Advertisement
২২ নভেম্বর ২০২৪
usha chilukuri vance

শিকড় এ দেশে! কমলার ছেড়ে যাওয়া বাড়িতে আসছেন আর এক ভারতীয় বংশোদ্ভূত, কে এই ঊষা চিলুকুরি?

১৯৮৬ সালে জন্ম ঊষার। তাঁর বাবা ও মা দু’জনেই উচ্চশিক্ষিত। কর্মসূত্রে সে দেশে পাড়ি দেন তাঁরা। ঊষার বাবা একজন ইঞ্জিনিয়ার এবং মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১০:৪৩
Share: Save:
০১ ১৬
 Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

আমেরিকার সেকেন্ড লেডির ভূমিকায় দেখা যেতে পারে এমন একজনকে, যাঁর শিকড় রয়েছে ভারতেই। প্রায় ৪০ বছর আগে তাঁর পূর্বপুরুষেরা ভারত ছেড়ে চলে গিয়েছিলেন। তিনিই হতে চলেছেন আমেরিকার প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’।

০২ ১৬
 Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

তিনি ঊষা চিলুকুরি ভান্স। তাঁর স্বামী আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জেডি ভান্স। বছর ৩৮-এর ঊষার শিকড় রয়েছে অন্ধ্রপ্রদেশে। যদিও তাঁর জন্ম, বেড়ে ওঠা, প়ড়াশোনা, সবই আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোয়। ভারতের সঙ্গে তাঁর যোগ পিতৃসূত্রে। তাঁর বাবার জন্ম অন্ধ্রপ্রদেশের ছোট্ট গ্রামে। যদিও সেই গ্রামে কখনও আসেননি ঊষা।

০৩ ১৬
 Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

খুব শীঘ্রই এক নম্বর অবজ়ারভেটরি সার্কলের বাসিন্দা হতে চলেছেন ভান্স দম্পতি। চার বছর ধরে যেখানে বাস করতেন সে দেশের প্রথম অশ্বেতাঙ্গ ও মহিলা ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। কমলা ওই বাসভবন ছেড়ে দেওয়ার পর আরও এক ভারতীয় বংশোদ্ভূতের পা পড়বে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের বাসভবনে।

০৪ ১৬
 Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

১৯৮৬ সালে জন্ম ঊষার। তাঁর বাবা ও মা দু’জনেই উচ্চশিক্ষিত। কর্মসূত্রে সে দেশে পাড়ি দেন তাঁরা। ঊষার বাবা একজন ইঞ্জিনিয়ার এবং মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হন ঊষা। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এর পর তিনি ইয়েল ল স্কুলে যোগ দেন।

০৫ ১৬
 Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

সেখানেই আইন পড়তে এসেছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জেডি ভান্স। দুই ভিন্ন মেরু থেকে উঠে আসা দুই ব্যক্তির আলাপ জমতে অবশ্য বেশি সময় লাগেনি। আলাপ থেকে প্রেম, তার পর বিয়ে। ২০১৪ সালে হিন্দু রীতি মেনেই জেডি ভান্স ও ঊষা চিলুকুরির চার হাত এক হয়। এই দম্পতির তিন সন্তান রয়েছে। ইওয়ান, বিবেক ও মিরাবেল।

০৬ ১৬
 Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে আইনে ডিগ্রি অর্জন করেন ঊষা। এর পর বেশ কয়েক বছর কর্পোরেট দুনিয়ার আইনজীবী হিসাবে কাজ করেন। আমেরিকার সুপ্রিম কোর্টের দু’জন প্রধান বিচারপতির সহকারী হিসাবেও কাজ করেছেন তিনি।

০৭ ১৬
 Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

ভান্সের সঙ্গে ঊষার যখন আলাপ, তখন তিনি ছিলেন ঘোষিত ডেমোক্র্যাট। তার আগেও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ঊষা বামপন্থী এবং উদারপন্থী সংগঠনগুলির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৪ সালে ডেমোক্র্যাটিক শিবিরে যোগ দিয়েছিলেন।

০৮ ১৬
 Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

ভান্সকে বিয়ের পর ধীরে ধীরে তাঁর রাজনৈতিক মতাদর্শে পরিবর্তন আসে। ২০১৮ সালে রিপাবলিকান পার্টিতে নাম নথিভুক্ত করেন তিনি।

০৯ ১৬
 Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

বছর ৪০-এর ভান্স ওহায়োর সেনেটর। একদা ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক থেকে তার রানিং মেট হয়ে ওঠা জেডি ভান্সের সফরও কম আকর্ষণীয় নয়।

১০ ১৬
 Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

ভান্সের জন্ম ওহায়োর মিডলটাউনে। তাঁর ছেলেবেলার অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। পরিবারের স্থিতিশীলতার অভাবে তাঁর ছোটবেলার বেশির ভাগটাই কেটেছে দাদু-দিদিমার কাছে। ভান্সের মাকেও লড়াই করতে হয়েছে মাদকাসক্তির সঙ্গে। এই পর্যায়ে তাঁদের ছে়ড়ে চলে যান ভান্সের পিতা। কয়েক বছর পরে তিনি মারা যান। জেডি ভান্সকে তাঁর দাদু-দিদিমা দত্তক নেন। বর্তমানে তাঁদের সেই পদবিই ব্যবহার করেন ভান্স।

১১ ১৬
 Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

তাঁর ছাত্রজীবন আর কর্মজীবন বর্ণময়। প্রথমে একটি মুদির দোকানে কাজ করতেন ভান্স। তার পর মিডলটন হাই স্কুল থেকে পাশ করার পর আমেরিকার নৌসেনায় যোগ দেন। পরে ইরাকে মোতায়েন করা হয় তাঁকে। এর পর ওহায়ো স্টেট ইউনিভার্সিটি এবং ইয়েল ল স্কুল থেকে পড়াশোনা করেন।

১২ ১৬
 Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

পরবর্তী কালে সিলিকন ভ্যালিতে বিনিয়োগকারী হিসাবে কাজ শুরু করেন তিনি। ‘হিলবিলি এলেজি’ নামক স্মৃতিকথার সাফল্য তাঁকে জনপ্রিয় করে তোলে। সর্বাধিক বিক্রি হওয়া বইয়ের তালিকায় রয়েছে তাঁর লেখা বইটি। এই বই অবলম্বনে একটি সিনেমাও তৈরি হয়েছে।

১৩ ১৬
 Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

এই বইয়ের সাফল্য তাঁকে লেখক হিসাবে বিখ্যাত করে তোলার পাশাপাশি ভাষ্যকার হিসাবেও পরিচিতি দিয়েছিল। কী ভাবে তাঁর পরিচিত মানুষেরা পরিশ্রম করার বদলে সরকারি অনুদানের উপর নির্ভর করতেন, তা তিনি নিজের বইয়ে তুলে ধরেন।

১৪ ১৬
 Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

তাঁর ব্যক্তিত্ব ও লড়াকু মনোভাবের কারণে ট্রাম্প তাঁকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে মনোনীত করেন বলে মনে করে সে দেশের সংবাদমাধ্যমগুলি। সদ্যনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাফল্যের নেপথ্যে তাঁর অর্ধাঙ্গিনীর অবদান যে অনেকখানি রয়েছে, তা নির্বাচনী প্রচারে তুলে ধরেছেন ভান্সই।

১৫ ১৬
 Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

২০২২ সালে ভান্স সেনেটর নির্বাচিত হন। এর নেপথ্যে ঊষার কঠিন পরিশ্রম রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন তিনি। কারণ সেই সময় তিনি ভান্সের নির্বাচনী প্রচারগুলির দায়িত্বভার সামলেছিলেন। সম্প্রতি ভান্স একটি আলোচনা সভায় ঊষাকে তাঁর ‘তাত্ত্বিক গুরু’ এবং ‘পথপ্রদর্শক’ হিসাবে উল্লেখ করেন।

১৬ ১৬
Usha Chilukuri Vance, the wife of Vance is set to become the first Indian-origin Second Lady

ভান্স একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন, স্ত্রীর সাহচর্যে একটু একটু করে নিজেকে বাস্তবে ফিরিয়ে এনেছেন তিনি। তাঁর জীবনের বিভিন্ন পরিবর্তনে ঊষার ভূমিকার কথাও নির্বাচনী প্রচারে শোনা গিয়েছিল ভান্সের মুখে। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘‘যদি আমি কিছুটা অহঙ্কারী হয়েও উঠি বা নিজেকে নিয়ে সামান্য গর্বিতও হই, আমি শুধু নিজেকে এটা মনে করিয়ে দিই যে ঊষা আমার চেয়ে অনেক বেশি পারদর্শী।’’

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy