকিয়ে রেখেছেন তাঁরই স্বামী কিরিল শামালভ।

সদ্যোজাত মেয়ের সঙ্গে এক বারের জন্যও দেখা হয়নি। সারোগেট মায়ের গর্ভে থাকাকালীন কন্যাসন্তানের একটি ত্রিমাত্রিক স্ক্যানের ছবিই সম্বল। তাকে আঁকড়েই দিন কাটছে। ব্রিটেনের সংবাদমাধ্যমে এমনই দাবি করেছেন রাশিয়ার ধনকুবেরের স্ত্রী হানা ভলকোভা। তাঁর দাবি, শিশুকন্যাকে অপহরণ করে মস্কোয় লুকিয়ে রেখেছেন তাঁরই স্বামী কিরিল শামালভ।

ছবি: সংগৃহীত।

০২ ১৪
লন্ডনের অভিজাত দুনিয়ার বাসিন্দা হানার স্বামীর আরও একটি পরিচয় রয়েছে। রাশিয়ার ‘সবচেয়ে কমবয়সি ধনকুবের’ হিসাবে পরিচিত হওয়ার পাশাপাশি কিরিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাক্তন জামাইও বটে।

লন্ডনের অভিজাত দুনিয়ার বাসিন্দা হানার স্বামীর আরও একটি পরিচয় রয়েছে। রাশিয়ার ‘সবচেয়ে কমবয়সি ধনকুবের’ হিসাবে পরিচিত হওয়ার পাশাপাশি কিরিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাক্তন জামাইও বটে।

ছবি: সংগৃহীত।

০৩ ১৪
পুতিনের ছোট মেয়ে ক্যাটেরিনা তিখোনোভার সঙ্গে কিরিলের বিয়ে হয়েছিল। তবে ২০১৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। যদিও কিরিল যে কখনই পুতিনের ঘনিষ্ঠ বৃত্তের বাইরে যাননি, সে দাবি করেছে ব্রিটেনের সংবাদমাধ্যম।

পুতিনের ছোট মেয়ে ক্যাটেরিনা তিখোনোভার সঙ্গে কিরিলের বিয়ে হয়েছিল। তবে ২০১৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। যদিও কিরিল যে কখনই পুতিনের ঘনিষ্ঠ বৃত্তের বাইরে যাননি, সে দাবি করেছে ব্রিটেনের সংবাদমাধ্যম।

ছবি: সংগৃহীত।

০৪ ১৪
রাশিয়ার খ্যাতনামীদের অন্যতম হানা জানিয়েছেন, ২০১৮ সালে কিরিলকে বিয়ে করেন তিনি। তার পর থেকে বহু বার আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করলেও সফল হননি। গত অক্টোবরে মস্কোর একটি এজেন্সির সাহায্যে এক সারোগেট মায়ের খোঁজ পান। তাঁর গর্ভেই বড় হচ্ছিল হানা এবং কিরিলের কন্যাসন্তান।

রাশিয়ার খ্যাতনামীদের অন্যতম হানা জানিয়েছেন, ২০১৮ সালে কিরিলকে বিয়ে করেন তিনি। তার পর থেকে বহু বার আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করলেও সফল হননি। গত অক্টোবরে মস্কোর একটি এজেন্সির সাহায্যে এক সারোগেট মায়ের খোঁজ পান। তাঁর গর্ভেই বড় হচ্ছিল হানা এবং কিরিলের কন্যাসন্তান।

ছবি: সংগৃহীত।

০৫ ১৪
হানার দাবি, সারোগেসির মাধ্যমে সন্তানের জন্মের কিছুকাল আগে থেকেই কিরিলের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়। এর পর মস্কো ছেড়ে লন্ডনে চলে যান তিনি। সে সময়ই নাকি তাঁকে সারোগেসির চুক্তিপত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর পর সন্তানের জন্ম হলেও তাকে দেখেননি বলে দাবি হানার।

হানার দাবি, সারোগেসির মাধ্যমে সন্তানের জন্মের কিছুকাল আগে থেকেই কিরিলের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়। এর পর মস্কো ছেড়ে লন্ডনে চলে যান তিনি। সে সময়ই নাকি তাঁকে সারোগেসির চুক্তিপত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর পর সন্তানের জন্ম হলেও তাকে দেখেননি বলে দাবি হানার।

ছবি: সংগৃহীত।

০৬ ১৪
মস্কোর ওই এজেন্সিতে যোগাযোগ করেও সন্তানের খোঁজ পাননি বলে দাবি করেছেন হানা। ওই এজেন্সি থেকে বলা হয়েছিল, যে সারোগেট মায়ের সঙ্গে তাঁদের চুক্তি হয়েছিল, তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এর পর কোভিডের দাপট শুরু হওয়ায় লন্ডনেই আটকে পড়েন হানা। তাঁর কথায়, ‘‘কোভিডের জন্য লন্ডনে গিয়ে আটকে পড়েছিলাম। এর পর যত তা়ড়াতাড়ি সম্ভব মস্কোর বিমান ধরেছিলাম।’’

মস্কোর ওই এজেন্সিতে যোগাযোগ করেও সন্তানের খোঁজ পাননি বলে দাবি করেছেন হানা। ওই এজেন্সি থেকে বলা হয়েছিল, যে সারোগেট মায়ের সঙ্গে তাঁদের চুক্তি হয়েছিল, তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এর পর কোভিডের দাপট শুরু হওয়ায় লন্ডনেই আটকে পড়েন হানা। তাঁর কথায়, ‘‘কোভিডের জন্য লন্ডনে গিয়ে আটকে পড়েছিলাম। এর পর যত তা়ড়াতাড়ি সম্ভব মস্কোর বিমান ধরেছিলাম।’’

ছবি: সংগৃহীত।

০৭ ১৪
হানা জানিয়েছেন, মস্কোয় ফিরে জানতে পারেন যে তাঁদের সন্তানের জন্ম দিয়েছেন সারোগেট মা। হানা বলেন, ‘‘শুনেছি মেয়ের নাম রাখা হয়েছে আনা। অথচ আমরা স্থির করেছিলাম ব্রিটেনের রানি এলিজাবেথের নামে মেয়ের নাম রাখব।’’

হানা জানিয়েছেন, মস্কোয় ফিরে জানতে পারেন যে তাঁদের সন্তানের জন্ম দিয়েছেন সারোগেট মা। হানা বলেন, ‘‘শুনেছি মেয়ের নাম রাখা হয়েছে আনা। অথচ আমরা স্থির করেছিলাম ব্রিটেনের রানি এলিজাবেথের নামে মেয়ের নাম রাখব।’’

ছবি: সংগৃহীত।

০৮ ১৪
মস্কোয় ফিরে তাঁদের বাড়িতে গিয়েছিলেন হানা। শহরতলিতে সেই বিশাল বাড়িতে তিনি কিরিলের অপেক্ষায় ছিলেন বলেও জানিয়েছেন। হানার কথায়, ‘‘তিন দিন ধরে (কিরিলের) অপেক্ষায় বসেছিলাম। শেষমেশ বাড়ি এসে আমাকে বলল যে তাঁর নতুন বান্ধবী হয়েছে। তবে আমার থেকে ডিভোর্স চায় না।’’ হানার আরও দাবি, ‘‘আমাকে আঘাত দিতে চেয়েছিল কিরিল।’’

মস্কোয় ফিরে তাঁদের বাড়িতে গিয়েছিলেন হানা। শহরতলিতে সেই বিশাল বাড়িতে তিনি কিরিলের অপেক্ষায় ছিলেন বলেও জানিয়েছেন। হানার কথায়, ‘‘তিন দিন ধরে (কিরিলের) অপেক্ষায় বসেছিলাম। শেষমেশ বাড়ি এসে আমাকে বলল যে তাঁর নতুন বান্ধবী হয়েছে। তবে আমার থেকে ডিভোর্স চায় না।’’ হানার আরও দাবি, ‘‘আমাকে আঘাত দিতে চেয়েছিল কিরিল।’’

ছবি: সংগৃহীত।

০৯ ১৪
লন্ডনের সংবাদমাধ্যমের কাছে কিরিলের বিরুদ্ধে সরব হয়েছেন হানা। ৪৪ বছরের হানার অভিযোগ, কিরিলের আইনজীবীরা তাঁকে সন্তানের দাবি ছেড়ে দেওয়ার জন্য কাগজপত্রে সই করাতে চেয়েছিলেন। তবে তাতে রাজি হননি তিনি। এ নিয়ে রাশিয়ার পুলিশ-প্রশাসনের উপর তাঁর ভরসা নেই বলেও জানিয়েছেন হানা। এর পরই লন্ডনে ফিরে গিয়ে এ বিশয়ে মামলা রুজু করেছেন তিনি।

লন্ডনের সংবাদমাধ্যমের কাছে কিরিলের বিরুদ্ধে সরব হয়েছেন হানা। ৪৪ বছরের হানার অভিযোগ, কিরিলের আইনজীবীরা তাঁকে সন্তানের দাবি ছেড়ে দেওয়ার জন্য কাগজপত্রে সই করাতে চেয়েছিলেন। তবে তাতে রাজি হননি তিনি। এ নিয়ে রাশিয়ার পুলিশ-প্রশাসনের উপর তাঁর ভরসা নেই বলেও জানিয়েছেন হানা। এর পরই লন্ডনে ফিরে গিয়ে এ বিশয়ে মামলা রুজু করেছেন তিনি।

ছবি: সংগৃহীত।

১০ ১৪
সদ্যোজাত সন্তানের সঙ্গে দেখাসাক্ষাতে কিরিলের লোকজন বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন হানা। তাঁর দাবি, আনাসতাসিয়া জাডোরিনা নামে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে সম্পর্ক গড়েছেন কিরিল। গত সপ্তাহে কিরিলের ৪০তম জন্মদিনের পার্টিতে দুবাইয়ে হাজিরও ছিলেন আনাসতাসিয়া।

সদ্যোজাত সন্তানের সঙ্গে দেখাসাক্ষাতে কিরিলের লোকজন বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন হানা। তাঁর দাবি, আনাসতাসিয়া জাডোরিনা নামে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে সম্পর্ক গড়েছেন কিরিল। গত সপ্তাহে কিরিলের ৪০তম জন্মদিনের পার্টিতে দুবাইয়ে হাজিরও ছিলেন আনাসতাসিয়া।

ছবি: সংগৃহীত।

১১ ১৪
ঘটনাচক্রে, কিরিলের ‘বান্ধবী’ রাশিয়ার গুপ্তচর সংস্থা ফেডেরাল সিকিউরিটি সার্ভিসের এক জেনারেলের মেয়ে। ফলে রাশিয়ায় যে তাঁর সমস্ত দাবি নস্যাৎ করে দেওয়া হবে, তেমনই আশঙ্কা করছেন হানা।

ঘটনাচক্রে, কিরিলের ‘বান্ধবী’ রাশিয়ার গুপ্তচর সংস্থা ফেডেরাল সিকিউরিটি সার্ভিসের এক জেনারেলের মেয়ে। ফলে রাশিয়ায় যে তাঁর সমস্ত দাবি নস্যাৎ করে দেওয়া হবে, তেমনই আশঙ্কা করছেন হানা।

ছবি: সংগৃহীত।

১২ ১৪
আপাতত যমজ বোন এবং তাঁর আগের পক্ষের কিশোর সন্তানের সঙ্গে লন্ডনে বসবাস করছেন হানা। তিনি জানিয়েছেন, কিরিলকে ডিভোর্স করতে চান। সেই সঙ্গে বিয়ের আগে কিরিলের সঙ্গে যে আর্থিক চুক্তি হয়েছিল, তা-ও ছেড়ে দিতে চান তিনি।

আপাতত যমজ বোন এবং তাঁর আগের পক্ষের কিশোর সন্তানের সঙ্গে লন্ডনে বসবাস করছেন হানা। তিনি জানিয়েছেন, কিরিলকে ডিভোর্স করতে চান। সেই সঙ্গে বিয়ের আগে কিরিলের সঙ্গে যে আর্থিক চুক্তি হয়েছিল, তা-ও ছেড়ে দিতে চান তিনি।

ছবি: সংগৃহীত।

১৩ ১৪
বিয়ের আগে কিরিলের সঙ্গে হানার আর্থিক চুক্তিতে বলা হয়েছিল, বিবাহবিচ্ছেদ হলে সাড়ে ৪ কোটি পাউন্ড পাবেন হানা। ভারতীয় মুদ্রায় যার আর্থিক মূল্য প্রায় সাড়ে চারশো কোটি টাকা। তবে সন্তানের জন্য এই বিপুল অর্থও ছেড়ে দিতে রাজি বলে দাবি হানার।

বিয়ের আগে কিরিলের সঙ্গে হানার আর্থিক চুক্তিতে বলা হয়েছিল, বিবাহবিচ্ছেদ হলে সাড়ে ৪ কোটি পাউন্ড পাবেন হানা। ভারতীয় মুদ্রায় যার আর্থিক মূল্য প্রায় সাড়ে চারশো কোটি টাকা। তবে সন্তানের জন্য এই বিপুল অর্থও ছেড়ে দিতে রাজি বলে দাবি হানার।

ছবি: সংগৃহীত।

১৪ ১৪
মেয়ের একটি ত্রিমাত্রিক স্ক্যানের ছবি দেখিয়ে হানা বলেন, ‘‘এই ছোট্ট ছবিটা নিয়েই বেঁচে রয়েছি। তার মা যে তাকে ফেলে পালিয়ে যায়নি, এটাই মেয়েকে বলতে চাই। কিরিল সাড়ে ৪ কোটি পাউন্ড রেখে দিক। আমি শুধু মেয়েকে দেখতে চাই।’’ যদিও হানার এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া জানাননি কিরিল।

মেয়ের একটি ত্রিমাত্রিক স্ক্যানের ছবি দেখিয়ে হানা বলেন, ‘‘এই ছোট্ট ছবিটা নিয়েই বেঁচে রয়েছি। তার মা যে তাকে ফেলে পালিয়ে যায়নি, এটাই মেয়েকে বলতে চাই। কিরিল সাড়ে ৪ কোটি পাউন্ড রেখে দিক। আমি শুধু মেয়েকে দেখতে চাই।’’ যদিও হানার এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া জানাননি কিরিল।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy