Advertisement
২১ নভেম্বর ২০২৪
America-India

রাশিয়ার সেনার সঙ্গে ব্যবসা করা থেকে সাবধান! ভারতের ব্যাঙ্কগুলিতে চিঠি পাঠিয়ে হুঁশিয়ারি আমেরিকার

চিঠি পাঠিয়ে ভারতের ব্যাঙ্কগুলিকে সতর্ক করল আমেরিকা। আমেরিকার অর্থ মন্ত্রকের হুঁশিয়ারি, ভারতের যে ব্যাঙ্কগুলি রাশিয়ার সেনার সঙ্গে ব্যবসা করে, তারা আমেরিকার থেকে আর কোনও আর্থিক সাহায্য পাবে না।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০৮:১০
Share: Save:
০১ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

চিঠি পাঠিয়ে ভারতের ব্যাঙ্কগুলিকে সতর্ক করল আমেরিকা। আমেরিকার অর্থ মন্ত্রকের হুঁশিয়ারি, ভারতের যে ব্যাঙ্কগুলি রাশিয়ার সেনার সঙ্গে ব্যবসা করে, তারা আমেরিকার থেকে আর কোনও আর্থিক সাহায্য পাবে না। তেমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

০২ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতে ওই চিঠি পাঠিয়েছেন আমেরিকার সহকারী অর্থসচিব ওয়ালি আদেয়েমো।

০৩ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

‘ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন’কে পাঠানো ওই চিঠিতে লেখা, ‘‘আমরা জানি যে রাশিয়ার সামরিক বাহিনী মেশিন টুলস এবং মাইক্রোইলেক্ট্রনিক্সের মতো সংবেদনশীল পণ্য আমদানি করে। লেনদেন সহজ করার জন্য সে দেশের বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর নির্ভর করে মস্কো।’’

০৪ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

তবে, চিঠিতে ভারতের ব্যাঙ্কগুলির জন্য কোনও নির্দিষ্ট উদ্বেগের কথা বলা নেই বলেই সূত্রের খবর। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই নয়াদিল্লি যাতে মস্কো থেকে নিজেকে দূরে রাখে, সে বিষয়ে তৈরি হওয়া বিভিন্ন চাপ প্রতিহত করার চেষ্টা করছে ভারত।

০৫ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে অনেক জল্পনাও তৈরি হয়েছে। তবে এই সাক্ষাতের পর ভারত জানিয়েছে, রাশিয়ায় রফতানি বাড়ানো নিয়ে বিভিন্ন উপায় খোঁজার চেষ্টা চলছে।

০৬ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

এর মধ্যেই ভারতের ব্যাঙ্কগুলিতে বার্তা পাঠাল আমেরিকা।

০৭ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

আদেয়েমো জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরেই রাশিয়ার সেনার সঙ্গে ব্যবসা করা বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলির উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকার জো বাইডেন সরকার।

০৮ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

পাশাপাশি, রাশিয়ার সামরিক শিল্প ঘাঁটির লেনদেনে কোন কোন বিদেশি ব্যাঙ্কের মদত রয়েছে, তা-ও খুঁজে বার করার কাজ চলছে। তার পরেই এই চিঠি।

০৯ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন।

১০ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

তবে চিঠিতে আমেরিকার সহকারী অর্থসচিব এ-ও জানিয়েছেন, ভারতের সঙ্গে নিজেদের অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে আগ্রহী আমেরিকা।

১১ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

তিনি জানিয়েছেন, গত এক এক দশকে আমেরিকা এবং ভারতের মধ্যে বাণিজ্য ১১০ শতাংশেরও বেশি বেড়েছে এবং দুই দেশ একে অপরের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারির মধ্যে রয়েছে।

১২ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

পাশাপাশি আদেয়েমো এ-ও জানিয়েছেন, আমেরিকা এবং বন্ধু দেশগুলি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে এবং সে দেশে রফতানিতে নিয়ন্ত্রণ এনে ‘আর্থিক এবং বৈষয়িক’ দিক থেকে বঞ্চিত রেখে, রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।

১৩ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

আর সে কারণেই বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলিকে রাশিয়ার সেনার সঙ্গে ব্যবসা করা নিয়ে সাবধান করেছে আমেরিকা।

১৪ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

এ নিয়ে ৩০ দিনের মধ্যে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনকে নিজেদের প্রতিক্রিয়া জানানোর কথা বলেছেন আমেরিকার সহকারী অর্থসচিব।

১৫ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

পাশাপাশি, ভারতী সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে আমেরিকার নির্দেশ এবং এর প্রভাব সম্পর্কে সচেতন করার জন্য তারা কী পদক্ষেপ করবে তা-ও জানতে চাওয়া হয়েছে।

১৬ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

চিঠিতে আদেয়েমো লিখেছেন, ‘‘যে সব বিদেশি আর্থিক প্রতিষ্ঠান রাশিয়ার সামরিক শিল্প সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত থাকবে, তারা আর্থিক দিক থেকে আমেরিকার সাহায্য হারাতে পারে।’’

১৭ ১৭
US Treasury warns Indian banks about business deal with Russian military industrial base

উল্লেখ্য, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ছাড়াও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বা ভারতীয় শিল্প সমিতিকে এই চিঠি পাঠানো হয়েছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy