স্বমেজাজে থাকলে বিপক্ষের বোলারদের ব্যাট দিয়ে ‘খুন’ করতেন। নীল জার্সিতে ওপেন করতে নেমে দেশীয়দের মধ্যে প্রথম ট্রিপল সেঞ্চুরিও রয়েছে তাঁর ঝুলিতে। ভারতীয়দের মধ্যে এখনও পর্যন্ত টেস্টে দুটো ট্রিপল সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁরই দখলে। পাঁচ দিনের ক্রিকেট হোক বা ৫০ ওভারের খেলা অথবা টি-টোয়েন্টির ময়দান, বীরেন্দ্র সহবাগের বিধ্বংসী মেজাজে সব যেন একাকার মনে হত।