Vijayta Pandit reveals Kumar Gaurav’s affair with Namrata Dutt led to engagement with Reema Kapoor being called off dgtl
Bollywood Gossip
সহ-অভিনেত্রীর সঙ্গে প্রেম, অন্য নায়িকার জন্য রাজ কপূরের কন্যার সঙ্গে বিয়ে ভেঙে দেন অভিনেতা
বর্তমানে সঙ্গীতজগৎ এবং সিনেমাজগৎ থেকে বহু দূরে রয়েছেন বিজয়েতা। তাঁর জ্যেষ্ঠ পুত্র অভিতেশ মায়ের পেশা অনুসরণ করে সঙ্গীতচর্চা শুরু করেছেন। অভিনেতা টাইগার শ্রফের নাচের দু’টি ভিডিয়োয় গান গেয়েছেন তিনি। কনিষ্ঠ পুত্র ডাক্তারির পড়াশোনা করছেন। দুই পুত্রকে নিয়ে এখন দিন কাটাচ্ছেন বিজয়েতা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
রাজ কপূরের কন্যার সঙ্গে সেরে ফেলেছিলেন আংটিবদলের পর্ব। বাগ্দানের পর গাঁটছড়া বাঁধার কথা ছিল তারকা-কন্যার সঙ্গে। কিন্তু শেষ মুহূর্তে তিনি অন্য নায়িকার প্রেমে মজেন। কিছু দিন পর কপূর-কন্যার সঙ্গে বিয়ে ভেস্তে যায় অভিনেতা কুমার গৌরবের। তবে প্রেম ভাঙনের নেপথ্যে ছিলেন অন্য নারী।
০২১৬
১৯৮১ সালে রাজেন্দ্র কুমারের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লভ স্টোরি’, এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রাজেন্দ্রের পুত্র কুমার গৌরব। কুমারের জন্মগত নাম মনোজ তুলি।
০৩১৬
বাবা রাজেন্দ্র কুমারই শুধু নন, মামাবাড়ির দিক থেকেও বলিউড-সংযোগ ছিল মনোজের। দুই পরিবারের পদাঙ্ক অনুসরণ করে অভিনয় শুরু করেন মনোজ। অভিনয়জীবনে পা রেখে তাঁর নতুন নাম হয় কুমার গৌরব।
০৪১৬
কুমারের পাশাপাশি ‘লভ স্টোরি’ ছবির হাত ধরে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন বিজয়েতা পণ্ডিত। কুমারের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছিলেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, ছবির শুটিং শুরুর সময় বিজয়েতার বয়স ছিল ১৪-১৫ বছর। পড়াশোনার ক্ষতি হবে বলে রাজেন্দ্রের প্রস্তাবে বিজয়েতার পরিবারের তরফে কেউ রাজি হননি। কিন্তু বিজয়েতা পড়াশোনার পাশাপাশি অভিনয় চালিয়ে যাবেন বলে কথা দিলে অভিনেত্রীর বাড়ির লোকেরা সম্মতি জানান।
০৫১৬
‘লভ স্টোরি’ ছবিতে কুমার এবং বিজয়েতার জুটি দর্শকের মনে ধরেছিল। পর্দায় তাঁদের সম্পর্কের রসায়ন সকলের পছন্দ হয়। ফলে, পরিচালক-প্রযোজকেরা তাঁদের দু’জনকে একসঙ্গে অভিনয়ের প্রস্তাব দিতে থাকেন।
০৬১৬
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘লভ স্টোরি’ ছবির শুটিংয়ের সময় বিজয়েতার সঙ্গে কুমারের সম্পর্ক গাঢ় হতে থাকে। তাই একই ছবিতে অভিনয় করলে দু’জনে একসঙ্গে সময় কাটাতে পারবেন বলে ভেবেছিলেন দুই তারকা। কিন্তু রাজেন্দ্র চাইতেন না তাঁর ছেলে কেরিয়ার ছেড়ে অন্য কোনও দিকে মন দিক।
০৭১৬
বলিপাড়া সূত্রে খবর, বিজয়েতার সঙ্গে কুমারের মেলামেশা পছন্দ করতেন না রাজেন্দ্র। এই প্রসঙ্গে জানতে পারায় কুমারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দেন বিজয়েতা। কুমারের সঙ্গে যে ছবিগুলিতে অভিনয়ের কথা ছিল, সেগুলির প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।
০৮১৬
রাজ কপূরের সঙ্গে বন্ধুত্বের সুবাদে রাজ-কন্যা রিমা কপূরের সঙ্গে কুমারের বিয়ে দেবেন বলে ঠিক করেছিলেন রাজেন্দ্র। কিন্তু সে সময় বিজয়েতার সঙ্গে কুমারের প্রেমের গুঞ্জন ইন্ডাস্ট্রিতে চর্চিত। কপূর-কন্যার সঙ্গে বাগ্দান হওয়ার পরেও ভেঙে যায় কুমার এবং রিমার বিয়ে। ভাঙনের নেপথ্যে যে বিজয়েতাই ছিলেন, তা নিয়ে নিশ্চিত ছিলেন বলিপাড়ার অধিকাংশ।
০৯১৬
কিন্তু বিজয়েতা নন, অন্য এক নারীর কারণে রিমার সঙ্গে বিয়ে ভেঙেছিলেন কুমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন বিজয়েতা। রিমার সঙ্গে বাগ্দানের পর বিজয়েতাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন কুমার, তা-ও জানান বিজয়েতা।
১০১৬
বিজয়েতার দাবি, রিমা এবং কুমারের বাগ্দানের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেত্রী। কুমারের হাতে বড় হিরের আংটি দেখে মন্তব্যও করেছিলেন তিনি। কিন্তু তাঁর কথা শুনে রেগে গিয়েছিলেন কুমার।
১১১৬
বিজয়েতার উদ্দেেশে কুমার বলেছিলেন, ‘‘তোমার যদি পছন্দ না হয়, তা হলে এখনই আংটিটা ছুড়ে ফেলে দিচ্ছি।’’ বাগ্দান পর্বের পর নাকি বিজয়েতার বাড়িও গিয়েছিলেন কুমার।
১২১৬
বিজয়েতা বলেন, ‘‘রিমার সঙ্গে আংটিবদলের পর আমার বাড়িতে এসেছিল কুমার। তার পর আমার মায়ের সঙ্গে দেখা করেছিল ও। মায়ের সামনে কুমার কথা দিয়েছিল যে, ও শুধু আমাকেই বিয়ে করবে।’’
১৩১৬
বিজয়েতা জানান, রিমার সঙ্গে যখন বিয়ের কথাবার্তা চলছে, তখন অভিনেত্রীকেও নানা ভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন কুমার। তার পর রিমার সঙ্গে বিয়েও ভেঙে দিয়েছিলেন অভিনেতা। কিন্তু এই ভাঙনের নেপথ্যে ছিলেন অন্য নারী।
১৪১৬
বিজয়েতা জানান, রিমার সঙ্গে বাগ্দানের পর বলি অভিনেতা সঞ্জয় দত্তের বোন নম্রতা দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কুমার। সে কারণেই রিমার সঙ্গে বিয়ে ভেঙে যায় তাঁর।
১৫১৬
দুই বছরের প্রেমপর্বের পরে ১৯৮৪ সালে তিনি বিয়ে করেন সুনীল দত্ত-নার্গিসের কন্যা নম্রতাকে। রাজ কপূরের পরিবর্তে সুনীল দত্তের জামাই হন কুমার।
১৬১৬
বর্তমানে সঙ্গীতজগৎ এবং সিনেমাজগৎ থেকে বহু দূরে রয়েছেন বিজয়েতা। তাঁর জ্যেষ্ঠ পুত্র অভিতেশ মায়ের পেশা অনুসরণ করে সঙ্গীতচর্চা শুরু করেছেন। অভিনেতা টাইগার শ্রফের দুটো নাচের ভিডিয়োয় গান গেয়েছেন তিনি। কনিষ্ঠ পুত্র ডাক্তারির পড়াশোনা করছেন। দুই পুত্রকে নিয়ে এখন দিন কাটাচ্ছেন বিজয়েতা।