
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কথা ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এর জন্য না কি দীর্ঘসময়ে অপেক্ষা করতে হয়েছে ট্রাম্পকে। শুধু তা-ই নয়, ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির শর্তে যে তাঁর সায় নেই, তা-ও মুখের উপর বলে দিয়েছেন ক্রেমলিনের দণ্ডমুণ্ডের কর্তা। আর এই খবর প্রকাশ্যে আসতেই দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে হইচই।

চলতি বছরের ১৮ মার্চ ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে প্রথম বার পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলতে উদ্যোগী হন ট্রাম্প। সংবাদমাধ্যম ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, নির্ধারিত সময়ে টেলিফোনের সামনে হাজিরই ছিলেন না রুশ প্রেসিডেন্ট। ফলে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। পুতিনের এ-হেন পদক্ষেপকে ‘ইচ্ছাকৃত’ বলে সমাজমাধ্যমে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে।