Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Vicky Kaushal

Vicky-Katrina: ক্যাটরিনাকে তো চেনেন! ভিকির ছয় শ্যালিকার খবর রাখেন কি?

যাবতীয় আলোর তলায় ‘ভিক্যাট’। দু’জনাকে তো অনেকেই চেনেন। তবে জানেন কি, ক্যাটের সঙ্গে বিয়ের পর ছয় শ্যালিকার জামাইবাবু হয়েছেন ভিকি!

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১৪:০৯
Share: Save:
০১ ১৩
আমাদের সমাজে নাকি শুধুমাত্র দু’জনের মধ্যে বিয়ে হয় না। তা দুই পরিবারেরও মিলন! ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের বিয়ের পর অতি চেনা এই কথাগুলিই ফের ঘোরাফেরা করছে অনেকের আড্ডায়।

আমাদের সমাজে নাকি শুধুমাত্র দু’জনের মধ্যে বিয়ে হয় না। তা দুই পরিবারেরও মিলন! ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফের বিয়ের পর অতি চেনা এই কথাগুলিই ফের ঘোরাফেরা করছে অনেকের আড্ডায়।

ছবি: সংগৃহীত।

০২ ১৩
দিন তিনেকও হয়নি চার হাত এক হয়েছে তাঁদের। যাবতীয় আলোর তলায় ‘ভিক্যাট’। দু’জনাকে তো অনেকেই চেনেন। তবে জানেন কি, ক্যাটের সঙ্গে বিয়ের পর ছয় শ্যালিকার জামাইবাবু হয়েছেন ভিকি!

দিন তিনেকও হয়নি চার হাত এক হয়েছে তাঁদের। যাবতীয় আলোর তলায় ‘ভিক্যাট’। দু’জনাকে তো অনেকেই চেনেন। তবে জানেন কি, ক্যাটের সঙ্গে বিয়ের পর ছয় শ্যালিকার জামাইবাবু হয়েছেন ভিকি!

ছবি: সংগৃহীত।

০৩ ১৩
সানি কৌশল নামে এক ভাই থাকলেও ভিকির দিদি বা বোন নেই। তবে ক্যাটরিনার বাড়িতে তেমনটা নয়। বরং দাদা-দিদি-বোন মিলিয়ে ক্যাটরিনারা মোট আট জন। তার মধ্যে ছ’জন ভিকির শ্যালিকা।

সানি কৌশল নামে এক ভাই থাকলেও ভিকির দিদি বা বোন নেই। তবে ক্যাটরিনার বাড়িতে তেমনটা নয়। বরং দাদা-দিদি-বোন মিলিয়ে ক্যাটরিনারা মোট আট জন। তার মধ্যে ছ’জন ভিকির শ্যালিকা।

ছবি: সংগৃহীত।

০৪ ১৩
রাজস্থানের সোয়াই মাধোপুরের প্রাসাদোপম দুর্গে ৯ ডিসেম্বর ‘ভিক্যাট’-এর বিয়েতে হাজির ছিলেন দু’পক্ষের পরিবার, পরিজন, বন্ধুবান্ধবেরা।

রাজস্থানের সোয়াই মাধোপুরের প্রাসাদোপম দুর্গে ৯ ডিসেম্বর ‘ভিক্যাট’-এর বিয়েতে হাজির ছিলেন দু’পক্ষের পরিবার, পরিজন, বন্ধুবান্ধবেরা।

ছবি: সংগৃহীত।

০৫ ১৩
রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে বিয়ের দিন দেখা গিয়েছে স্টেফানি, ক্রিস্টিন, নাতাশাকে। ক্যাটরিনার পাশে ফোটোশ্যুটে হাসিমুখে তাঁর তিন দিদি। ছিলেন তিন বোন— মেলিসা, সনিয়া এবং ইসাবেলও।

রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে বিয়ের দিন দেখা গিয়েছে স্টেফানি, ক্রিস্টিন, নাতাশাকে। ক্যাটরিনার পাশে ফোটোশ্যুটে হাসিমুখে তাঁর তিন দিদি। ছিলেন তিন বোন— মেলিসা, সনিয়া এবং ইসাবেলও।

ছবি: সংগৃহীত।

০৬ ১৩
ভিকির শ্যালিকাদের মধ্যে একমাত্র ইসাবেলই বলিউডের পর্দায় মুখ দেখিয়েছেন। দিদি ক্যাটরিনার মতোই প্রথমে মডেলিং এবং পরে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন ৩০ বছরের ইসাবেল।

ভিকির শ্যালিকাদের মধ্যে একমাত্র ইসাবেলই বলিউডের পর্দায় মুখ দেখিয়েছেন। দিদি ক্যাটরিনার মতোই প্রথমে মডেলিং এবং পরে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন ৩০ বছরের ইসাবেল।

ছবি: সংগৃহীত।

০৭ ১৩
এখনও পর্যন্ত মাত্র দু’টি ফিল্মে দেখা গিয়েছে ক্যাটরিনার সবচেয়ে ছোট বোন ইসাবেলকে। দু’টিই চলতি বছরের মুক্তি পেয়েছে। বছরের গোড়ায় জানুয়ারিতে পুলকিত সম্রাটের সঙ্গে জুটি বেঁধে ‘সুস্বাগতম খুশামদিদ’। এর পর মার্চে সুরজ পাঞ্চোলির বিপরীতে নায়িকার ভূমিকায় ‘টাইম টু ডান্স’-এ।

এখনও পর্যন্ত মাত্র দু’টি ফিল্মে দেখা গিয়েছে ক্যাটরিনার সবচেয়ে ছোট বোন ইসাবেলকে। দু’টিই চলতি বছরের মুক্তি পেয়েছে। বছরের গোড়ায় জানুয়ারিতে পুলকিত সম্রাটের সঙ্গে জুটি বেঁধে ‘সুস্বাগতম খুশামদিদ’। এর পর মার্চে সুরজ পাঞ্চোলির বিপরীতে নায়িকার ভূমিকায় ‘টাইম টু ডান্স’-এ।

ছবি: সংগৃহীত।

০৮ ১৩
দিদির বিয়ের পর উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি ইসাবেল।  ১০ ডিসেম্বর ইনস্টাগ্রামে জামাইবাবুকে ট্যাগ করে লিখেছেন, ‘গত কাল এক জন ভাই পেলাম আমি।’ নিজেদের  পরিবারে ভিকিকে স্বাগতও জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘ওয়েলকাম টু আওয়ার ক্রেজি ফ্যামিলি।’

দিদির বিয়ের পর উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি ইসাবেল। ১০ ডিসেম্বর ইনস্টাগ্রামে জামাইবাবুকে ট্যাগ করে লিখেছেন, ‘গত কাল এক জন ভাই পেলাম আমি।’ নিজেদের পরিবারে ভিকিকে স্বাগতও জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘ওয়েলকাম টু আওয়ার ক্রেজি ফ্যামিলি।’

ছবি: সংগৃহীত।

০৯ ১৩
ইসাবেলের মতো বলিউডের ঝাঁ-চকচকে পেশা না হলেও কম নজরকাড়া নয় ভিকির আর এক শ্যালিকা মেলিসা তারকোত। তবে বিনোদন জগৎ থেকে শত হস্ত দূরে রয়েছেন তিনি।

ইসাবেলের মতো বলিউডের ঝাঁ-চকচকে পেশা না হলেও কম নজরকাড়া নয় ভিকির আর এক শ্যালিকা মেলিসা তারকোত। তবে বিনোদন জগৎ থেকে শত হস্ত দূরে রয়েছেন তিনি।

ছবি: সংগৃহীত।

১০ ১৩
ভিকির আর এক শ্যালিকা মেলিসা পেশায় গণিতজ্ঞ। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে পিএইচডি ডিগ্রিও রয়েছে তাঁর।

ভিকির আর এক শ্যালিকা মেলিসা পেশায় গণিতজ্ঞ। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে পিএইচডি ডিগ্রিও রয়েছে তাঁর।

ছবি: সংগৃহীত।

১১ ১৩
ইসাবেল এবং মেলিসার সম্পর্কে বেশ এ সব তথ্য জানা গেলেও ভিকির অন্য শ্যালিকাদের নিয়ে খবরাখবর প্রকাশ্যে আসেনি।

ইসাবেল এবং মেলিসার সম্পর্কে বেশ এ সব তথ্য জানা গেলেও ভিকির অন্য শ্যালিকাদের নিয়ে খবরাখবর প্রকাশ্যে আসেনি।

ছবি: সংগৃহীত।

১২ ১৩
ছয় শ্যালিকা ছাড়াও ভিকির এক শ্যালকও রয়েছে। ফার্নিচার ডিজাইন অ্যান্ড ক্রাফ্ট নিয়ে পড়াশোনা করেছেন ক্যাটরিনার দাদা সেবাস্তিয়ান লরাঁ মিখেল।

ছয় শ্যালিকা ছাড়াও ভিকির এক শ্যালকও রয়েছে। ফার্নিচার ডিজাইন অ্যান্ড ক্রাফ্ট নিয়ে পড়াশোনা করেছেন ক্যাটরিনার দাদা সেবাস্তিয়ান লরাঁ মিখেল।

ছবি: সংগৃহীত।

১৩ ১৩
‘ভিক্যাট’-এর বিয়ে নিয়ে হইচই হলেও এত দিন ক্যামেরার ঝলকানির বাইরেই থেকেছে ক্যাটরিনার পরিবার। তবে বিয়ের দিন তাঁদের সকলেই ফোটোশিকারিদের মনের সাধ মিটিয়েছেন। ভিকির পাশের দাঁড়িয়ে বেশ সাবলীল ভাবে ছবি তুলেছেন তাঁর ছয় শ্যালিকা!

‘ভিক্যাট’-এর বিয়ে নিয়ে হইচই হলেও এত দিন ক্যামেরার ঝলকানির বাইরেই থেকেছে ক্যাটরিনার পরিবার। তবে বিয়ের দিন তাঁদের সকলেই ফোটোশিকারিদের মনের সাধ মিটিয়েছেন। ভিকির পাশের দাঁড়িয়ে বেশ সাবলীল ভাবে ছবি তুলেছেন তাঁর ছয় শ্যালিকা!

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy