
গত শতাব্দীর ৬০ এবং ৭০-এর দশকে ভারতের উপর মার্কিন গুপ্তচরদের ছিল কড়া নজর। দিল্লি এবং কলকাতার গোপন ডেরায় বসে যাবতীয় কাজকর্ম সারতেন তাঁরা। প্রায় ছ’দশক পর সেই তথ্য এ বার প্রকাশ্যে আনলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দুই দেশের সম্পর্ক নতুন খাতে বইবে কি না, আন্তর্জাতিক মহলে সেই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।

চলতি বছরের ১৮ মার্চ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন ফিটজ়েরাল্ড কেনেডির হত্যাকাণ্ড সংক্রান্ত একাধিক গোপন নথি জনসমক্ষে এনেছে ট্রাম্প প্রশাসন। সেখানেই রয়েছে আমেরিকার গুপ্তচর সংস্থা ‘সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি’ বা সিআইএর কাজকর্ম সংক্রান্ত বহু গুপ্ত তথ্য। সংশ্লিষ্ট নথিগুলি প্রকাশ্যে আসতে চোখ কপালে ওঠে অনেকের।