US Senate confirms Nusrat Jahan Choudhury as the America’s first Muslim female federal judge dgtl
Nusrat Jahan Choudhury
আমেরিকার প্রথম মহিলা মুসলিম বিচারক! ট্রাম্প জমানায় বিতর্কের মুখেও পড়েন বাংলাদেশি কন্যা
নুসরত পেশায় এক জন সিভিল রাইটস আইনজীবী। নাগরিকদের অধিকার রক্ষায় লড়াই করেন তিনি। বৃহস্পতিবার আমেরিকার সেনেট সে দেশের প্রথম মহিলা মুসলিম ফেডারেল বিচারক হিসাবে তাঁর নাম ঘোষণা করেছে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
নিউ ইয়র্কশেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ১৬:২৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
আমেরিকার প্রথম মহিলা মুসলিম বিচারক হলেন বাংলাদেশ বংশোদ্ভূত নুসরত জহান চৌধুরী। এখন থেকে নিউ ইয়র্কের পূর্বাঞ্চলীয় আদালত (ইস্টার্ন ডিস্ট্রিক্ট)-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
০২১৭
নুসরত পেশায় আমেরিকার এক জন সিভিল রাইটস আইনজীবী। নাগরিকদের অধিকার রক্ষায় লড়াই করেন তিনি। বৃহস্পতিবার আমেরিকার সেনেট সে দেশের প্রথম মহিলা মুসলিম ফেডারেল বিচারক হিসাবে তাঁর নাম ঘোষণা করেছে।
০৩১৭
৫০-৪৯ ভোটে জেতার পর নিউ ইয়র্কের পূর্বাঞ্চলীয় আদালতের বিচারক নির্বাচিত হয়েছেন নুসরত।
০৪১৭
নুসরত বর্তমানে ইলিনয়ের ‘আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)’-এর আইনি অধিকর্তা (লিগ্যাল ডিরেক্টর) হিসাবে কর্মরত।
০৫১৭
নুসরত তাঁর পেশাদার জীবনের বেশির ভাগ সময় এসিএলইউ-তে কাটিয়েছেন। যেখানে তিনি বর্ণবৈষম্য এবং জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করেছেন।
০৬১৭
২০১৮ থেকে ২০২০ পর্যন্ত এসিএলইউ-এর বর্ণবৈষম্য সংক্রান্ত বিচার কর্মসূচির ডেপুটি ডিরেক্টর ছিলেন নুসরত।
০৭১৭
২০২২ সালের জানুয়ারিতে ফেডারেল বেঞ্চে নুসরতের নাম মনোনীত করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
০৮১৭
আমেরিকার শীর্ষ সেনেট চাক শুমার এক বিবৃতিতে বলেছেন, ‘‘নুসরত প্রতিভাবান আইনজীবী। নাগরিক অধিকার আইনজীবী হিসাবে ওঁর অভিজ্ঞতা রয়েছে। ফেডারেল বেঞ্চে সততা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য তিনি নিজেকে তৈরি করেছেন। নুসরত নিশ্চয়ই সৎপথে থেকে এবং সত্যকে অনুসরণ করে ন্যায়বিচার করবেন।’’
০৯১৭
বৃহস্পতিবার দুপুরে শুমার টুইটারে নুসরতের একটি ছবি পোস্ট করেন। তিনি লেখেন, ‘‘নুসরত এসিএলইউ-র আইনি অধিকর্তা। বাংলাদেশি বংশোদ্ভূত নুসরত আমেরিকার প্রথম মহিলা মুসলিম ফেডারেল বিচারক হিসাবে ইতিহাস গড়েছেন।’’
১০১৭
ট্রাম্প জমানায় বিতর্কেও জড়িয়ে পড়েন নুসরত। ২০১৫ সালে প্রিন্সটন ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি মন্তব্য করেন, নিরস্ত্র কৃষ্ণাঙ্গদের প্রতি দিন ‘খুন’ করছে পুলিশ। তাঁর এই মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়।
১১১৭
সেনেটের কয়েক জন সদস্য নুসরতের মন্তব্যকে অসংবেদনশীল আখ্যা দেন এবং বিরোধিতা করেন। পরে অবশ্য তিনি সেনেট কমিটিকে চিঠি দিয়ে জানান, আইনের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে।
১২১৭
ফেডারেল বিচারক হিসাবে নিয়োগের আগে নুসরত ‘নিউ ইয়র্ক ট্রায়াল কোর্ট’ এবং ‘ইউএস সেকেন্ড সার্কিট কোর্ট অফ আপিল’-এর বিচারকের সহকারী হিসাবেও কাজ করেছিলেন।
১৩১৭
তবে নুসরত প্রথম নন, বাইডেন জমানাতেই আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিচারক জাহিদ কুরেশি। ২০২১ সালে নিউ জার্সির ফেডারেল ট্রায়াল কোর্টে তাঁকে বিচারক হিসাবে নিয়োগ করেছিল সেনেট।
১৪১৭
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৪৭ বয়সি নুসরত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রিন্সটন কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন। এর পর ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি।
১৫১৭
কর্মজীবনে অনেক পুরস্কার পেয়েছেন নুসরত। তিনি নিউ ইয়র্কের সাউথ এশিয়ান বার অ্যাসোসিয়েশনের তরফ ‘জাস্টিস অ্যাওয়ার্ড’ এবং প্রিন্সটন ইউনিভার্সিটির ‘এডওয়ার্ড বুলার্ড ডিস্টিংগুইশড অ্যালামনাস অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
১৬১৭
নুসরতের বাবা এক জন চিকিৎসক। প্রায় ৪০ বছর ধরে তিনি শিকাগো এলাকায় চিকিৎসা করেছেন।
১৭১৭
২০১৬ সালে মাইকেল অর্লি নামে এক ভিএফএক্স শিল্পীকে বিয়ে করেন নুসরত।