Advertisement
২২ নভেম্বর ২০২৪
Nusrat Jahan Choudhury

আমেরিকার প্রথম মহিলা মুসলিম বিচারক! ট্রাম্প জমানায় বিতর্কের মুখেও পড়েন বাংলাদেশি কন্যা

নুসরত পেশায় এক জন সিভিল রাইটস আইনজীবী। নাগরিকদের অধিকার রক্ষায় লড়াই করেন তিনি। বৃহস্পতিবার আমেরিকার সেনেট সে দেশের প্রথম মহিলা মুসলিম ফেডারেল বিচারক হিসাবে তাঁর নাম ঘোষণা করেছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নিউ ইয়র্ক শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ১৬:২৫
Share: Save:
০১ ১৭
Nusrat Jahan Choudhury

আমেরিকার প্রথম মহিলা মুসলিম বিচারক হলেন বাংলাদেশ বংশোদ্ভূত নুসরত জহান চৌধুরী। এখন থেকে নিউ ইয়র্কের পূর্বাঞ্চলীয় আদালত (ইস্টার্ন ডিস্ট্রিক্ট)-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

০২ ১৭
Nusrat Jahan Choudhury

নুসরত পেশায় আমেরিকার এক জন সিভিল রাইটস আইনজীবী। নাগরিকদের অধিকার রক্ষায় লড়াই করেন তিনি। বৃহস্পতিবার আমেরিকার সেনেট সে দেশের প্রথম মহিলা মুসলিম ফেডারেল বিচারক হিসাবে তাঁর নাম ঘোষণা করেছে।

০৩ ১৭
Nusrat Jahan Choudhury

৫০-৪৯ ভোটে জেতার পর নিউ ইয়র্কের পূর্বাঞ্চলীয় আদালতের বিচারক নির্বাচিত হয়েছেন নুসরত।

০৪ ১৭
Nusrat Jahan Choudhury

নুসরত বর্তমানে ইলিনয়ের ‘আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)’-এর আইনি অধিকর্তা (লিগ্যাল ডিরেক্টর) হিসাবে কর্মরত।

০৫ ১৭
Nusrat Jahan Choudhury

নুসরত তাঁর পেশাদার জীবনের বেশির ভাগ সময় এসিএলইউ-তে কাটিয়েছেন। যেখানে তিনি বর্ণবৈষম্য এবং জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করেছেন।

০৬ ১৭
Nusrat Jahan Choudhury

২০১৮ থেকে ২০২০ পর্যন্ত এসিএলইউ-এর বর্ণবৈষম্য সংক্রান্ত বিচার কর্মসূচির ডেপুটি ডিরেক্টর ছিলেন নুসরত।

০৭ ১৭
Nusrat Jahan Choudhury

২০২২ সালের জানুয়ারিতে ফেডারেল বেঞ্চে নুসরতের নাম মনোনীত করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

০৮ ১৭
Nusrat Jahan Choudhury

আমেরিকার শীর্ষ সেনেট চাক শুমার এক বিবৃতিতে বলেছেন, ‘‘নুসরত প্রতিভাবান আইনজীবী। নাগরিক অধিকার আইনজীবী হিসাবে ওঁর অভিজ্ঞতা রয়েছে। ফেডারেল বেঞ্চে সততা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য তিনি নিজেকে তৈরি করেছেন। নুসরত নিশ্চয়ই সৎপথে থেকে এবং সত্যকে অনুসরণ করে ন্যায়বিচার করবেন।’’

০৯ ১৭
Nusrat Jahan Choudhury

বৃহস্পতিবার দুপুরে শুমার টুইটারে নুসরতের একটি ছবি পোস্ট করেন। তিনি লেখেন, ‘‘নুসরত এসিএলইউ-র আইনি অধিকর্তা। বাংলাদেশি বংশোদ্ভূত নুসরত আমেরিকার প্রথম মহিলা মুসলিম ফেডারেল বিচারক হিসাবে ইতিহাস গড়েছেন।’’

১০ ১৭
Nusrat Jahan Choudhury

ট্রাম্প জমানায় বিতর্কেও জড়িয়ে পড়েন নুসরত। ২০১৫ সালে প্রিন্সটন ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি মন্তব্য করেন, নিরস্ত্র কৃষ্ণাঙ্গদের প্রতি দিন ‘খুন’ করছে পুলিশ। তাঁর এই মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়।

১১ ১৭
Nusrat Jahan Choudhury

সেনেটের কয়েক জন সদস্য নুসরতের মন্তব্যকে অসংবেদনশীল আখ্যা দেন এবং বিরোধিতা করেন। পরে অবশ্য তিনি সেনেট কমিটিকে চিঠি দিয়ে জানান, আইনের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে।

১২ ১৭
Nusrat Jahan Choudhury

ফেডারেল বিচারক হিসাবে নিয়োগের আগে নুসরত ‘নিউ ইয়র্ক ট্রায়াল কোর্ট’ এবং ‘ইউএস সেকেন্ড সার্কিট কোর্ট অফ আপিল’-এর বিচারকের সহকারী হিসাবেও কাজ করেছিলেন।

১৩ ১৭
Nusrat Jahan Choudhury

তবে নুসরত প্রথম নন, বাইডেন জমানাতেই আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিচারক জাহিদ কুরেশি। ২০২১ সালে নিউ জার্সির ফেডারেল ট্রায়াল কোর্টে তাঁকে বিচারক হিসাবে নিয়োগ করেছিল সেনেট।

১৪ ১৭
Nusrat Jahan Choudhury

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৪৭ বয়সি নুসরত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রিন্সটন কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন। এর পর ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি।

১৫ ১৭
Nusrat Jahan Choudhury

কর্মজীবনে অনেক পুরস্কার পেয়েছেন নুসরত। তিনি নিউ ইয়র্কের সাউথ এশিয়ান বার অ্যাসোসিয়েশনের তরফ ‘জাস্টিস অ্যাওয়ার্ড’ এবং প্রিন্সটন ইউনিভার্সিটির ‘এডওয়ার্ড বুলার্ড ডিস্টিংগুইশড অ্যালামনাস অ্যাওয়ার্ড’ পেয়েছেন।

১৬ ১৭
Nusrat Jahan Choudhury

নুসরতের বাবা এক জন চিকিৎসক। প্রায় ৪০ বছর ধরে তিনি শিকাগো এলাকায় চিকিৎসা করেছেন।

১৭ ১৭
Nusrat Jahan Choudhury

২০১৬ সালে মাইকেল অর্লি নামে এক ভিএফএক্স শিল্পীকে বিয়ে করেন নুসরত।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy